শিক্ষক নিবন্ধন ( কলেজ )

৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-০২.১২.২০১১

উত্তরমালা

2. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ ?

ক) গিন্নি
খ) হস্ত
গ) গজ
ঘ) তসবি

4. নিচের কোনটি পারিভাষিক শব্দ ?

ক) ডাব
খ) সচিব
গ) কুচ্ছিত
ঘ) বালতি

5. ‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ?

ক) ডাকা বুকো
খ) তুলসি বনের বাঘ
গ) কাঠের পুতুল
ঘ) ঢাকের বায়া

6. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র ?

ক) বিজ্ঞপ্তি
খ) অভিযোগ পত্র
গ) চুক্তিপত্র
ঘ) প্রতিবেদন

7. নিচের কোনটি চলিত রীতির শব্দ ?

ক) তুলা
খ) শুকনো
গ) পড়িল
ঘ) সহিত

8. ‘বিষ নেই তার কুলোপনা চক্কর ‘বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?

ক) যার কোন প্রকার ক্ষমতা নাই
খ) অন্তঃসার শূন্য অবস্থা
গ) ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
ঘ) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন

9. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় ?

ক) প্রেরকের ঠিকানা
খ) প্রাপকের ঠিকানা
গ) পত্র গর্ভ
ঘ) স্বাক্ষর ও তারিখ

10. ‘দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন।’ বাক্যটি কোন দোষে দুষ্ট ?

ক) বাহুল্য দোষ
খ) উপমার ভুল প্রয়োগ
গ) গুরুচন্ডালী দোস
ঘ) অপ্রচলিত শব্দের ব্যবহার

11. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী ?

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
ঘ) নিষ্ক্রিয় দর্শক

12. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ ?

ক) পাঞ্জাবি
খ) পর্তুগীজ
গ) গুজরাটি
ঘ) ফরাসি

13. ‘গরমিল’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

ক) মিল ও অমিল
খ) অমিলের সদৃশ
গ) মিলের অভাব
ঘ) গর ও মিল

14. সস্বোধন পদে কোন যতিচিহ্ন বসে ?

ক) কমা
খ) ড্যাস
গ) সেমিকোলন
ঘ) হাইফেন

15. . প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে ?

ক) প্রীতিমুগ্ধ
খ) আশীর্বাদক
গ) শুভাকাঙ্ক্ষী
ঘ) স্নেহভাজন

16. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক ?

ক) সুখের পায়রা
খ) শরতের শিশির
গ) দুধের মাছি
ঘ) নিরেট বোকা

17. নিচের কোন বানানটি শুদ্ধ ?

ক) মধুসুদন দত্ত
খ) মধূসূদন দত্ত
গ) মধুসূদন দত্ত
ঘ) মধুসুধন দত্ত

18. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ ?

ক) সাতসমুদ্র
খ) প্রতিদিন
গ) নীলকণ্ঠ
ঘ) মুখেভাত

19. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে ?

ক) ব্যাসবাক্য
খ) সমস্যমান পদ
গ) সমস্তপদ
ঘ) উত্তরপদ

20. শিরোনামের প্রধান অংশ কোনটি ?

ক) ডাক টিকেট
খ) পোস্টাল কোড
গ) প্রেরকের ঠিকানা
ঘ) প্রাপকের ঠিকানা

21. . ‘ইঁদুর কপাল’ - এর বিপরীতার্থক বাগধারা কোনটি ?

ক) অদৃষ্টের পরিহাস
খ) চাঁদের হাট
গ) কেউকেটা বাংলা
ঘ) একাদশে বৃহস্পতি

22. ‘গুণহীনের বৃথা আস্ফালন ‘ - এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায় ?

ক) আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
খ) অসারের তর্জন গর্জন সার
গ) কানা ছেলের নাম পদ্মলোচন
ঘ) ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি

23. পর্তুগীজ ভাষার শব্দ নয় কোনটি ?

ক) আনারস
খ) আলমারি
গ) গুদাম
ঘ) চাহিদা

24. নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) মাথা ব্যথা
খ) মাথা ঘামান
গ) মাথা ধরা
ঘ) মাথা দেয়া

25. . নিচের কোনটি অর্ধতৎসম শব্দ ?

ক) কুচ্ছিত
খ) ভবন
গ) পাত্র
ঘ) গৃহিণী

26. বর্ষা শুরু হয়েছে ।

ক) The rain has set in
খ) The rains have set in
গ) The rains have set on
ঘ) The rain has set out

27. সে দিন এনে দিন খায় ।

ক) He lives from hand to mouth
খ) He lives by hand to mouth
গ) He lives day by day
ঘ) He eats day by day

28. সে বলল যে সে যাবে ।

ক) He said that he will go
খ) He said that he would went
গ) He said that he will went
ঘ) He said that he would go

29. আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না ।

ক) I would rather die than beg
খ) I would rather to die than to beg
গ) I would die than beg
ঘ) I would die rather beg

30. . সে হাসতে হাসতে চলে গেল ।

ক) He went away laugh
খ) He went away to laugh
গ) He went away laughing and laughing
ঘ) He went away laughing

31. আমি এটা না করে পারলাম না ।

ক) I could not help do it
খ) I could not help doing it
গ) I could not help to do it
ঘ) I could not but did it

32. I do not take tea .

ক) আমি চা খাই ।
খ) আমি চা পান করি না ।
গ) আমি চা খাব না ।
ঘ) আমি চা আনি না ।

33. Look before you leap .

ক) লাফ দেবার আগে তকাও ।
খ) ভাবিয়া করিও কাজ ।
গ) আগে ভাবিয়া পরে লাফ দিবে ।
ঘ) দেখে নাও পরে লাফ দাও ।

34. . It is raining cats and dogs .

ক) মুষলধারে বৃষ্টি হচ্ছে ।
খ) কুকুর বিড়ালের মত বৃষ্টি হচ্ছে ।
গ) ইহা বৃষ্টি হচ্ছে কুকুর ও বিড়ালগুলো ।
ঘ) কুকুর ও বিড়াল বৃষ্টিতে ভিজছে ।

35. He has killed himself .

ক) সে তোমাকে হত‍্যা করছে ।
খ) সে তাকে হত্যা করেছে
গ) সে মারা গিয়েছে ।
ঘ) সে আত্মহত্যা করেছে ।

36. Diamond cuts diamond .

ক) সঙ্গ দোষে নষ্ট ।
খ) সঙ্গ দেখে লোক চেনা যায় ।
গ) সৎ সঙ্গে স্বর্গ বাস ।
ঘ) মানিকে মানিক চেনে ।

37. I am badly hard up .

ক) আমি অসহ‍্য হয়ে উঠেছি ।
খ) আমি এক কথায় মানুষ ।
গ) আমি কঠিন অসুখে ভুগছি ।
ঘ) আমার টাকার খুব অনটন হয়েছে ।

38. . He is only five . (Negative)

ক) He is not less than five
খ) He is not only five
গ) He is above not five
ঘ) He is not aged five

39. If he does not do , he will die .( Compound)

ক) Do and die
খ) Do or die
গ) He cannot do and die
ঘ) Let him do or he will die

40. Everybody knows this .( Interrogative)

ক) Does anybody knows this ?
খ) Who does not know this ?
গ) Who do not know this ?
ঘ) Do anybody know this ?

41. I wish I were an ideal teacher .( Exclamatory)

ক) If I were an ideal teacher !
খ) How an ideal teacher I was !
গ) What an ideal teacher I was !
ঘ) If an ideal teacher I am !

42. I must go there .(Negative)

ক) I cannot but going there
খ) I cannot go help there
গ) I cannot but go there
ঘ) I must not go there

43. Move and die .(Simple)

ক) If you move , you will die .
খ) By moving you will die .
গ) Without moving you will die .
ঘ) If you do not move , you will do .

44. Thought he tried hard , he failed .( Compound)

ক) He tried and failed .
খ) In spite of trying hard , he failed .
গ) He tried hard but failed .
ঘ) But for his trying hard , he failed .

45. What is the noun form of 'beautiful' ?

ক) beauty
খ) beautify
গ) beautifully
ঘ) beauteous

47. He raised his hand . Here 'raised' is a _____ verb .

ক) copulative
খ) transitive
গ) factitive
ঘ) causative

48. An adverb does not modify ______ .

ক) nouns
খ) adjectives
গ) verbs
ঘ) adverbs

49. Which pen do you want ? Here 'which' is a/an _____ .

ক) adjective
খ) pronoun
গ) conjunction
ঘ) interjection

51. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ?

ক) প্রধানমন্ত্রী
খ) স্পীকার
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধান বিচারপতি

53. . ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ?

ক) শায়েস্তা খান
খ) ইসলাম খান
গ) ইব্রাহিম খান
ঘ) আলীবর্দি খান

55. . ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা ?

ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলন্দাজরা
ঘ) পর্তুগীজরা

56. মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে ?

ক) কানাডা
খ) জাপান
গ) নরওয়ে
ঘ) সুইডেন

57. জাপানের পার্লামেন্টের নাম কি ?

ক) নেসেট
খ) ডায়েট
গ) কোকেটিং
ঘ) মিরামি

61. দুধে থাকে কোন এসিড ?

ক) ফোলিক এসিড
খ) টারটারিক এসিড
গ) ল্যাকটিক এসিড
ঘ) সাইট্রিক এসিড

62. ১ মেগাবাইট = কত কিলোবাইট ?

ক) ১০০০
খ) ৫১২
গ) ১০২৬
ঘ) ১০২৪

64. 'কবর' নাটকটির রচয়িতা কে ?

ক) জহির রায়হান
খ) মুনীর চৌধুরী
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জসীমউদ্দীন

65. এপিকালচার বলতে কি বুঝায় ?

ক) রেশমের চাষ
খ) মৌমাছির চাষ
গ) মৎস্য চাষ
ঘ) পাখি পালন

66. অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে ?

ক) হেলেন কিলার
খ) ব্রেইল
গ) এডিসন
ঘ) ডেভিট বোর

68. . ২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?

ক) ইতালি
খ) স্পেন
গ) ব্রাজিল
ঘ) উরুগুয়ে

69. ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে ?

ক) লিওজিয়াওবো
খ) মারিও ভার্গাস
গ) পিটার ডাইমন্ড
ঘ) আকিরা সুজিকি

70. কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে ?

ক) কানাডা
খ) ফ্রান্স
গ) বেলজিয়াম
ঘ) নরওয়ে

72. . ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ‍্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত ?

ক) ৬ষ্ট - ৮ম শ্রেণী
খ) ৮ম - ১০ ম শ্রেণী
গ) ৯ম - ১০ম শ্রেণী
ঘ) ৯ম - দ্বাদশ শ্রেণি

74. সার্কভূক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই ?

ক) নেপাল
খ) বাংলাদেশ
গ) ভুটান
ঘ) মালদ্বীপ

75. থাইল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রির নাম কি ?

ক) প্রাইউথ শান-ওশা
খ) ভূমিবল
গ) ইংলাক সিনাওয়াত্রা
ঘ) লুরা সিনচিলা

84. ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডকত্রয়ের ছেদ বিন্দুটির নাম কী ?

ক) ভরকেন্দ্র
খ) পরিকেন্দ্র
গ) লম্ববিন্দু
ঘ) অন্তঃকেন্দ্র

97. হলে, এর মান কত?

ক) 3/4
খ) 5/12
গ) 12/13
ঘ) 5/13

উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ