বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (02-03-2024)
উত্তর যাচাই করুন
1. সন্ধি বিচ্ছেদ করুন: 'উত্তমর্ণ'
2. সন্ধি বিচ্ছেদ করুন: 'স্বার্থ'
3. যাকাতের টাকা ঠিকমত দিন।' এখানে 'যাকাতের' শব্দটি কোন কারক?
4. সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করুন: 'পরিশ্রম করলে ফল পারে
5. পরোক্ষ উক্তিতে পরিবর্তন করুন: 'রাষ্ট্রপতি বললেন, বাংলাদেশ চিরজীবী হউক'। m
6. বাক্য সংকোচন করুন: 'যে গাছ কোনো কাজে লাগে না'।
7. নিচের কোনটি 'উপকার' শব্দের প্রতিশব্দ নয়-
8. বিপরীত শব্দ লিখুন: 'অনুরাগ'
9. শব্দার্থ লিখুন: 'Interview'
10. শব্দার্থ লিখুন: 'Republic'
11. বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
12. Subconscious' শব্দটির বাংলা পরিভাষা কি?
13. কোনটি ইংরেজি শব্দ?
14. শূণ্যপুরাণ' রচনা করেছেন-
15. কোনটি শুদ্ধ বানান?
16. বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
17. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
18. গাছ পাথর' বাগধারাটির অর্থ কি?
19. আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
20. অপ' কী ধরনের উপসর্গ?
21. The word 'Fragrant' is a/an-
22. The plural form of 'Sheep' is-
23. He is older than-
24. Times have changed and so-
25. My friend always goes home ... foot.
26. He has no control... himself.
27. I shall ring you up as soon as-
28. Why ... done this?
29. A basket of eggs ... sold.
30. Get rid of' means-
31. Karim is tall, . . . Rahim is taller. বাক্যটির শূন্যস্থানে কি হবে?
32. Identify the faulty sentence.
33. Choose the correct sentence:
34. He is going to work in England, . . . he is learning English.
35. Man is mortal' এর সঠিক negative sentence কোনটি?
36. He did it. (make it interrogative)
37. কোন শব্দযুগলটি ভিন্ন?
38. The word 'off-spring' means-
39. A person who is 'lifeless' has very little-
40. Mishap means-
41. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ২০১৭ সালের কত তারিখে?
42. রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বর্ণিত আছে?
43. দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
44. এলএনজি রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
45. চাঁদে সর্বশেষ কত সালে মানুষ গিয়েছে?
46. শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম এর IATA কোড কী?
47. দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত?
48. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি?
49. দেশের প্রথম মেট্রোরেল MRT Line-6 এর মোট স্টেশন কয়টি?
50. বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ?
51. বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
52. ২০২৪ সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে?
53. ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ সর্বোচ্চ রান সংগ্রহকারী কে?
54. বিশ্বের বৃহত্তম অফিস ভবন কোন দেশে অবস্থিত?
55. সিডি-ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয়?
56. ওয়ার্ড প্রসেসরে কোনও ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
57. মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
58. বিপুল পরিমাণ তথ্য হতে সহজে কোনও তথ্য খুঁজে পেতে কোনটি ব্যবহার করা হয়?
59. সফটওয়্যার প্রধানত কত প্রকারের?
60. কত বাইটে ১ কিলোবাইট হয়?
61. ১ হেক্টর সমান-
62. (২²)² = কত?
63. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০° (সমকোণ ব্যতীত) হলে অপরটি কত?
64. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
65. পরের সংখ্যাটি কত হবে? ১০, ২২, ৪৬, ৯৪, ... ?
66. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?
67. কত জনের মধ্যে ১২৫টি কমলা ও ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
68. ৯০ কোন সংখ্যার ৭৫%?
69. ১০ টাকায় ১২টি করে কমলা ক্রয় করে ১০ টাকায় ৮টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
70. যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩য় কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে?
71. √1.2 এর বর্গমূল-
72. x3, x²y, x²y² এর গ.সা.গু-
73. ৮, ৭ এবং ১৪ এর ৩য় রাশি কত?
74. ১ কি.মি. = কত গজ?
75. গণিতে প্রক্রিয়া প্রতীক কয় ধরনের?
76. ক' 'খ' এর চেয়ে বড়, 'গ' 'ক' এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক?
77. n যদি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না?
78. একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 7 ও 16 হলে নিচের কোনটি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না?
79. যদি একটি সংখ্যার দ্বিগুণের সাথে ৩০ যোগ করা হয়, তাহলে যোগফল ঐ সংখ্যার ৪ গুণ হয়। সংখ্যাটির তিনগুণ কত?
80. ১ হতে ১০০ পর্যন্ত ৯ বিশিষ্ট সংখ্যা কয়টি?