প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- হোয়াংহো- ০৮.১১.২০১৩

উত্তরমালা

1. ”ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?

ক) যশোরাজ খান
খ) শাহ মুহম্মদ সগীর
গ) মীর মোশাররফ হোসেন
ঘ) বিজয় গুপ্ত

3. কোন নাটকটি সেলিম আল দীনের?

ক) পায়ের আওয়াজ পাওয়া যায়
খ) কবর
গ) সুবচন নির্বাসনে
ঘ) মুনতাসীর ফ্যান্টাসী

5. ”হরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) পূরণ
খ) পুরণ
গ) মুক্ত
ঘ) কোনোটিই নয়

6. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?

ক) বিশেষণ পদের
খ) বিশেষণ পদের
গ) নাম পদের
ঘ) ক্রিয়া বিশেষণ পদের

7. অধিকরণ কারকের উদাহরণ কোনটি?

ক) তিলে তৈল আছে
খ) দুধ থেকে ঘি হয়
গ) তিল থেকে তেল হয়
ঘ) মেঘ থেকে বৃষ্টি হয়

8. ”তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী

9. কোন বানানটি শুদ্ধ?

ক) উন্মিলন
খ) উন্মিলণ
গ) উন্মীলণ
ঘ) উন্মীলন

10. কোনটি শুদ্ধ বানান?

ক) রূপায়ন
খ) রূপায়ণ
গ) রুপায়ন
ঘ) রুপায়ণ

11. ”যিনি অধিক কথা বলেন না”-- এক কথায় কী হবে?

ক) অল্পভাষী
খ) সংযম
গ) মিতভাষী
ঘ) সন্ন্যাসী

12. ”সাপের খোলস” বাক্য সংকোচন কী হবে?

ক) নির্মোক
খ) উরগ
গ) কৃত্তি
ঘ) প্লাবক

13. ”সৌভাগ্যের বিষয়” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?

ক) পোয়াবারো
খ) একাদশে বৃহস্পতি
গ) গোঁফে- খেজুরে
ঘ) সৌভাগ্যবান

14. . ”নীলাকাশ” কোন সমাস?

ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

15. ”বিষবৃক্ষ” কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

16. ”শতাব্দী” কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) অব্যয়ীভাব
ঘ) দ্বিগু

17. ”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) স্বা + আগত
খ) স্বা + গত
গ) সু + আগত
ঘ) সা + আগত

18. ”বিচ্ছেদ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) বিঃ + ছেদ
খ) বি + ছেদ
গ) বিৎ + ছেদ
ঘ) বিচ্‌ + ছেদ

19. ”উন্নত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) উৎ + নত
খ) উন্নী + ত
গ) উৎ + নীত
ঘ) উৎ + নিত

20. ”বৃষ্টি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) বিষ + তি
খ) বৃ + ষ্টি
গ) বৃষ + টি
ঘ) বৃষ + তি

21. কোনটি শুদ্ধ বানান?...

ক) MISIONARY
খ) MISSIONARY
গ) MISIONERY
ঘ) MISSIONERY

22. কোনটি শুদ্ধ বানান?,

ক) CATASTROPHE
খ) CETASTROPHE
গ) CATASTROPHEE
ঘ) CATASTROFEE

23. . কোনটি শুদ্ধ বানান?,

ক) HETROGENUS
খ) HETROGENEOUS
গ) HETEROGENUS
ঘ) HETEROGENEOUS

26. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) He will avail the opportuntiy
খ) I should take leave of you
গ) I have seen two deers
ঘ) Television is a wonderful discovery

27. . নিচের কোন বাক্যটি শুদ্ধ?,,,.

ক) Good night, how are you?
খ) Ali took admission into that college.
গ) He asked me where did I go.
ঘ) He always speaks the truth.

33. "Let him sing a song" বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে---

ক) Let a song sing by him.
খ) Let a song be sung by him
গ) Let a song be sang by him
ঘ) Let a song sung by him

34. "Who will help you" বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক) By whom will you be helped?
খ) By whom you will be helped?
গ) By whom would you be helped?
ঘ) By whom you would be helped?

35. . "Do you know him"বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক) Is he known by you?
খ) Is he known to you?
গ) Is he knew by you?
ঘ) Was he known by you?

36. He said to me, "May you have wealth" বাক্যটির indirect speech হবে-

ক) He wished me that I might have wealth.
খ) He wished me that I might had wealth.
গ) He wished me that I should have wealth.
ঘ) He said to me that I might have wealth.

37. "You said to me," you do not do your duty." বাক্যটির indirect speech হবে-

ক) You told me that I do not do my duty.
খ) You said to me that I did not do my duty.
গ) You said to me that I do not do my duty.
ঘ) You told me that I did not do my duty.

40. কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?

ক) জলবায়ু
খ) আর্দ্রতা
গ) বৃষ্টিপাত
ঘ) বায়ুচাপ

41. ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৬ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৪৮ সালে

42. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

ক) কফি আনান
খ) হ্যামারশোল্ড
গ) ট্রিগভেলি
ঘ) বান কি মুন

44. ”অপারেজেয় বাংলা” কী?

ক) মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম
খ) মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য
গ) মুক্তিযুদ্ধভিত্তিক ম্যুরালচিত্র
ঘ) একটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা

45. বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?

ক) ১৯৯০ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ১৯৯৩ সালে

47. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক) বুধ
খ) বৃহস্পতি
গ) মঙ্গল
ঘ) শক্র

48. ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?

ক) ডোভার প্রণালী
খ) বেরিং প্রণালী
গ) মালাক্কা প্রণালী
ঘ) পক প্রণালী

49. . কোনটি মৌলিক পদার্থ?

ক) চিনি
খ) নিয়ন
গ) লবণ
ঘ) পানি

50. কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?

ক) সাদা
খ) কালো
গ) বেগুনি
ঘ) হলুদ

51. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
খ) কঠিন পদার্থে
গ) তরল পদার্থে
ঘ) বায়বীয় পদার্থ

52. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক) তামা
খ) দস্তা
গ) অ্যালুমিনিয়াম
ঘ) সীসা

53. নিচের কোন যৌগটি “ভিটামিন সি”?

ক) অ্যাসকরবিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) অ্যসিটিক এসিড
ঘ) অক্সালিক এসিড

54. কোনটি সাবান কে শক্ত করে?

ক) সোডিয়াম কার্বনেট
খ) সোডিয়াম সালফেট
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) সোডিয়াম সিলিকেট

55. বিলিরুবিন তৈরি হয়--

ক) কিডনীতে
খ) যকৃতে
গ) পিত্তথলিতে
ঘ) প্লিহায়

56. গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

ক) নাইট্রোজেন
খ) ম্যাগনেসিয়াম
গ) আয়রন
ঘ) পটাশিয়াম

57. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ১৮ জোড়া
খ) ২০ জোড়া
গ) ২২ জোড়া
ঘ) ২৩ জোড়া

58. বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়---

ক) ১৯৩০ সালে
খ) ১৯৩১ সালে
গ) ১৯৩২ সালে
ঘ) ১৯৩৪ সালে

60. বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি?

ক) এ্যাভোমিটার
খ) ব্যারোমিটার
গ) হাইগ্রোমিটার
ঘ) অ্যামিটার

61. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?

ক) ইসলাম খাঁন
খ) শায়েস্তা খাঁন
গ) ইব্রাহীম খাঁন
ঘ) মীর জুমলা

62. ময়মনসিংহ জেলার পূর্ব নাম---

ক) জালালাবাদ
খ) ইসলামাবাদ
গ) নাসিরাবাদ
ঘ) সিংহগ্রাম

63. তালিবাবাদ উপগ্রহ ভূ-কেন্দ্রটি চালু হয়?

ক) ১৯৮০ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৮২ সালে
ঘ) ১৯৯৩ সালে

64. তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?

ক) নরসিংদী
খ) খুলনা
গ) দিনাজপুর
ঘ) গাজীপুর

65. . 1+2+3+4+------+20= কত?

ক) 210
খ) 212
গ) 214
ঘ) 220

79. বৃত্তস্থ সামান্তরিক একটি ---

ক) আয়তক্ষেত্র
খ) বর্গক্ষেত্র
গ) রম্বস
ঘ) ট্রাপিজিয়াম

উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ