Recent Year : 2024

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি || মিটার রিডার কাম মেসেঞ্জার (07-09-2024)

উত্তর যাচাই করুন

1. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- এটি কার উক্তি?

ক) চণ্ডীদাস
খ) স্বামী বিবেকানন্দ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী নজরুল ইসলাম

2. অনিন্দ্য' শব্দের অর্থ কী?

ক) নিন্দনীয়
খ) আনন্দ
গ) নিখুঁত
ঘ) দুঃখ

3. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক) ধ্বনি
খ) শব্দ
গ) বর্ণ
ঘ) অক্ষর

4. যা দমন করা কষ্টকর। এক কথায়-

ক) অদম্য
খ) দুর্দমনীয়
গ) দুর্নিবার
ঘ) অনিবার্য

5. মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি?

ক) ৪টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ১১টি

6. সমাস ভাষাকে কি করে?

ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) অর্থপূর্ণ করে
ঘ) অর্থের রূপান্তর ঘটায়

7. লালসালু' উপন্যাসের রচয়িতা কে?

ক) সৈয়দ শামসুল হক
খ) মুনীর চৌধুরী
গ) কবি জসীম উদ্দিন
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

8. কিশোর কবি' কার উপাধি?

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) জসীমউদ্দীন
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

9. রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে 'নাইটহুড' উপাধিতে ভূষিত করা হয়?

ক) 1915
খ) 1920
গ) 1919
ঘ) 1920

10. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

ক) লোকগীতি
খ) পদাবলী
গ) চর্যাপদ
ঘ) পদ্মাবতী

11. শুদ্ধ বানান কোনটি?

ক) Collaboration
খ) Colaboration
গ) Collaburation
ঘ) Colaburetion

12. Choose the correctly spelt word?

ক) Tsunami
খ) Sunami
গ) Suname
ঘ) Sonamee

13. আমরা যদি পাখির মত ডানা থাকত! এর সঠিক ইংরেজি কোনটি?

ক) If I would have the wings of a birds!
খ) Had I the wings of a bird!
গ) I wish that I would the wings of a bird!
ঘ) If I could fly like a bird!

14. The word Army is a .....?

ক) Proper Noun
খ) Common Noun
গ) Collective Noun
ঘ) Material Noun

15. Which word is an Adjective?

ক) Organic
খ) Orgam
গ) Organise
ঘ) Organically

16. The medicine ... my headache?

ক) Cured
খ) Relieved
গ) Released
ঘ) Saved

17. ইয়াট' শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

ক) Yout
খ) Yote
গ) Yot
ঘ) Yacht

18. Hand Out এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে?

ক) হস্তপত্র
খ) জ্ঞাপনপত্র
গ) তথ্যপত্র
ঘ) প্রচারপত্র

19. I saw ... beggar?

ক) a one-eyed
খ) a one-eye
গ) an one eyed
ঘ) an one-eye

20. The view . . . the open window is very pretty.

ক) through
খ) by
গ) for
ঘ) along

21. Ten hours . . . . too long to wait.

ক) is
খ) are
গ) were
ঘ) none

22. The correct noun form of 'see' is...

ক) seen
খ) saw
গ) sight
ঘ) seeing

23. Passive voice of 'Never tell a lie'

ক) Let not a lie ever be told.
খ) Let not a lie never be told.
গ) Do not tell a lie.
ঘ) None

24. He is ... to help them?

ক) Like
খ) Will
গ) Willing
ঘ) None

25. This is ... useful book for research?

ক) an
খ) a
গ) the
ঘ) None

26. কচুশাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান?

ক) লৌহ
খ) দস্তা
গ) ভিটামিন
ঘ) ক্যালসিয়াম

27. সোনায় মরিচা ধরে না কেন?

ক) সোনা নিষ্ক্রিয় ধাতু
খ) সোনা সক্রিয় ধাতু
গ) সোনা কোন ধাতু নয়
ঘ) কোনটিই নয়

28. ইন্টারনেটের ব্যান্ডউইথ কি?

ক) ডেটা প্রবাহের হার
খ) ডেটা প্রবাহের দিক
গ) ডেটা প্রবাহ
ঘ) কোনটিই নয়

29. শব্দ : বর্ণ : আলো : ....?

ক) অন্ধকার
খ) চক্ষু
গ) বুদ্ধি
ঘ) জ্ঞান

30. পানি : পাইপ : বিদ্যুৎ : ...?

ক) জেনারেটর
খ) তার
গ) আলো
ঘ) মিটার

31. সাগরকন্যা' বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম?

ক) কক্সবাজার
খ) কুয়াকাটা
গ) ভোলা
ঘ) সেন্টমার্টিন

32. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

ক) ৯টি
খ) ১২টি
গ) ১১টি
ঘ) ১৫টি

33. স্পেনের রাজধানীর নাম কি?

ক) সোফিয়া
খ) হেলসিংকি
গ) বেলগ্রেড
ঘ) মাদ্রিদ

34. বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে?

ক) ভারত
খ) মিয়ানমার
গ) নেপাল
ঘ) ভারত ও মিয়ানমার

35. বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে?

ক) অ্যাটর্নি জেনারেল
খ) স্পীকার
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধানমন্ত্রী

36. জাপানের পতাকার রঙ কী?

ক) সাদা ও কালো
খ) লাল ও সবুজ
গ) সাদা ও লাল
ঘ) লাল ও সবুজ

37. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী চা বাগান আছে?

ক) সিলেট
খ) হবিগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) পঞ্চগড়

38. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?

ক) ৭টি
খ) ৮টি
গ) ৯টি
ঘ) ৬টি

39. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?

ক) ২৬ জুলাই, ১৯১৪
খ) ১০ জুলাই, ১৯১৫
গ) ২৮ জুলাই, ১৯১৪
ঘ) কোনটিই নয়

40. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক) 134
খ) 137
গ) 136
ঘ) 132

41. বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক?

ক) সুইডেন
খ) নিউজিল্যান্ড
গ) অস্ট্রেলিয়া
ঘ) হল্যান্ড

42. আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়?

ক) ০৬ মার্চ
খ) ০৮ এপ্রিল
গ) ০৮ মার্চ
ঘ) ০৮ মে

43. যেকোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম কয় চরণ গাওয়া হয়?

ক) চার
খ) পাঁচ
গ) সাত
ঘ) আট

44. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

ক) 6.25
খ) 6.15
গ) 5.2
ঘ) 5.75

45. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি?

ক) বীরশ্রেষ্ঠ
খ) বরি বিক্রম
গ) বীর প্রতীক
ঘ) বীর উত্তম

46. টাকায় ১০টি করে কমলা কিনে টাকায় ৮টি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

ক) 20
খ) 25
গ) 30
ঘ) 35

47. ১ হতে ৫০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

ক) ১২টি
খ) ১৭টি
গ) ১৫টি
ঘ) ১৯টি

48. রহিমের বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ১১০৫০ টাকা হয়েছে। পূর্বে তার বেতন কত টাকা ছিল?

ক) 8600
খ) 8300
গ) 8500
ঘ) 8100

49. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ২১ কি.মি. ও ৭ কি.মি। তাহরে নদীপথে ৮৪ কি.মি. পথ যেতে ও ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

ক) 8
খ) 10
গ) 9
ঘ) 11

50. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকবে?

ক) 21
খ) 31
গ) 41
ঘ) 51

51. ০২টি সংখ্যার গুণফল ৬০০। এদের গ.সা.গু ১৫ হলে ল.সা.গু কত?

ক) 30
খ) 40
গ) 55
ঘ) কোনটিই নয়

52. এই ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে: ১, ৫, ৭, ১৩, ২১, ৩৫, .......?

ক) 56
খ) 58
গ) 60
ঘ) 57

53. পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত?

ক) ৩২ বছর
খ) ৩৬ বছর
গ) ৪৮ বছর
ঘ) ৫২ বছর

54. ৫টি গরুর মূল্য ১৫টি ছাগলের মূল্যের সমান। ১টি গরুর মূল্য ৬০০০ টাকা হলে ১টি ছাগলের মূল্য কত টাকা হবে?

ক) 3000
খ) 2500
গ) 2000
ঘ) 2200

55. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৪০ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

ক) ১৬০০ বর্গমিটার
খ) ১৬০০ মিটার
গ) ১৭০০ বর্গমিটার
ঘ) ১৭০০ মিটার

56. ১ মিটার সমান কত ইঞ্চি?

ক) 42.37
খ) 39.37
গ) 38.37
ঘ) 40.37

57. ১ সরলকোণ সমান কত ডিগ্রি?

ক) 160
খ) 190
গ) 180
ঘ) 200

58. ভাজক = ৫, ভাগফল ৪ এবং ভাগশেষ ১ হলে, ভাজ্য কত হবে?

ক) 22
খ) 19
গ) 21
ঘ) কোনটিই নয়

59. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?

ক) ১৪ দিন
খ) ২৮ দিন
গ) ২০ দিন
ঘ) ৩২ দিন

60. a + b = 7 এবং a² + b² = 25 হলে নিচের কোনটি ab এর মান হবে?

ক) 12
খ) 10
গ) 6
ঘ) কোনটিই নয়
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ