পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী-৩০.০১.২০১৫
উত্তর যাচাই করুন
1. 'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
2. কোনটি শুদ্ধ বানান?
3. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
4. 'যা অধ্যয়ন করা হয়েছে'- এক কথায় কী হবে?
5. ইত্যাদি কোন সমাস?
6. 'সূর্যদীঘল বাড়ী' উপন্যাসটির রচয়িতা কে?
7. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
8. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
9. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
১৯১৮ সালের নভেম্বর/ডিসেম্বরে (১৩২৫ বঙ্গাব্দ, অগ্রহায়নে) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে সওগাত প্রথম প্রকাশিত হয়। ১৯২১ সালের মার্চ - এপ্রিল (১৩২৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা চালু ছিল।
এরপর ১৯২৬ সালে (১৩৩৩ বঙ্গাব্দ) সওগাত - নবপর্যায় নামে পুনরায় প্রকাশ হয়। ১৯৩০ সাল (১৩৩৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল।
১৯৫০ এর পর থেকে তিন বছর পত্রিকার কোনো সংখ্যা প্রকাশিত হয় নি। এরপর ১৯৫২ - এর নভেম্বর/ডিসেম্বর (অগ্রহায়ণ ১৩৫৯ বঙ্গাব্দ, অগ্রহায়ণে) থেকে ঢাকা থেকে পত্রিকা প্রকাশিত হতে থাকে।
10. কোনটি কাব্যগ্রন্থ?
11. কোনটি নাটক?
12. কোনটি কাব্যগ্রন্থ?
13. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
14. সংশপ্তক কার রচনা?
15. 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
16. 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
17. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
18. Which of the following word is singular?
19. The correct spelling is-
20. She sympathized - me. শূন্যস্থানের জন্য উপযুক্ত preposition কোনটি?
21. Tareq was a bright student।বাক্যটিতে bright শব্দটি কোন পদ?
22. কোনটি Reflexive pronoun?
23. He was asked to - a doctor.
24. 'Syntax' means-
25. Instead of 'continue', We can say-
26. 'Bring to book' এর অর্থ হচ্ছে-
27. Noun form of 'Deny' is-
28. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
29. How gerund is formed?
30. The up train is late.এখানে up শব্দটি-
31. কোনটি Abstract noun?
32. Do you know them? বাক্যের passive form হচ্ছে -
33. He is - FRCS শূন্যস্থানের উপযুক্ত article কোনটি?
34. Scanty এর বিপরীতার্থক শব্দ কোনটি?
35. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
36. বাংলাদেশ OIC- র সদস্য হয় কোন সালে?
37. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
38. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন?
39. নরওয়ের মুদ্রার নাম-
40. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
41. লন্ডনে BBC এর প্রধান কার্যালয়ের নাম-
42. বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?
43. 'কবর' কবিতার লেখক কে?
44. বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করেন কোন সালে?
45. বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা-
46. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
47. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
48. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-
49. কোনটি সবচেয়ে ভারী ধাতু?
50. বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
51. মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
52. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
53. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজের মান কত?
54. X+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
55. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২- টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
56. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
57. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
58. যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
59. একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?
60. কোন বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
61. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ-
62. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-
63. x-এর মান কত হলে (3+x)+3(x+3)=0 হবে?
64. ৩টি সংখ্যার গুণফল ২১৬। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যা কত?
65. ২টি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?
66. ১০ জনকে একটি কাজ ২০ দিনে সম্পন্ন করে। ৮ জন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে?
67. ২টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
68. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে?
69. ৮৮ এর ১২ ১/২ % কত ?
70. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরে?