হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?

ক) ক্যালসিয়াম
খ) রক্তের গ্লুকোজ
গ) ভিটামিন-ই
ঘ) ইনসুলিন
Note : রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। ইনসুলিন গ্রহণের মাত্রা বা ওষুধের মাত্রা বেশি এবং খাবার কম হলে, অর্থাৎ খাবার ও ওষুধের মধ্যে সমন্বয় না থাকলে। সময় না মেনে দেরিতে খাবার খেলে। দীর্ঘক্ষণ কঠোর ব্যায়াম করলে। অসুস্থতার পর খাবার খেতে না পারলে বা খাবার কম খেলে। অত্যধিক মদ্যপান করলে।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore