প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.২০১৯.

উত্তরমালা

4. কে 'অপারেশন সার্চলাইট' এর নীলনকশা তৈরি করেন?

ক) মো: আলী জিন্নাহ
খ) ইয়াহিয়া
গ) ভুট্রো
ঘ) টিক্কা খান

5. "শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে" -বাক্যে "পাঠে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী
খ) কর্মে সপ্তমী
গ) অধিকরণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী

6. 'সংবিধান" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) সং +অবিধান
খ) সম +ধান
গ) সম্ + বিধান
ঘ) সং+ বিধান

7. "রাতুল" শব্দের অর্থ কি?

ক) কালো
খ) লাল
গ) নীল
ঘ) সাদা

8. "সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়"- এখানে "উঠলে" কোন ক্রিয়া পদ?

ক) প্রযোজ্য
খ) অসমাপিকা
গ) প্রাযোজক
ঘ) সমাপিকা

9. The correct spelling is ---

ক) Buroucrat
খ) Beaurocrat
গ) Burocreat
ঘ) Bureaucrat

10. সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত কোনটি?

ক) ১৩ : ১২: ৫
খ) ৬: ৪: ৩
গ) ৬ : ৫ : ৩
ঘ) ১২ : ৮ : ৪

12. "Look before you leap"-

ক) দেখে নাও পরে লাফ দাও
খ) লাফ দেয়ার আগে তাকা ও
গ) ভাবিয়া করিও কাজ
ঘ) আগে ভাবিয়া পরে লাফ দাও

13. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?

ক) সিংহাসন
খ) কানাকানি
গ) ভাইবোন
ঘ) গাছপাকা

14. 'অসমাপ্ত আত্মজীবনী'গ্রন্থের রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) আবুল মনসুর আহমদ
ঘ) শেখ মুজিবুর রহমান

15. 'Frequency " is

ক) Adjective
খ) Noun
গ) Adverb
ঘ) Verb

17. Ambiguous means .

ক) Eager
খ) Large
গ) Increase
ঘ) Unclear

19. "কোন মানুষ একা বাস করতে পারে না"- সঠিক ইংরেজি কী?

ক) No one can live alone .
খ) None can live alone .
গ) Nobody can live alone.
ঘ) No man can live alone.

21. AFTER : BEFORE

ক) contemporary : histroric
খ) present : past
গ) successor : predecesor
ঘ) first : second

22. সাপের বিষে কি থাকে ?

ক) জিঙ্ক সালফাইড
খ) কপার সালফাইড
গ) লেড মনোফাইড
ঘ) ফ্লোরিক এসিড

23. All of the people at the conference are --

ক) mathematics teachers
খ) mathematics teacher
গ) mathematic's teacher
ঘ) mathematic's teacher

25. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) তাজউদ্দিন আহমদ
গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
ঘ) এ এইচ এম কামরুজ্জামান

29. কোনটি যৌগিক বাক্য ?

ক) তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব।
খ) তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
গ) তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
ঘ) তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব

30. Choose the correct sentence :

ক) A few of the three boys got a prize
খ) Each of the three boys got a prize.
গ) Every of the three boys got a prize.
ঘ) All of the three boys got a prize .

31. The synonym of "Stringent " is -

ক) Shrill
খ) Dry
গ) Strained
ঘ) Rigorous

34. 0.4×0.02×0.08=?

ক) 0.64
খ) 0.064
গ) 0.00064
ঘ) 6.4

35. "তিলে তৈল হয়"- কোন কারকে কোন বিভক্তি?

ক) সম্প্রদান কারকে চতুর্থী
খ) কর্তৃকারকে প্রথমা
গ) অধিকরণ কারকে সপ্তমী
ঘ) অপাদান কারকে সপ্তমী

38. মৌলিক স্বরধ্বনি কয়টি ?

ক) ৭ টি
খ) ৩ টি
গ) ৫ টি
ঘ) ৯টি

39. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?

ক) 1990 সালের 26 আগস্ট
খ) 1990 সালের 26 নভেম্বর
গ) 1990 সালের 26 মে
ঘ) 1990 সালের 26 জানুয়ারি

41. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?

ক) মায়ামী
খ) লন্ডন
গ) ম্যানচেস্টার
ঘ) স্কটল্যান্ড

42. 'Dog Days" means -

ক) hot weather
খ) a period of misfortune
গ) a time when dogs roam the street
ঘ) a period of being care -free

44. "সর্বজন " -এর বিশেষণ কি ?

ক) এশ্বরিক
খ) বিশ্বজনীন
গ) বিশজন
ঘ) সর্বজনীন

45. ঢাকায় "ধোলাইখাল" কে খনন করেন?

ক) শায়েস্তা খান
খ) পরিবিবি
গ) ইসলাম খান
ঘ) ঈশা খান

47. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?

ক) আমি সাক্ষ্য দিয়েছি
খ) আমি সাক্ষী দিতেছি
গ) আমি সাক্ষী দিলাম
ঘ) আমি সাক্ষী দিয়েছি

48. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?

ক) আকাঙ্ক্ষা
খ) দৃঢ়তা
গ) আসত্তি
ঘ) যোগ্যতা

52. The synonym of "Sanguine" is

ক) Cheerful
খ) Careful
গ) Scared
ঘ) Sparkle

57. which one is plural -

ক) Each
খ) None of these
গ) Anyone
ঘ) Someone

59. Choose the correctly spelt word.

ক) voluntory
খ) volantory
গ) volantary
ঘ) voluntary

61. শুদ্ধ বাক্য কোনটি?

ক) তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
খ) আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
গ) তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব
ঘ) শফিক ,তুমি ও আমি সিনেমা দেখতে যাব

64. কচুরীপানা পানিতে ভাসে কেন?

ক) পাতা হালকা বলে
খ) পানির ঘনত্ব বেশি বলে
গ) শিকড় শক্ত বলে
ঘ) কাণ্ড ফাপা বলে

66. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?

ক) পূন্য
খ) ত্রিভুজ
গ) শূণ্য
ঘ) ভূবন

67. 'উগ্র" শব্দের বিপরীতার্থক কোনটি?

ক) বিজ্ঞ
খ) সৌম্য
গ) চপল
ঘ) মেজাজ

68. বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-

ক) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
খ) সম্রাট বাবর
গ) ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ) আলাউদ্দিন মোবারক খলজি

70. Counsel means -

ক) Meeting
খ) Advice
গ) Trade
ঘ) Cabinet

72. নিচের কোনটি প্রবাল দ্বীপ

ক) কুতুবদিয়া
খ) মহেশখালি
গ) মনপুরা
ঘ) সেন্ট মার্টিন

73. মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়?

ক) খলজি শাসন আমলে
খ) সেন শাসন আমলে
গ) মোগল শাসন আমলে
ঘ) পাল তাম্র শাসন আমলে

74. কোন গুলো ওষ্ঠ্য ধ্বনি?

ক) প,ফ,ভ,ব,ম
খ) ত,থ,দ,ধ,ন
গ) ক,খ,গ,ঘ,ঙ
ঘ) চ,ছ,জ,ঝ,ঞ

75. 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো- সঠিক ইংরেজি কী?

ক) The authority took him to task
খ) The authority criticised him
গ) The authority took him to book
ঘ) The authority gave reins to him

78. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

ক) দ্বিজাতি তত্ত্ব
খ) অসাম্প্রদায়িক মনোভাব
গ) স্বজাত্যবোধ
ঘ) বাঙালি জাতীয়তাবাদ

79. What is the adjective of the word ' Heart"?

ক) Heartful
খ) Heartening
গ) Heartly
ঘ) Heart

80. শশব্যস্ত কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ