প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- গামা- ১৮.০৪.২০১৪
উত্তরমালা
1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ”কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধানদুটি চরিত্রের নাম---
2. ”ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য
12. ”তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
13. ”জগতে কীর্তিমান হও সাধনায়”--বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
17. ”বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ-
21. Choose the right word for the blank space in "Rashed will come to Bangladesh----plane"
22. Find the correct use of the word "with"
24. What is the correct synonym of "Isolation"?
31. "I know that he did the work" বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে---
32. Identify the correct passive form of "He is going to open a shop"
33. "He writes a letter" In this sentence "write" is a/an
35. The teacher said to me, "May you pass the examination." It's indirect form is---
36. Farida said to her mother, "I shall go to bed now"---- বাক্যটির indirect speech হবে----
37. "He ran fast lest he ----- miss the train. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে---
38. "It is high time you ---- up smoking. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে---
39. Which of the following sentences is correct?
40. Find out the correct sentence----
42. স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার” এর অবস্থান কোথায়?
43. ”ম্যাডোনা-৪৩” কি?
45. বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?
46. নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আর্ন্তজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
47. ”দারফুর” হলো---
50. বরফ সাদা দেখায় কারণ--
56. রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি?
57. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
59. শৈবালের বৈশিষ্ট্য কি?
61. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
62. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
63. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
64. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি. মি. ও ৬ কি. মি.। নদীপথে ৪৮ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে ---
65. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ মিটার হলে পরিসীমা কত?
69. ADB বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
70. দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
71. একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত?
75. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
76. একটি ঘড়ি ৫৬০ টকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
77. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?
78. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে ---
79. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার , ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
80. যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?