Recent Year : 2024

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন । Home Economist (নিপোর্ট) (11-02-2024)

উত্তরমালা

1. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?-' চরণটির রচয়িতা কে?

ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) মাইকেল মধুসুদন দত্ত
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) রঙ্গলাল সেন

2. বেগম' পত্রিকার প্রথম সম্পাদক-

ক) মালাধর বসু
খ) রাম রাম বসু
গ) সুফিয়া কামাল
ঘ) বেগম রোকেয়া

3. সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?

ক) প্রমথ চৌধুরী
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

4. সমাস ও কারক ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত?

ক) ঋনি তত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) শব্দতত্ত্বে

5. অহরহ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অহ+রহ
খ) অহঃ+রহ
গ) অহঃ+অহ
ঘ) অহ + অহ

6. রক্ত' শব্দের সঠিক প্রত্যয় কোনটি?-

ক) রনজ+ত
খ) রক্+ত
গ) রন্‌জ্‌+ত
ঘ) রক্+ক্ত

7. কোন কবির মা-ও একজন কবি ছিলেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুরের
খ) জীবনানন্দ দাশের
গ) সুফিয়া কামালের
ঘ) আল মাহমুদের

9. কোনটি তৎসম উপসর্গ নয়?-

ক) প্রতি
খ) অতি
গ) অভি
ঘ) অনা

10. কোনটি অশুদ্ধ?-

ক) বুদ্ধিজীবী
খ) অন্তর্লীন
গ) উপাচার
ঘ) তেজস্ক্রিয়তা

11. দম্পতি' কোন সমাস?

ক) দ্বন্দ্ব
খ) দ্বিগু
গ) তৎপুরুষ
ঘ) অব্যয়ীভাব

12. জুতো' শব্দটি কোন ভাষারীতির?-

ক) সাধু
খ) চলিত
গ) প্রাকৃত
ঘ) কোল

13. পঙ্কজ' শব্দটি কোন ধরনের শব্দ?-

ক) যৌগিক
খ) রূঢ়ি
গ) যোগরূঢ়
ঘ) কোনটিই নয়

15. অর্ক' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) বায়ু
খ) সমুদ্র
গ) প্রভাকর
ঘ) আকাশ

17. আদালত' শব্দটি কোন ভাষা থেকে জাত?

ক) আরবি
খ) বাংলা
গ) গর্তুগীজ
ঘ) ফারসি

18. নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' কোন কাব্যের পঙক্তি ?-

ক) পদ্মাবর্তী কাব্যের
খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের
গ) চর্যাপদের
ঘ) মঙ্গল কাব্যের

19. চক্রবাক' গ্রন্থটি কে রচনা করেছেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) জীবনানন্দ দাশ

22. The plural form of 'criterion' is-

ক) criteria
খ) criterions
গ) criteriones
ঘ) criterias

23. The word 'hospitality' is related to -

ক) patient
খ) pathology
গ) enjoyment
ঘ) entertainment

25. An 'oncologist' is one who treats-

ক) diseases of kidney
খ) diseases of stomach
গ) diseases fo the eye
ঘ) cancer

26. The antonym for the word 'delete' is-

ক) insert
খ) acquit
গ) contract
ঘ) overt

29. The handwriting which can not be clearly read is-

ক) eligible
খ) illegible
গ) illigible
ঘ) legible

30. The door opened automatically. The verb in the sentence is-

ক) intransitive
খ) transitive
গ) linking
ঘ) modal

32. The idiom 'a piece of cake' means-

ক) thing that is very easy to do
খ) a slice of cake
গ) an experienced person
ঘ) valueless act

34. Fed' is the past form of the verb-

ক) food
খ) feed
গ) feud
ঘ) find

35. The study of human race is -

ক) anatomy
খ) anthropology
গ) physiology
ঘ) biology

37. Instead of "tolarate' we can say-

ক) bear up
খ) bear on
গ) bear in
ঘ) bear with

38. The Tempest' by Shakespeare is a -

ক) novel
খ) drama
গ) epic
ঘ) book of poetry

39. The passive form of 'We called him a fool' is-

ক) He had been called a fool by us.
খ) He was called a fool by us.
গ) He is called a fool by us.
ঘ) He has been called a fool by us.

40. What is the noun form of the word 'successful'?

ক) successive
খ) successfully
গ) succeed
ঘ) success

41. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?

ক) ১২৫ তম
খ) ১৩৫ তম
গ) ১৩৬ তম
ঘ) ১৪৬ তম

42. বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কী বলা হয়?

ক) বিটিসিএল
খ) বঙ্গবন্ধু স্যাটেলাইট
গ) এ্যাটোমিক এনার্জি কমিশন
ঘ) স্পারসো

43. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বৃদ্ধি পেয়েছে-

ক) ০.৫° সেলসিয়াস
খ) ০.৬° সেলসিয়াস
গ) ০.৭° সেলসিয়াস
ঘ) ০.৮° সেলসিয়াস

44. রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল প্রাইজ অর্জন করেন কে?

ক) জর্জ ওয়াশিংটন
খ) হিটলার
গ) উড্রো উইলসন
ঘ) উইনস্টন চার্চিল

45. কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়?

ক) অছি পরিষদ
খ) সাধারণ পরিষদ
গ) নিরাপত্তা পরিষদ
ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

46. শালবন বিহার কোথায় অবস্থিত?

ক) গাজীপুর
খ) মধুপুর
গ) রাজবাড়ী
ঘ) কুমিল্লার ময়নামতি

48. BRICS এর সদর দপ্তর কোথায়?

ক) সাংহাই
খ) বেজিং
গ) দিল্লী
ঘ) মস্কো

49. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই-

ক) আসাম
খ) ত্রিপুরা
গ) মেঘালয়
ঘ) নাগাল্যান্ড

50. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কবে উদ্বোধন করা হয়?

ক) ২৯ অক্টোবর ২০২৩
খ) ২৮ অক্টোবর ২০২৩
গ) ২৭ অক্টোবর ২০২৩
ঘ) ২৬ অক্টোবর ২০২৩

54. কোন সাংবিধানিক পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না?

ক) চেয়ারম্যান সরকারী কর্ম কমিশন
খ) এ্যাটর্নি জেনারেল
গ) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ঘ) সরকারী কর্ম কমিশনের সদস্য

55. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কি বলা হয়?

ক) ম্যাকমোহন লাইন
খ) ম্যাজিনো লাইন
গ) র‍্যাডক্লিফ লাইন
ঘ) ডুরান্ড লাইন

57. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?

ক) বিল অব রাইটস
খ) ম্যাগনাকার্টা
গ) পিটিশন অব রাইটস
ঘ) মুখ্য আইন

58. জাপান পার্ল হারবার কখন আক্রমণ করে?

ক) ৭ ডিসেম্বর ১৯৪১
খ) ২৩ জুন ১৯৪২
গ) ৩ নভেম্বর ১৯৪২
ঘ) ২৬ জুলাই ১৯৪৩

59. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

ক) সুয়েজ খাল
খ) মিসিসিপি
গ) ভলগা
ঘ) পানামা খাল

60. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?

ক) বাণিজ্য মন্ত্রণালয়
খ) শিল্প মন্ত্রণালয়
গ) খাদ্য মন্ত্রণালয়
ঘ) আইন মন্ত্রণালয়

61. স্ট্যাচু অব পিস্ (Statue of peace) কোথায় অবস্থিত?

ক) নাগাসাকি
খ) নিউইয়র্ক
গ) টরেন্টো
ঘ) হিরোশিমা

62. Vienna convention on diplomatic relations' কত সালে কার্যকর হয়?

ক) ১৯৬১ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৯৬৪ সালে
ঘ) ১৯৬৯ সালে

63. নিচের কোনটি কিডনির কার্যকরী একক?

ক) নিউরন
খ) নেফ্রন
গ) গ্লুকোজ
ঘ) মেজর ক্যালিস

64. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

ক) শূন্য মাধ্যম
খ) কঠিন মাধ্যম
গ) বায়বীয় মাধ্যম
ঘ) তরল মাধ্যম

67. ১ কিলোওয়াট-ঘণ্টা সমান কত?

ক) ৬.৩ মেগা জুল
খ) ৩.৬ মেগা জুল
গ) ৩.৫ মেগা জুল
ঘ) ১ মেগা জুল

68. কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস?

ক) তেল
খ) সমুদ্রের ঢেউ
গ) গ্যাস
ঘ) কয়লা

69. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

ক) গলন
খ) বাষ্পীভবন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) প্রস্বেদন

72. মানুষের শ্রাব্যতার সীমা কত?

ক) 20 Hz থেকে 200 Hz
খ) 20 Hz থেকে 2000 Hz
গ) 20 Hz থেকে 20000 Hz
ঘ) 20 Hz থেকে 200000 Hz

74. ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-

ক) কার্বন
খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন
ঘ) হাইড্রোজেন

76. যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?

ক) জারক
খ) বিজারক
গ) ক্ষারক
ঘ) ক্ষারিত

77. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?

ক) তামা
খ) ইস্পাত
গ) পিতল
ঘ) স্বর্ণ

78. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?

ক) রৈখিক গতি
খ) উপবৃত্তাকার গতি
গ) পর্যায়বৃত্ত গতি
ঘ) স্পন্দন গতি

79. ১ টেরাবাইট (TB) সমান-

ক) ১০২৪ মেগাবাইট
খ) ১০২৪ ন্যানোবাইট
গ) ১০২৪ গিগাবাইট
ঘ) ১০২৪ কিলোবাইট

82. নিচের কোনটি বৃত্তের সমীকরণ?

ক) ax²+bx+c=0
খ) y²=a(x−2)
গ) x²+(y−2)²=7
ঘ) y²=2x+7

90. যদি x∈N:13

ক) ϕ
খ) {0}
গ) {φ}
ঘ) {13, 17}

92. ত্রিভুজের যে কোন দুইটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি -

ক) সমবাহু ত্রিভুজ
খ) সমকোণী ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ) বিষমবাহু ত্রিভুজ

98. x² + x + 1 = 0 সমীকরণের মূল দুটি হবে -

ক) অবাস্তব ও অসমান
খ) বাস্তব ও সমান
গ) বাস্তব ও অসমান
ঘ) বাস্তব ও অমূলদ

প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ