প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (৩য় ধাপ) (29-03-2024)

উত্তরমালা

1. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-

ক) ৭০০-১৪০০ খ্রিঃ
খ) ৬৫০-১২০০ খ্রিঃ
গ) ৪০০-৮০০ খ্রিঃ
ঘ) ৫০০-১০০০ খ্রিঃ

2. কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?

ক) মুনীর চৌধুরী
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) শহীদুল্লা কায়সার
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

3. ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- এ উদ্ধৃতিটি কার?

ক) সুভাষ মুখোপাধ্যায়
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) শামসুর রাহমান
ঘ) কামিনী রায়

4. বিবর' শব্দের অর্থ কি?

ক) চূড়া
খ) বরহীনা
গ) বরহীন
ঘ) গহ্বর

5. Forgery শব্দের বাংলা পরিভাষা কি?

ক) জালিয়াতি
খ) তছরুপ
গ) বাজেয়াপ্ত
ঘ) পূর্বাভাস

7. বাংলাদেশ' কবিতাটি কার লেখা?

ক) ফররুখ আহমদ
খ) আহসান হাবীব
গ) শামসুর রাহমান
ঘ) অমিয় চক্রবর্তী

8. চাঁদ দেখা যাচ্ছে'- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?

ক) ভাববাচ্য
খ) কর্মকর্তৃবাচ্য
গ) কর্তৃবাচ্য
ঘ) কর্মবাচ্য

9. জরা' এর বিপরীতার্থক শব্দ-

ক) জীবন
খ) মৃত্যু
গ) যৌবন
ঘ) পতিত

11. যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?

ক) বক্তব্য
খ) উক্ত
গ) বাক্য
ঘ) ভবিতব্য

12. বাংলা সাহিত্যের কথা' কার রচিত?

ক) ডঃ সুকুমার সেন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) ডঃ হুমায়ুন আহমেদ
ঘ) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

14. চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা?

ক) বিষ্ণু দে
খ) প্যারীচাঁদ মিত্র
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

15. সোনালি কাবিন' কাব্যের রচয়িতা কে?

ক) শক্তি চট্টোপাধ্যায়
খ) হাসান হাফিজুর রহমান
গ) আল মাহমুদ
ঘ) হুমায়ূন আজাদ

16. মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ-

ক) মনো+হর
খ) মন+অহর
গ) মন+হর
ঘ) মনঃ+হর

17. মুজিববর্ষ' কোন সমাস?

ক) দ্বন্দ্ব সমাস
খ) দ্বিগু সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) অব্যয়ীভাব সমাস

19. বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক) তুর্কী
খ) ফার্সী
গ) হিন্দি
ঘ) উর্দু

20. ষড়ঋতু' কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) দ্বিগু
গ) দ্বন্দ্ব
ঘ) কর্মধারয়

21. Identify the correct spelling:

ক) Equilibrium
খ) Equalbrium
গ) Equilebrium
ঘ) Equalibrium

22. Proletariat' শব্দটির সঠিক বাংলা কি?

ক) রাজগোষ্ঠী
খ) বিপদাপন্ন
গ) সর্বহারা
ঘ) সাহিত্যিক

23. Rudimentary শব্দটির অর্থ কি?

ক) বিরক্তিবোধ
খ) হাস্যকর
গ) প্রাথমিক
ঘ) স্বল্পভাষী

24. Open the door' (Make it passive)

ক) Let the door be opened
খ) Let the door opened
গ) Let the door open
ঘ) The door is opened

25. Call name indicates __

ক) Calling
খ) Speaking
গ) Rebuking
ঘ) Calling Bell

26. The Poet of Beauty is-

ক) Milton
খ) Eliot
গ) Wordsworth
ঘ) Keats

30. Bangladesh was ______ in 1971.

ক) Liberated
খ) Liberate
গ) Liberating
ঘ) Liberation

31. Time after twilight and before night __

ক) Dawn
খ) Dusk
গ) Moonlite
ঘ) Midnight

32. Which sentence is correct?

ক) He needs not go
খ) He need not go
গ) He do not need to go
ঘ) He does not need go

33. An adverb does not modify?

ক) Verb
খ) Adverb
গ) Noun
ঘ) Adjective

34. The synonym of 'Outset' is-

ক) Beginning
খ) Fall
গ) Lost
ঘ) Outside

36. Sapling শব্দের অর্থ কি?

ক) আদর করা
খ) চারাগাছ
গ) ঔষধ
ঘ) নমুনা

38. কোনটি Abstract Noun?

ক) Humane
খ) In human
গ) Humanity
ঘ) Human

39. What kind of noun is 'Infant'?

ক) Collective
খ) Material
গ) Proper
ঘ) Common

40. Which Sentence is correct?

ক) One of my friend been sick
খ) One of my friends is sick
গ) One of my friend is sick
ঘ) One of my friends are sick

41. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?

ক) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
খ) বিচার ব্যবস্থা
গ) শাসনতান্ত্রিক কাঠামো
ঘ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

42. Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা?

ক) শ্রীলঙ্কা
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) বাংলাদেশ

43. তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?

ক) সৌদি আরব
খ) তুরস্ক
গ) আফগানিস্তান
ঘ) শ্রীলঙ্কা

44. ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই?

ক) মিজোরাম, ত্রিপুরা
খ) আসাম, মেঘালয়
গ) অরুণাচল, মণিপুর
ঘ) মেঘালয়, মিজোরাম

45. বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?

ক) ৪ এপ্রিল
খ) ১ এপ্রিল
গ) ২ এপ্রিল
ঘ) ৩ এপ্রিল

47. কুসুম্বা' মসজিদ কোথায় অবস্থিত?

ক) ঢাকার লালবাগে
খ) নওগা জেলায়
গ) পুরনো ঢাকায়
ঘ) বাগেরহাট জেলায়

48. মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?

ক) দিভেহী
খ) মালয়
গ) আরবী
ঘ) হিন্দি

49. জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি?

ক) International Panel on Climate Change
খ) Intergovernmental Panel on Climate Change
গ) Intragovernmental Panel on Climate Change
ঘ) International Public Committee for Climate Change

50. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

ক) লর্ড মাউন্ট ব্যাটেন
খ) ওয়ারেন হেস্টিংস
গ) লর্ড বেন্টিংক
ঘ) লর্ড কর্ণওয়ালিস

52. আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি?

ক) পোর্ট ব্লেয়ার
খ) সিকিম
গ) পুদুচেরি
ঘ) দাদরা

53. রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?

ক) রমিউলাস অগাস্টাস
খ) জুপিটার
গ) রাজা রোমিউলাস
ঘ) অগাস্টাস সিজার

54. মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে?

ক) শেখ নিয়ামত আলী
খ) খান আতাউর রহমান
গ) জহির রায়হান
ঘ) আব্দুল জব্বার খান

55. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?

ক) সেক্সপিয়ার ও ভলতেয়ার
খ) রুশো ও ভলতেয়ার
গ) প্লেটো ও এরিস্টটল
ঘ) সেক্সপিয়ার ও ইলিয়ট

58. 9^x+9^x+ 9^x = কত?

ক) 9³^x
খ) 3²^x⁺¹
গ) 27^x
ঘ) 3x³

60. ০÷০= কত?

ক) 1
খ) অনির্ণেয়
গ) 0
ঘ) 0

63. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?

ক) ৪৫০ টাকা
খ) ৬৫০ টাকা
গ) ৫০০ টাকা
ঘ) ৬০০ টাকা

69. √2/√6+2= কত?

ক) √3−√2
খ) √3+2
গ) √3+√2
ঘ) 3−√2

72. ১৬ কোটির ১% কত?

ক) ২০ হাজার
খ) ১ কোটি ৬০ লক্ষ
গ) ১৬ লক্ষ
ঘ) ১৬ হাজার

উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ