৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-০২.১২.২০১১
উত্তর যাচাই করুন
1. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কতটি ?
2. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ ?
3. বাড়ী বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে ?
4. নিচের কোনটি পারিভাষিক শব্দ ?
5. ‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ?
6. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র ?
7. নিচের কোনটি চলিত রীতির শব্দ ?
8. ‘বিষ নেই তার কুলোপনা চক্কর ‘বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
9. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় ?
10. ‘দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন।’ বাক্যটি কোন দোষে দুষ্ট ?
11. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী ?
12. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ ?
13. ‘গরমিল’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
14. সস্বোধন পদে কোন যতিচিহ্ন বসে ?
15. . প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে ?
16. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক ?
17. নিচের কোন বানানটি শুদ্ধ ?
18. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ ?
19. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে ?
20. শিরোনামের প্রধান অংশ কোনটি ?
21. . ‘ইঁদুর কপাল’ - এর বিপরীতার্থক বাগধারা কোনটি ?
22. ‘গুণহীনের বৃথা আস্ফালন ‘ - এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায় ?
23. পর্তুগীজ ভাষার শব্দ নয় কোনটি ?
24. নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে ?
25. . নিচের কোনটি অর্ধতৎসম শব্দ ?
26. বর্ষা শুরু হয়েছে ।
27. সে দিন এনে দিন খায় ।
28. সে বলল যে সে যাবে ।
29. আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না ।
30. . সে হাসতে হাসতে চলে গেল ।
31. আমি এটা না করে পারলাম না ।
32. I do not take tea .
33. Look before you leap .
34. . It is raining cats and dogs .
35. He has killed himself .
36. Diamond cuts diamond .
37. I am badly hard up .
38. . He is only five . (Negative)
39. If he does not do , he will die .( Compound)
40. Everybody knows this .( Interrogative)
41. I wish I were an ideal teacher .( Exclamatory)
42. I must go there .(Negative)
43. Move and die .(Simple)
44. Thought he tried hard , he failed .( Compound)
45. What is the noun form of 'beautiful' ?
46. He is a Justice of the High Court . Here 'Justice' is a/an _____ noun .
47. He raised his hand . Here 'raised' is a _____ verb .
48. An adverb does not modify ______ .
49. Which pen do you want ? Here 'which' is a/an _____ .
50. . A paragraph must have ____ theme/themes .
51. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ?
52. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ?
53. . ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ?
54. বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি আছে ?
55. . ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা ?
56. মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে ?
57. জাপানের পার্লামেন্টের নাম কি ?
58. যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যেটি ফ্রান্সের নিকট থেকে কেনা ?
59. নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় ?
60. বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয় কোনটি ?
61. দুধে থাকে কোন এসিড ?
62. ১ মেগাবাইট = কত কিলোবাইট ?
63. বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
64. 'কবর' নাটকটির রচয়িতা কে ?
65. এপিকালচার বলতে কি বুঝায় ?
66. অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে ?
67. . বিশ্বে কার্বন ডাই - অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি ?
68. . ২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?
69. ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে ?
70. কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে ?
71. . বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের ?
72. . ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত ?
73. ৫ম আদমশুমারীর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে ?
74. সার্কভূক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই ?
75. থাইল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রির নাম কি ?
76. Sadik Khan is the best developer at SATT IT. Which one of the following denotes the degree?
77. প্রথম 6 টি 7- এর অযুগ্ম গুণিতকের গড় কত ?
78. 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকার ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
79. 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে ?
80. k-এর কোন মানের জন্য 2x + 5y + 8 = 0 এবং 2x - ky = 3 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না ?
81. একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্র পাওয়া যাবে ?
82. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রী হলে, ক্ষুদ্রতম কোণের মান কত ?
83. দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল । বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেমি । অপর বৃত্তের ব্যাসার্ধ কত ?
84. ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডকত্রয়ের ছেদ বিন্দুটির নাম কী ?
85. 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রী কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে । দেওয়ালটির উচ্চতা কত ?
86. একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি ও 1 সেমি এবং এদের লম্ব দূরত্ব 2 সেমি । পাতটির ক্ষেত্রফল কত বর্গ সেমি ?
87. একটি চাকার ব্যাস 4.2 মিটার । চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে ?
88. একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি এবং আয়তন 150 ঘন সেমি । বেলনের ভূমির ব্যাসার্ধ কত ?
89. A:B=3:4 এবং 6:5 হলে, A:C= কত?
90. নিচের কোনটি মূলদ সংখ্যা?
91. হলে, x এর মান কত?
92. হয়, তাহলে K এর কোন মানের জন্য
93. হলে, এর মান কত?
94. এবং x-y হলে, কত?
95. ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল ।
96. এর মান কত?
97. হলে, এর মান কত?
98. নিচের কোন সম্পর্কটি সঠিক?
99. একটি বৃত্তাকার মাঠের ব্যাস ২৬ মিটার। মাঠটির বাইরে চারিদিকে ২ মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
100. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?