প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ৩০.১০.২০১৫
উত্তর যাচাই করুন
1. ”অর্ঘ্য” শব্দের অর্থ কি?
2. ”জীবনতরী” কি?
3. ”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন করুন
4. ”বাগধারা” কোথায় আলোচিত হয়?
5. ”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?
6. ”প্রকৃতি” বলতে কি বুঝায়?
7. ”অক্টোপাস” উপন্যাসের লেখক কে?
8. কোন বানানটি শুদ্ধ?
9. গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
10. ”উচাটন”-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
11. ”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
12. Diamond cuts Diamonds-এর অনুবাদ কোনটি?
13. ”আফতাব” শব্দের সমার্থ কোনটি?
14. ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন---
15. উপসর্গের কাজ কী?
16. ”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - পঙক্তিটির রচয়িতা কে?
17. বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
18. ”কর্বুর” শব্দের অর্থ--
19. ”ভূষন্তীর কাক” বাগধারাটির অর্থ---
20. কোনটি সন্ধিজাত শব্দ?
21. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
22. ”সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি কোনটি?
23. Fill in the blank : Between,- this is the greatest book I've ever read.
24. The word"reproduction" is---
25. Choose the correct sentence--
26. He is a ''better'' worker than I.
27. Which pair contains words opposed to each other?
28. Choose the correct sentence?
29. He said, "I have been working since sunrise" Make it indirect speech.
30. The book "Man and Superman" is written by--
31. The right Bangla translation of "He came off with flying colours"?
32. "Proclaim" means :
33. Who is the author of "India Wins Freedom"?
34. DOT MATRIX is a kind of :
35. A person leaves his or her country to settle in another country---
36. অন্যের দোষ ধরা সহজ-এর ইংরেজি হলো--
37. Fill in the blank: Frustration results ---- violence.
38. Antonym of "tedious" is :
39. Please bring me a cup of tea "What kind of sentence is this?
40. Which one is correct?
41. Degree : Temperature ---
42. Which one is correct form of "Who gave you this pen"?
43. Choose the correct sentence--...
44. বারাক ওবামা যুক্ত রাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
45. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
46. প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে
47. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
48. বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয়--
49. ”আরব বসন্ত” বলতে কি বুঝায়?
50. কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
51. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
52. বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম--
53. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
54. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
55. . এইচ. আই. ভি কি?
56. মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
57. কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে--
58. ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক?
59. জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত--
60. ”রয়টার্স” কি?
61. ৬৫ ডিগ্রী পূরক কোণের পরিমাণ কত?
62. বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি ---
63. F(x)=(x-1)² হলে, F(5) = কত?
64. ত্রিভুজের যে কোন দু'টি মাধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি --
65. স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৪ বছর পরে ছেলের বয়স হবে ১১। বর্তমানে স্বামীর বয়স কত?
66. p‴ বলতে কি বুঝায়?
67. পরপর ২টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩।
68. যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারী হয়, তবে ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
69. ১৫ জনের কোন কাজের এক তৃতীয়াংশ করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
70. এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ বা ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
71. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
72. ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ঃ ৪ঃ ৮ হয় তবে 'ক' কত লভ্যাংশ পাবে?
73. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকায় ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
74. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত?
75. কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১৫% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
76. (x-2) (x-3)<0 এর সমাধান সেট কত?
77. খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৯ঃ ৪। খোকনের আয় ৯০ টাকা হলে মন্টুর আয় কত?
78. ১, ৩, ৬, ১০, ১৫, ২১ ------ধারাটির একাদশতম পদ কত?
79. a + b =11, a-b=7 হলে, ab= কত?
80. একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোন এর চেয়ে 30 ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রী?