প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪(২০ জেলা) ;১১ মে ২০১৮

উত্তর যাচাই করুন

1. ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী ?

ক) অতিশয় অভদ্র
খ) অপদার্থ
গ) পার্থক্য
ঘ) অভদ্র

2. সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?

ক) সেমিকোলন
খ) দাঁড়ি
গ) কমা
ঘ) কোনোটিই নয়

3. কোন বানাটি সঠিক ?

ক) সান্মসিক
খ) ষান্মাসিক
গ) ষান্মষিক
ঘ) ষান্মসিক

4. কোনটি সঠিক বানান ?

ক) নিশীথিনী
খ) নিশিথিনি
গ) নিশিথিনী
ঘ) নীশিথিনি

5. 'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি ?

ক) ময়ূর
খ) কবুতর
গ) কোকিল
ঘ) বক

6. সংশয় এর বিপরীত শব্দ কোনটি ?

ক) প্রত্যয়
খ) দ্বিধা
গ) ভয়
ঘ) বিস্ময়

7. 'দিবারাত্রির কাব্য' কার লেখা ?

ক) মানিক বন্দোপাধ্যায়
খ) বন্দে আলী মিয়া
গ) গোলাম মোস্তফা
ঘ) সুফিয়া কামাল

8. সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই ?

ক) সংক্ষেপণ
খ) প্রাঞ্জলতা
গ) সরলতা
ঘ) অলঙ্কার

9. 'অনিল বাগচীর একদিন' উপন্যসটির রচয়িতা কে ?

ক) হুমায়ুন আহমেদ
খ) সেলিনা হোসেন
গ) হুমায়ুন আজাদ
ঘ) সেয়দ শামসুল হক

10. 'হাড় হাভাতে' - বাগধারাটির অর্থ কোনটি ?

ক) হতভাগ্য
খ) ক্ষুধার্ত
গ) রোগা
ঘ) দরিদ্র

11. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে ?

ক) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
খ) দি ইউনিভাসির্টি প্রেস লি।
গ) বাংলা একাডেমি
ঘ) মুক্তিযুদ্ধ জাদুঘর

12. কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজরিত ময়মনসিঙ্ঘের স্থানটির নাম কী ?

ক) কামারপুর
খ) গোপালপুর
গ) দরিরামপুর
ঘ) জগদীশপুর

13. 'ধীমান ' শব্দটির অর্থ কি?

ক) পজ্ঞাবান
খ) বুদ্ধিমান
গ) নিরীহ
ঘ) শান্ত

14. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) বনানী
খ) পাদপ
গ) বিটপী
ঘ) শিখরী

15. মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) মনি+ঈষা
খ) মনস্ + ঈষা
গ) মনঃ + ঈষা
ঘ) মনী + ইষা

16. লম্ফ প্রদান করিল' -এর চলিত রুপ কোনটি?

ক) লাফ দিল
খ) লম্ফ দিল
গ) লম্ফ প্রদান করল
ঘ) লাফ প্রদান করল

17. কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?

ক) অবিশ্রাম
খ) অক্লান্ত
গ) ক্লান্তিহীন
ঘ) অক্লান্তকর্মী

18. সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?

ক) যে
খ) তাবৎ
গ) কিছু
ঘ) স্বয়ং

19. কোনটি সঠিক বানান?

ক) নিশীথিনী
খ) নিশিথিনি
গ) নিশিথিনী
ঘ) নীশিথিনি

20. নিচের কোনটি চলিত রীতির শব্দ?

ক) শুকনো
খ) পড়িল
গ) সহিত
ঘ) তুলা

21. which one of the following is an adverb.

ক) Someday
খ) Somebody
গ) Someone
ঘ) Something

22. We couldn't buy anything because- of the shops was open.

ক) all
খ) no one
গ) nothing
ঘ) none

23. Choose the opposite word in meaning to the word Liability

ক) Property
খ) Treasure
গ) Debt
ঘ) Assets

24. The 'Tale of Two Cities'is written by-

ক) Jane austen
খ) Thomas Hardy
গ) Charles Dickens
ঘ) George Eliot

25. Rahim discourages me -borrowing.

ক) from
খ) in
গ) to
ঘ) on

26. Which is correctly spelt ?

ক) Diarrhoea
খ) Dirohea
গ) Dirrohea
ঘ) Dirrhoea

27. . The chairman and secretary - present at the last meeting.

ক) is
খ) have
গ) was
ঘ) were

28. The word American is-

ক) noun
খ) adjective
গ) pronoun
ঘ) both noun and adjective

29. He is confident - success.

ক) to
খ) of
গ) for
ঘ) with

30. Which word is correct ?

ক) Achievment
খ) Acheivment
গ) Achievement
ঘ) Acheivement

31. The antonym of the word 'delete' is -

ক) dull
খ) insert
গ) contract
ঘ) discrete

32. Choose the correct sentence :

ক) The man appears to be stronger than other living men.
খ) The man appears to be stronger than many living men.
গ) The man appears to be stronger than all other living men.
ঘ) The man appears to be stronger than any other living men.

33. Which one of the following is a common gender ?

ক) Teacher
খ) book
গ) boy
ঘ) madam

34. He said "I can do the work".

ক) He said that I will do the work
খ) He said that he could do the work
গ) He said that he can do the work
ঘ) He said that I could do the work

35. Choose the correct sentence.

ক) Airport is a busy place.
খ) Airport is busy place.
গ) The Airport is a busy place.
ঘ) The Airport is busy place.

36. ' A child likes sweets only' the negative from of the sentence is -

ক) A child likes but sweets
খ) A child likes nothings but sweets.
গ) A child likes not more sweets
ঘ) A child likes none but sweets

37. What is the passive voice of 'who did this' ?

ক) By whom this has been done ?
খ) Whom did this ?
গ) By whom was this done ?
ঘ) Who has done this ?

38. What is the meaning of 'White Elephant'?

ক) A big elephant
খ) A very costly and troublesome possession
গ) A precious rate possession
ঘ) An elephant of white colour

39. Which of the following sentence is correct?

ক) Which shirt he bought is blue in colour
খ) The shirt which he bought is blue in colour
গ) That shirt which he has bought is blue in colour
ঘ) The shirt that which he bought is blue in colour

40. Choose the appropriate options to complete the sentence: Today - people who enjoy cricket is bigger than that of thirty years ago.

ক) a great deal of
খ) many
গ) the number of
ঘ) number of

41. CPU এর পূর্ণরপ কী ?

ক) Computer processing unit
খ) Central power unit
গ) Computer power unit
ঘ) Central processing unit

42. মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব -

ক) বীর উত্তম
খ) বীর প্রতীক
গ) বীরশ্রেষ্ঠ
ঘ) বীর বিক্রম

43. . উত্তরা গনভবন কোন জেলায় অবস্থিত ?

ক) নাটোর
খ) বগুড়া
গ) রংপুর
ঘ) রাজশাহী

44. ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি ?

ক) পক প্রণালি
খ) জিব্রাল্টার প্রণালি
গ) মালাক্কা প্রণালি
ঘ) হরমুজ প্রণালি

45. 'কুসুম্বা মসজিদ'টি কোথায় অবস্থিত ?

ক) কুমিল্লা
খ) নওগাঁ
গ) নাটোর
ঘ) ঢাকা

46. নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয় ?

ক) নাইজেরিয়া
খ) তিউনিসিয়া
গ) আলজেরিয়া
ঘ) আলবেনিয়া

47. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ?

ক) ইউনেস্কো
খ) ডব্লিউএইচও
গ) ইউএনডিপি
ঘ) ইউনিসেফ

48. তিস্তা নদীর উৎপত্তিস্থল

ক) লুসাই পাহাড়
খ) হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ
গ) তিব্বতের মানস সরোবর
ঘ) সিকিমের পার্বত্য অঞ্চল

49. বজ্রপাতের সময় থাকা উচিত ?

ক) গুহার ভিতর বা মাটিতে সুয়ে
খ) খোলা মাঠে দিড়িয়ে
গ) উঁচু দেয়ালের কাছে
ঘ) উঁচু গাছের নিচে

50. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে__

ক) টেলিফোন লাইনের সংযোগ সাধন করা
খ) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
গ) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
ঘ) বৈদ্যুতিক লাইনের সংযোগ সাধন হয়

51. নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব?

ক) সম্পুরক শুল্ক
খ) টোল ও লেভি
গ) বাণিজ্য শুল্ক
ঘ) মূল্য সংযোজন কর

52. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয়?

ক) ১৪ ডিসেম্বর ১৯৭১
খ) ১৭ এপ্রিল ১৯৭১
গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ) ২৫ মার্চ ১৯৭১

53. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

ক) ১১ টি
খ) ৮ টি
গ) ৭ টি
ঘ) ১০ টি

54. কোনটি ব্রিটিশ আমলের স্থপত্য?

ক) লালবাগ কেল্লা
খ) জাতীয় সংসদ ভবন
গ) আঙ্গিনা মসজিদ
ঘ) কার্জন হল

55. নিচের কোন দেশেটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট জি-৮ এর সদস্য নয়?

ক) সুইডেন
খ) রাশিয়া
গ) জাপান
ঘ) যুক্তরাষ্ট্র

56. ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে ?

ক) ৫৫%
খ) ৪০%
গ) ৫০%
ঘ) ৪৬%

57. মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোসোম থাকে?

ক) ২৪
খ) ৩৯
গ) ২৩
ঘ) ২৫

58. পিসিকালচার বলতে কী বোঝায়?

ক) মৎস্য চাষ
খ) মৌমাছি চাষ
গ) হাঁস মুরগি পালন
ঘ) রেশম চাষ

59. দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত?

ক) কুড়িগ্রাম
খ) লালমনিরহাট
গ) দিনাজপুর
ঘ) নীলফামারী

60. . লেবুতে কি থাকে?

ক) ভিটামিন 'সি'
খ) ভিটামিন 'ই'
গ) ভিটামিন 'এ'
ঘ) ভিটামিন 'কে'

61. ০.০০১ / ০.১ x ০.১ =?

ক) ০.০০১
খ) ১.১
গ) ০.১
ঘ) ০.০১

62. 7p² - p - 8 এর একটি উৎপাদক হবে_

ক) 8-7p
খ) 7p
গ) p-4
ঘ) 7p-8

63. a² + ¹⁄ₐ² =2 , a - ¹⁄ₐ = ?

ক) 2
খ) 1
গ) 0,
ঘ) 3

64. 1²⁄₃ এর ¹⁄₅÷¹⁄₉ = কত?

ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬

65. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে_

ক) ২৮০
খ) ২৯০
গ) ২৪০
ঘ) ৩৬০

66. একটি বাঁশের ১ ⁄ ৪ অংশ কাঁদায় , ৩ ⁄ ৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?

ক) ১৬
খ) ১৫
গ) ২০
ঘ) ১২

67. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪-ওর বর্গ হবে ?

ক) ৩৬
খ) ৯
গ) ১৬
ঘ) ২৫

68. ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০,এদের মধ্যে ৬০ জন চাত্রীর গড় নম্বর ৭৫ হলে,চাত্রদের গড় নম্বর কত ?

ক) ৬৫.৫
খ) ৬২.৫
গ) ৫৫.৫
ঘ) ৬০.৫

69. x+y=12 এবং x-y=8 হলে,xy এর মান কত ?

ক) 40
খ) 60
গ) 80
ঘ) 20

70. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭,১৪,২১,৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না ?

ক) ২৩০
খ) ২৬০
গ) ২১০
ঘ) ২২০

71. ৭৫০০ টাকা ১ ঃ ২ ঃ ৩ ঃ ৪ ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে -

ক) ২৬০০
খ) ৩০০০
গ) ২০০০
ঘ) ২৫০০

72. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত ?

ক) ৬%
খ) ১০%
গ) ১২%
ঘ) ৫%

73. যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খদ্যে কত জন লোকের ৮ সপ্তাহ চলবে ?

ক) ৫০০
খ) ৪০০
গ) ৬০০
ঘ) ৩০০

74. একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা ৬০% পরীক্ষাথী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল ।কতজন পরীক্ষাথী পরীক্ষায় অংশগ্রহণ করেছে ?

ক) ২৫০
খ) ১০০
গ) ১৫০
ঘ) ২০০

75. চাউলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল.১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল ?

ক) ২৫
খ) ৩৫
গ) ৪৫
ঘ) ৫০

76. টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়.১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে ?

ক) ৩টি
খ) ২টি
গ) ৪টি
ঘ) কোনোটিই নয়

77. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

ক) ৪৫
খ) ৪১
গ) ৪৭
ঘ) ৪২

78. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে, বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা ?

ক) ৪০
খ) কোনোটিই নয়
গ) ৪৬
ঘ) ৪৯

79. x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?

ক) x² - y² / xy
খ) 2x² + y² / xy
গ) 2y² - x² / xy
ঘ) x² - 2y² / xy

80. দুটি সংখ্যার লসাগু এবং এর গুণফল সংখ্যা দুটির __

ক) গড়ের সমান
খ) গুণফলের সমান
গ) ভাগফলের সমান
ঘ) কোনোটিই নয়
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ