প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -(১ম ধাপ) (22-04-2022)

উত্তরমালা

1. ’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ পঙতিটি কার?

ক) মদনমোহন তর্কালংকার
খ) কালিপ্রসন্ন সিংহ
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) অক্ষয়কুমার দত্ত

2. ‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক) হাত করা
খ) হাত গুটান
গ) হাত থাকা
ঘ) হাত আসা

3. আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?

ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) পাগলা কানন
ঘ) রাধারমণ দত্ত

4. ‘অনির্বচনীয়’ শব্দের অর্থ-

ক) সুনিশ্চিত
খ) নির্বাচনযোগ্য নয়
গ) বর্ণনাতীত
ঘ) অনিশ্চিত

5. ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?

ক) আরোহন
খ) মিলন
গ) বিসর্জন
ঘ) স্নান

6. ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

ক) অজ্ঞাতকুলশীল
খ) বংশপরিচয়হীন
গ) কুলবংশহীন
ঘ) অজ্ঞাতকুলীন

7. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) সূর্য পূর্বদিকে উদয়মান হয়
খ) সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়
গ) সূর্য পূর্বদিকে উদয় হয়
ঘ) সূয পূর্বদিকে উদিত হয়

8. ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

ক) গমনের পশ্চাৎ
খ) গমনের অগ্র
গ) অনুরূপ গমন
ঘ) পরস্পর গমন

9. ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

ক) মেধা+ বিন্‌
খ) মেধা +বি
গ) মেধা+বী
ঘ) মেধা+আবী

10. কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?

ক) সমুচ্চয়ী
খ) অনুসর্গ
গ) অনস্বয়ী
ঘ) অনুকার

12. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

ক) ভূবন
খ) শূণ্য
গ) ত্রিভুজ
ঘ) পূন্য

13. নিচের কোনটি বিদেশি শব্দ?

ক) কান
খ) কাজ
গ) কাঁচি
ঘ) কলম

14. ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ -

ক) অহ+রহঃ
খ) অহ+অহঃ
গ) অহঃঅহ
ঘ) অহঃ+রহ

15. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?

ক) মুনীর চৌধরী
খ) হুমায়ন আজাদ
গ) মীর মশাররফ হোসেন
ঘ) স্বর্ণকুমারী দেবী

16. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’- গানটির গীতিকার-

ক) শেখ ওয়াহিদ
খ) কিরণ রায়
গ) শাহ আব্দুল করিম
ঘ) কাঙ্গালিনী সুফিয়া

17. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

ক) পদ্মাগোখরা
খ) পদ্মপুরাণ
গ) পদ্মাবর্তী
ঘ) পদ্মরাগ

18. ‘গৌরব’ শব্দের প্রকৃতি- প্রত্যয় নিচের কোনটি?

ক) গৌর +অব
খ) গুরু+অব
গ) গুরু +ঞ্চ
ঘ) গুরু +ষ্ণ

19. কালবৈশাখীর ইংরেজি -

ক) Dark Westerlies
খ) West Westerlies
গ) North Westerlies
ঘ) Black Westerlics

20. খনার বচনে প্রাধান্য পেয়েছে -

ক) শিল্প
খ) কৃষি
গ) সাহিত্য
ঘ) বিজ্ঞান

21. Learn the poem ____ heart

ক) by
খ) within
গ) in
ঘ) with

22. Change the voice: "Where did you see him?"

ক) Where he was seen by you?
খ) Where was he seen by you?
গ) Where did he seen by you?
ঘ) Where was he see by you?

24. If the price is low, demand _______

ক) will be increased
খ) will increase
গ) is increased
ঘ) would be increased

25. There is _____milk in the bottle

ক) very little
খ) small
গ) very few
ঘ) a little

26. Choose the correctly spelt word ----

ক) Buro
খ) Beauro
গ) Bureau
ঘ) Burough

28. What is an epic?

ক) a novel
খ) a long poem
গ) a long prose composition
ঘ) a romance

29. “To break the ice” means,

ক) to end the hostility
খ) to end up partnership you
গ) to start quarreling
ঘ) to start a conversation

30. The correct spelling is ——–

ক) Assignment
খ) Assignernent
গ) Asignment
ঘ) Asignmment

31. Agomoni School is one of the best ____ in the city.

ক) school
খ) schools
গ) of It
ঘ) high school

32. The Principal will —– the answer scripts.

ক) look into
খ) look over
গ) look for
ঘ) look at

33. I look forward to

ক) have heard from you soon
খ) see you soon.
গ) hear for you soon.
ঘ) hearing from you soon

35. ‘Once in a blue moon’ means-

ক) hourly
খ) always
গ) very rarely
ঘ) nearly

37. Which of the following is the correct sentence?

ক) He has said which is right.
খ) What has he said is right.
গ) What he has said is right.
ঘ) He has said that what is right.

38. “Leave no stone unturned” means

ক) try every possible means
খ) heavy stone
গ) rare stone
ঘ) impossible

39. Choose the correct spelling—-

ক) Achievment
খ) Acheivment
গ) Achievement
ঘ) Achevement

40. Remove শব্দটির Noun-

ক) Remove
খ) Removal
গ) Re-movement
ঘ) Removing

60. x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

ক) z x &lt; z y
খ) xz &lt; yz
গ) xz &gt; yz
ঘ) x z &gt; y z

62. বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

ক) বৈদেশিক বাণিজ্য
খ) মুদ্রা বা অর্থ
গ) রাজস্ব
ঘ) কেন্দ্রীয় সরকার

64. নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন

ক) পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট
খ) সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
গ) বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ
ঘ) বরিশাল, খুলনা ও সাতক্ষীরা

65. কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

ক) ২২ জানুয়ারি ১৯৬৯
খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
গ) ১৭ জানুয়ারি ১৯৬৮
ঘ) ৫ জানুয়ারি ১৯৬৯

68. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

ক) শঙ্খ ঘোষ
খ) শেখ মুজিবুর রহমান
গ) শওকত আলী
ঘ) মমতাজউদ্দিন আহমেদ

71. পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?

ক) সালফেট ও নাইট্রেট
খ) ফসফেট ও নাইট্রোজেন
গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম
ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস

73. কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?

ক) মধ্যপ্রাচ্য
খ) দূরপ্রাচ্য
গ) আমেরিকা
ঘ) দক্ষিণ এশিয়া

74. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?

ক) রাঙ্গামাটি
খ) খাগড়াছড়ি
গ) চট্টগ্রাম
ঘ) ফরিদপুর

75. BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) ব্যাংকক
খ) থিম্পু
গ) ঢাকা
ঘ) দিল্লী

77. নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?

ক) আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
খ) ত্রাণ ও পুনর্বাসন
গ) নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা
ঘ) মেট্রোরেল ও রূপপুর প্রকল্প

78. প্রধার বিচারপতি নিয়োগ দেন কে?

ক) স্পিকার
খ) জাতীয় সংসদ
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধানমন্ত্রী

79. পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?

ক) সালফেট ও নাইট্রেট
খ) ফসফেট ও নাইট্রোজেন
গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম
ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস

উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ