ইনসমনিয়া কোন ধরণের অসুখ?
ক) নিদ্রহীনতা
খ) স্নায়ুরোগ
গ) সেরিব্রাল পলসি
ঘ) চোখের রোগ
Note : অনেকে এটাকে খুব সাধারণ ব্যাপার মনে করে গুরুত্ব দেয় না। কিন্তু সারা দিনের কাজকর্ম শেষে শরীর ও ব্রেনের বিশ্রাম দরকার হয়। ঘুমের সমস্যা নিয়মিত চলতে থাকলে ক্রনিক (chronic) হয়ে পরে অসুখে পরিণত হয়। ডাক্তারি ভাষায় একে বলে ইনসমনিয়া (insomnia)।