শিক্ষক নিবন্ধন (স্কুল ২)

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-12-2022)

উত্তর যাচাই করুন

1. বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?

ক) ৪৭টি
খ) ৪৮টি
গ) ৪৯টি
ঘ) ৫০টি

2. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো

ক) সংক্ষেপণ
খ) ভাবের বিনিময়
গ) বিশেষভাবে বিশ্লেষণ
ঘ) মিলন

3. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?

ক) বচন
খ) লিঙ্গ
গ) বাক্য
ঘ) বাগর্থ

4. নিচের কোনটি তৎসম শব্দ?

ক) চাঁদ
খ) খোকা
গ) কাঠ
ঘ) সন্ধ্যা

5. 'লোকটি ধনী কিন্তু কৃপণ'—কোন ধরনের বাক্য?

ক) জটিল
খ) যৌগিক
গ) সরল
ঘ) মিশ্র

6. কোন বানানটি শুদ্ধ?

ক) রূপায়ন
খ) রূপায়ণ
গ) রুপায়ন
ঘ) রুপায়ণ

7. চলিত রীতির প্রবর্তক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) প্রমথ চৌধুরী
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

8. 'পার হইয়া'-এর চলিতরূপ কোনটি?

ক) পার হয়ে
খ) পার হইয়ে
গ) পারি হয়ে
ঘ) পেরিয়ে

9. Early rising is beneficial to health—এর সঠিকঅনুবাদ কোনটি?

ক) যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে
খ) সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয় ।
গ) সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।
ঘ) সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।

10. Ad-hoc এর অর্থ কি?

ক) তদর্থক
খ) অস্থায়ী
গ) শপথপত্র
ঘ) ক ও খ উভয়ই

11. সন্ধির প্রধান সুবিধা কি ?

ক) লেখার সুবিধা
খ) উচ্চারণের সুবিধা
গ) শোনার সুবিধা
ঘ) পড়ার সুবিধা

12. 'কৃষ্টি' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) কৃ + ক্তি
খ) কৃষ + তি
গ) কৃঃ +তি
ঘ) কৃষ + টি

13. "ব্যর্থ" শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) ব্য + অর্থ
খ) বি + অর্থ
গ) ব্যা + অর্থ
ঘ) ব + অর্থ

14. সমাস শব্দের অর্থ কী?

ক) সংক্ষেপণ
খ) সমন্বয়
গ) দুর্বোধ্য
ঘ) ভাষান্তরকরণ

15. 'চির অশান্তি' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

ক) ভরাডুবি
খ) রাবণের চিতা
গ) জগদ্দল পাথর
ঘ) ঢাকের ভায়া

16. ‘গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ কী?

ক) তুচ্ছ পদার্থ
খ) আলসেমি
গ) অন্ধ অনুকরণ
ঘ) তুমুল কাণ্ড

17. 'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী
খ) কর্তৃকারকে সপ্তমী
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী

18. 'অহঙ্কার পতনের মূল' বাক্যে 'অহঙ্কার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) করণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) অধিকরণে শূন্য

19. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) মুমূর্ষু
খ) মুমুষু
গ) মুমুর্ষু
ঘ) মুমুর্ষূ

20. ‘পরভূত' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) পিক
খ) ধেনু
গ) বিভব
ঘ) অম্বু

21. ‘আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) শান্ত
খ) আকাঙ্ক্ষা
গ) প্রসারণ
ঘ) কুঞ্চিত

22. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি?

ক) ইতিহাসবেত্তা
খ) ঐতিহাসিক
গ) ইতিহাসবিজ্ঞ
ঘ) ইতিহাসবিদ

23. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?

ক) বাক্য সংকোচনের জন্য
খ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
গ) বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ) বাক্য অলংকৃত করার জন্য

24. 'দাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) √দা + তৃচ
খ) √দাতৃ=আ
গ) √দা+তা
ঘ) √দাত + আ

25. 'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) √মু+ক্ত
খ) √মুক+ত
গ) √মুহ+ক্ত
ঘ) √মুচ +ক্ত

26. যারে দেখতে নারি তার চলন বাঁকা।

ক) Faults are unfair where love is fair.
খ) Faults are thick where love is thin.
গ) Faults are counted where there is no love.
ঘ) Faults are many where love is little.

27. তুমি কি জানো সে কোথায় থাকে?

ক) Do you know where does he live?
খ) Do you know where does he lives?
গ) Do you know where he lives?
ঘ) Do you know where he live?

28. আজ বৃষ্টি হতে পারে?

ক) Today will rain.
খ) It should be raining today.
গ) It may rain today.
ঘ) Today is raining.

29. What is the antonym of ‘transparent’?

ক) Transform
খ) Lubricant
গ) Pure
ঘ) Hazy

30. The synonym of 'Prestige' is-

ক) status
খ) state
গ) prestigious
ঘ) static

31. What is the antonym of ‘antagonistic’?

ক) Unfriendly
খ) Hostile
গ) Friendly
ঘ) Trivial

32. What is the adjective of 'Laud'?

ক) Laudable
খ) Laudful
গ) Laudy
ঘ) Lauded

33. What is the verb form of 'Popularity'?

ক) Popular
খ) Popularly
গ) Population
ঘ) Popularize

34. The noun form of 'blind' is-

ক) blind
খ) blindness
গ) blindly
ঘ) blindy

35. I will not go out if it--

ক) rain
খ) is raining
গ) would be raining
ঘ) rains

36. One of the boys ____ absent yesterday.

ক) was
খ) is
গ) were
ঘ) are

37. She talked as though she ____ the CEO of that company.

ক) was
খ) were
গ) had
ঘ) had been

38. You had better (to go) there.

ক) You had better gone there.
খ) You had better went there.
গ) You had better go there.
ঘ) You had better will go there.

39. I saw him (go) there.

ক) go
খ) was going
গ) gone
ঘ) going

40. Time flies very fast. (Exclamatory)

ক) How fast time flies!
খ) How time do fly!
গ) How time flies!
ঘ) How time fly!

41. Everybody accepts this. (Interrogative )

ক) Nobody rejects this.
খ) Does everybody accept this?
গ) Who does not accept this?
ঘ) Who accepts this?

42. We will explain why we want to do it. (Passive)

ক) The reason want to do that will be explained by us.
খ) All the reasons we explain be explained by us.
গ) Why we want to be do would be explained by us.
ঘ) Why we want to do it will be explained by us.

43. We work hard to earn money. (Compound)

ক) We work hard to earn a lot of money.
খ) We work hard so that we earn money.
গ) We work hard so that we can earn money.
ঘ) We work hard and we want to earn money.

44. What is the meaning of the phrase 'a man of letters'?

ক) A dull-headed person
খ) A scholar
গ) A big gun
ঘ) A wealthy person

45. 'Do away with' means-

ক) to remove something
খ) to flourish something
গ) to forward something
ঘ) to set up something new

46. It is high time you ___ a business.

ক) starts
খ) start
গ) started
ঘ) can start

47. Navid told Sumon that he (go) to Khulna the next day.

ক) went
খ) will go
গ) had gone
ঘ) would go

48. 'Bolt from the blue' means-

ক) a danger with warning
খ) a danger without warning
গ) hard danger
ঘ) powerful danger

49. Adjective form of 'ambition' is-

ক) ambitive
খ) ambitionally
গ) ambitious
ঘ) ambigious

50. He is a liar, -?

ক) isn't he
খ) aren't he
গ) is he
ঘ) does he

51. বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?

ক) মোগলয়েড
খ) অস্ট্রালয়েড
গ) ককেশয়েড
ঘ) নিগ্রয়েড

52. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?

ক) কনিষ্ক
খ) শশাঙ্ক
গ) ধর্মপাল
ঘ) গোপাল

53. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) নুরুল আমিন
খ) লিয়াকিত আলী খান
গ) মোহাম্মল আলী
ঘ) খাজা নাজীমুদ্দীন

54. বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে?

ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি

55. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?

ক) মওলানা আবদুল হামি সানী
খ) শেরে বাংলা এ কে ফজলুল হক
গ) হোসেন শহীদ্হসোরাওয়ার্দী
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

56. বাংলাদেশে VAT চালু হয় কত সালে?

ক) ১লা জুলাই ১৯৮৯
খ) ১লা জুলাই ১৯৯০
গ) ১লা জুলাই ১৯৯১
ঘ) ১লা জুলাই ১৯৯২

57. ভাষা শহিদদের স্মরণে 'জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে?

ক) মৃনাল হক
খ) শামীম শিকদার
গ) হামিদুজ্জামান খান
ঘ) নভেরা আহমেদ

58. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?

ক) ১৭ই মার্চ ২০২০
খ) ১৭ই মার্চ ২০১৯
গ) ১৭ই মার্চ ২০২১
ঘ) ১৭ই মার্চ ২০২২

59. . বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন। কোন দেশের প্রবাসীরা?

ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) সৌদি আরব
ঘ) আরব আমিরাত

60. প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায়?

ক) চীনের উহানে
খ) চীনের সাংহাইতে
গ) চীনের বেইি
ঘ) ইতলীর লোম্বার্জিতে

61. বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?

ক) ৫২টি
খ) ৫৪টি
গ) ৫৭টি
ঘ) ৫৮টি

62. NATO কবে গঠিত হয়েছিল?

ক) ১৯৪৭
খ) ১৯৪৮
গ) ১৯৪৯
ঘ) ১৯৫০

63. পাটের জিনোম কে আবিষ্কার করেন?

ক) জগদীশ চন্দ্র বসু
খ) ড. কুদরত-ই-খুদা
গ) লিউয়েন হুক
ঘ) ড. মাকসুদুল আলম

64. বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?

ক) ২০১০ সালে
খ) ২০১৩ সালে
গ) ২০১৫ সালে
ঘ) ২০১৭ সালে

65. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান?

ক) ভাষা আন্দোলন
খ) শিক্ষা আন্দোলন
গ) গণনাট্য আন্দোলন
ঘ) বুদ্ধির মুক্তি আন্দোলন

66. SDG এর পূর্ণরূপ হলো:

ক) Successful Development Goals
খ) Successive Developmental Goals
গ) Sustainable Development Goals
ঘ) Sustantial Developmental Goals

67. ২০২১ সালে অস্কার পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-

ক) প্যারাসাইট
খ) নোম্যাডল্যান্ড
গ) মিনারি
ঘ) ম্যারেজ স্টোরি

68. কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?

ক) মরক্কো
খ) লিরিয়া
গ) তিউনিসিয়া
ঘ) ইয়েমেন

69. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?

ক) সাকিব আল হাসান
খ) তামিম ইকবাল
গ) মোহাম্মদ আশরাফুল
ঘ) লিটন দাস

70. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?

ক) ৮ মার্চ
খ) ১০ এপ্রিল
গ) ৫ জুন
ঘ) ১০ ডিসেম্বর

71. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?

ক) যুক্তরাজ্যে
খ) চীনে
গ) যুক্তরাষ্ট্রে
ঘ) জাপানে

72. আলুর একটি জাতের নাম_

ক) রূপালী
খ) ডায়মন্ড
গ) ড্রামহেড
ঘ) ব্রিসাইল

73. পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে?

ক) বায়োলজি
খ) সসিওলজি
গ) এনভাইরনমেন্ট
ঘ) ইকোলজি

74. বেক্সিট কার্যকর হয় কত তারিখে?

ক) ১ ডিসেম্বর ২০১৯
খ) ১ জানুয়ারি ২০২০
গ) ১ ফেব্রুয়ারি ২০২০
ঘ) ১ মার্চ ২০২০

75. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

ক) হিমালয় পর্বতমালা
খ) আল্পস পর্বতমালা
গ) আন্দিজ পর্বতমালা
ঘ) আলাস্কা পর্বতমালা

76. দুইটি তল পরস্পর ছেদ করলে কী উৎপন্ন হয়?

ক) বিন্দু
খ) রেখা
গ) স্থান
ঘ) রশ্মি

77. 51° কোণের সম্পুরক কোনের এক-তৃতীয়াংশ কত?

ক) 43°
খ) 86°
গ) 129°
ঘ) 153°

78. রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

ক) 45°
খ) 90°
গ) 120°
ঘ) 150°

79. ∆ABC এর ∠A=x, ∠B=2x এবং ∠C=3x হলে ত্রিভুজটি কী ত্রিভুজ?

ক) সুক্ষ্মকোণী ত্রিভুজ
খ) স্থুলকোণী ত্রিভুজ
গ) সমকোণী ত্রিভুজ
ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ

80. কোন খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ঐ একই পরিমান খাদ্য ৪০ জন লোকের কত দিল চলবে?

ক) ১০
খ) ১২
গ) ১৪
ঘ) ১৬

81. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যা কত?

ক) ২৪
খ) ৪৮
গ) ৬০
ঘ) ৭২

82. বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?

ক) ৩
খ) ৯
গ) ১২
ঘ) ১৬

83. নিচের কোন শর্ত Logₐ a = 1 হবে?

ক) a>0, a≠1
খ) a<0, a≠1
গ) a>1, a≠0
ঘ) a<1, a≠0

84. . x²+5x+6 এবং x²+3x+ 2 এর গ.সা.গু 12 হলে, x এর মান-

ক) 6
খ) 8
গ) 10
ঘ) 12

85. ½x²−3x+ 4 এর উৎপাদক কোনটি?

ক) ½(x−4) (x+2)
খ) ½(x+4) (x−2)
গ) ½(x+4) (x+2)
ঘ) ½(x−4) (x−2)

86. (x²+1)²=5x² হলে x−¹⁄ₓ এর মান কত?

ক) √3
খ) 1
গ) 2√2
ঘ) 8

87. a/b + b/a = 1 হলে a³+ b³ এর মান কত?

ক) 3
খ) 1
গ) 0
ঘ) -1

88. (√5)ⁿ⁺¹ = (∛5 )²ⁿ⁻¹ হলে, x এর মান কত?

ক) ²⁄₅
খ) ¹⁄₃
গ) 3
ঘ) 5

89. Logᵪ¹⁄₁₆ =−2 হলে, x এর মান কত?

ক) 4
খ) -2
গ) 2
ঘ) -4

90. একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার 17¹⁄₂% লাভ হবে?

ক) 1365 টাকা
খ) 1375 টাকা
গ) 1395 টাকা
ঘ) 1410 টাকা

91. হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?

ক) ৭:৫
খ) ৫:৭
গ) ৪:৩
ঘ) ৩:৪

92. ১:৫ এবং ১৩:৫ এর মধ্য সমানুপাতটি কত?

ক) ২.৫
খ) ৩.২
গ) ৩.৬
ঘ) ৪.৫

93. e²ⁱnx = y হলে, y এর মান কত?

ক) lnx
খ) ln2x
গ) x²
ঘ) 2x

94. 6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মুলধন কত হবে?

ক) 10,500 টাকা
খ) 10,450 টাকা
গ) 10,650 টাকা
ঘ) 10,600 টাকা

95. ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

ক) ১১৯
খ) ১২০
গ) ১২১
ঘ) ১২৩

96. যদি (a/b)ⁿ⁻¹ = (b/a)ⁿ⁻⁵ হয়, তবে n এর মান কত?

ক) 3
খ) 4
গ) 5
ঘ) 8

97. x²−2x−1=0 হলে, x+¹⁄ₓ= কত?

ক) 4
খ) 2√2
গ) 4√2
ঘ) 8

98. কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?

ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5

99. x² - 4x + k = 0 সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত?

ক) 1
খ) 0
গ) -0
ঘ) 2

100. 15 টাকা 25 টাকার শতকরা কত?

ক) 45%
খ) 50%
গ) 60%
ঘ) 75%
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ