হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?
ক) ক্যালসিয়াম
খ) রক্তের গ্লুকোজ
গ) ভিটামিন-ই
ঘ) ইনসুলিন
Note : রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। ইনসুলিন গ্রহণের মাত্রা বা ওষুধের মাত্রা বেশি এবং খাবার কম হলে, অর্থাৎ খাবার ও ওষুধের মধ্যে সমন্বয় না থাকলে। সময় না মেনে দেরিতে খাবার খেলে। দীর্ঘক্ষণ কঠোর ব্যায়াম করলে। অসুস্থতার পর খাবার খেতে না পারলে বা খাবার কম খেলে। অত্যধিক মদ্যপান করলে।