প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] .২৮. ০৬.২০১৯

উত্তর যাচাই করুন

1. 'ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক?

ক) অপাদান কারক
খ) সম্প্রদান কারক
গ) কর্ম কারক
ঘ) অধিকরণ কারক

2. দন্ত্য বর্ণ কোনগুলি?

ক) ক,খ, গ, ঘ
খ) প,ফ, ব,ভ
গ) ট,ঠ,ড,ঢ
ঘ) ত,থ,দ,ধ

3. ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?

ক) শ্বাসনালী
খ) গলনালি
গ) বাগযন্ত্র
ঘ) স্বরযন্ত্র

4. What kind of noun is "Girl"?

ক) Collective
খ) Material
গ) Proper
ঘ) Common

5. কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন ?

ক) চুলাচুলি
খ) সিংহাসন
গ) চৌরাস্তা
ঘ) বীণাপানি

6. Synonym for "Mouth watering'?

ক) Sour
খ) Delicious
গ) Hot
ঘ) Wet

7. কোনটি Collective Noun?

ক) Boy
খ) Books
গ) Library
ঘ) Month

8. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট

ক) ২৫
খ) ২০
গ) ২২
ঘ) ২৩

9. কোন বানানটি শুদ্ধ?

ক) Dysentry
খ) Decentry
গ) Dysentery
ঘ) Disentery

10. বাংলাদেশের কেনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

ক) প্রথম ১২ চরণ
খ) প্রথম ৪ চরণ
গ) প্রথম ১০ চরণ
ঘ) প্রথম ১৯ চরণ

11. এসিডের একটি ধর্ম হলো -

ক) এরা লাল লিটমাসকে নীল করে
খ) এরা নীল লিটমাসকে লাল করে
গ) এরা নীল লিটমাসকে সাদা করে
ঘ) এরা লাল লিটমাসকে হলুদ করে

12. Which of the following sentence is correct?

ক) One of my brother is a doctor .
খ) One of my brother's are a doctor .
গ) One of my brothers is a doctor.
ঘ) One of my brother's is doctor.

13. কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল?

ক) বসন্তকাল
খ) শরৎকাল
গ) শীতকাল
ঘ) হেমন্তকাল

14. বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে ?

ক) কোলন
খ) উদ্ধরণ চিহ্ন
গ) হাইফেন
ঘ) সেমিকোলন

15. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?

ক) নবাব হাফিজুর রহমান
খ) নবাব আব্দুল গুণি
গ) নবাব আব্দুল লতিফ
ঘ) নবাব কুতুব উদ্দিন

16. The ministers arrived --- a decision last night.

ক) in
খ) to
গ) on
ঘ) at

17. কোন বাক্যটি শুদ্ধ?

ক) Mr. Jamal is not in the committee.
খ) Mr. Jamal is not in committee.
গ) Mr. Jamal is not at the committee.
ঘ) Mr. Jamal is not on the committee.

18. উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদান করা হয়?

ক) বায়ু
খ) বিদ্যুৎ
গ) তেল
ঘ) প্রাকৃতিক গ্যাস

19. বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোরে নাম -

ক) সাঁওতাল বিদ্রোহ
খ) নীল বিদ্রোহ
গ) সিপাহী বিদ্রোহ
ঘ) ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ

20. কোন দেশের অধিবাসীরা 'ডাচ' নামে পরিচিত?

ক) স্পেন
খ) নেদারল্যান্ড
গ) হাঙ্গেরি
ঘ) পর্তুগাল

21. কোন বানানটি শুদ্ধ?,,,

ক) মরীচীকা
খ) মরিচিকা
গ) মরিচীকা
ঘ) মরীচিকা

22. 'প্রচলিত' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?

ক) ঈয় প্রত্যয়
খ) ইত প্রত্যয়
গ) ই প্রত্যয়
ঘ) ত প্রত্যয়

23. The word ' Stagflation ' means -

ক) economic slow down
খ) a disintegrating government
গ) cultural dullness
ঘ) controlled prices

24. 'মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে' -এ বাক্যে 'তামার বিষ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) অহংকার
খ) অর্থের কু প্রভাব
গ) অসৎ সঙ্গ
ঘ) খারাপ অভ্যাস

25. 'কার্ডিওলজী' কোন রোগের সাথে সম্পৃক্ত?

ক) হার্ট
খ) চোখ
গ) কিডনি
ঘ) ফুসফুস

26. কোন বানানটি শুদ্ধ?,,,.

ক) জঞ্ঝাট
খ) জঞ্ঝাঠ
গ) ঝঞ্ঝাট
ঘ) ঝঞ্জাট

27. I wish you --- the problem.

ক) can solve
খ) have solved
গ) shall solve
ঘ) could solve

28. He has done no "wrong". The underlined word is a/an -

ক) Adjective
খ) noun
গ) pronoun
ঘ) adverb

29. a+¹⁄ₐ=4 হয়, তাহলে a²+¹⁄ₐ² =কত?

ক) 12
খ) 14
গ) 16
ঘ) 9

30. অপটিক্যাল ফাইবার হলো -

ক) কাঁচের গুড়া যা দিয়ে চশমা বানানো হয় ।
খ) প্লাস্টিকের সূতা যা দিয়ে লেন্স বানানো হয়।
গ) সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার করা হয়।
ঘ) প্লাস্টিকরে সূতা যা দিয়ে কম্পিউটার বানানো হয়।

31. বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে-

ক) ২০০২ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ২০০০ সালে
ঘ) ২০০১ সালে

32. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো -

ক) ENIAC
খ) MACINTOSH
গ) IBM
ঘ) MICROSOFT

33. একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?

ক) ৯০°
খ) ১২০°
গ) ১৬০°
ঘ) ১৮০°

34. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলি?

ক) গ্যাস, কয়লা, তেল
খ) তেল,গ্যাস,পানি
গ) বায়ু, পানি, সূর্যের আলো
ঘ) বায়ু, গ্যাস, কয়লা

35. CONSTITUTION:PREAMBLE

ক) Legislation : Assembly
খ) Book: Preface
গ) Prelude : Overture
ঘ) Opera : Music

36. 'লোকটি যদিও ধনী, তবুও সে কৃপন' কোন ধরনের বাক্য?

ক) যৌগিক
খ) সরল
গ) জটিল
ঘ) খন্ড

37. a³-21a-20 রাশটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?

ক) a +1
খ) a-1
গ) a+2
ঘ) a-2

38. ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ANNIHILATE THESE DEMONS শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?

ক) ভিনসেন্ট ভ্যানগগ
খ) পাবলো পিকাসো
গ) কামরুল হাসান
ঘ) শিল্পাচার্য জয়নুল আবেদীন

39. কোনটি শুদ্ধ বাক্য?,.,

ক) চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
খ) চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
গ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
ঘ) চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা

40. কোনটি সঠিক বানান ?

ক) সতস্ফর্ত
খ) স্বতঃস্ফূর্ত
গ) স্বতঃস্ফুর্ত
ঘ) স্বতস্ফূর্ত

41. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

ক) ৩ : ২
খ) ৬:৫
গ) ৪ : ৩
ঘ) ৫ : ৩

42. তার হাতের লেখা খুব ভাল -এখানে 'খুব' কী পদ?

ক) বিশেষণ
খ) বিশেষণের বিশেষণ
গ) বিশেষ্য
ঘ) অব্যয়

43. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?

ক) ৫ ঘন্টা
খ) ৬ ঘন্টা
গ) ৮ ঘন্টা
ঘ) ১০ ঘন্টা

44. কোন বানানটি শুদ্ধ?,.,,.

ক) Personel
খ) Personnel
গ) Parsonale
ঘ) Parsonnel

45. "Obese ' means -

ক) Ugly
খ) Tardy
গ) Obnoxious
ঘ) Very fat

46. I spent -- with the patient.

ক) sometimes
খ) sometime
গ) some time
ঘ) some times

47. a,a², a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?

ক) a (a+b)
খ) a²(a+b)
গ) a
ঘ) a²

48. দুুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাত থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে -

ক) ১৫
খ) ১৮
গ) ১০
ঘ) ১২

49. কোনটি ধনুষ্টংকার রোগ সৃষ্টি করে?

ক) ব্যাসিলাস
খ) ক্লসট্রিডয়াস টেটানি
গ) স্পাইরাস
ঘ) ককাস

50. 'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি' - এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া?

ক) সমাপিকা
খ) দ্বিকর্মক
গ) প্রযোজক
ঘ) অসমাপিকা

51. শামীমে আয় ও ব্যয়ের অনুপাত ২০ :১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

ক) ২০%
খ) ১৫%
গ) ২৫%
ঘ) ৩০%

52. 'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-

ক) বাথান
খ) গোশালা
গ) কস্তা
ঘ) পশুপাল

53. √x²=?

ক) x²
খ) x
গ) -x
ঘ) ± x

54. a-b=7 , ab =60 হলে, a²+b²= কত?

ক) 180
খ) 168
গ) 169
ঘ) 170

55. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?

ক) গ্যাসের চুলা
খ) জেনারেটর
গ) সূর্যের আলো
ঘ) সৌর প্যানেল

56. We need to buy some new-

ক) furnishers
খ) furniture
গ) furnisher
ঘ) furniture's

57. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?

ক) নভেম্বর ৪, ১৯৭২
খ) জানুয়ারি ০১, ১৯৭২
গ) ডিসেম্বর ১৬, ১৯৭১
ঘ) ডিসেম্বর ১৬, ১৯৭২

58. একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

ক) 24 মিটার
খ) 26 মিটার
গ) 20 মিটার
ঘ) 22 মিটার

59. Choose the correct sentence :

ক) We were discussing totally about the matter.
খ) We were discussing about the matter
গ) We were discussing about the whole matter .
ঘ) We were discussing the matter.

60. একই হার ও মুনাফার কোন আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে ?

ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ১৩ বছর
ঘ) ১৪ বছর

61. কোনটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ নয়?

ক) অন্তরীক্ষ
খ) বারিদ
গ) জলদ
ঘ) জীমূত

62. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

ক) ৭৮৮
খ) ৭৮৭
গ) ৭৮৫
ঘ) ৭৮৬

63. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) আভাস
খ) গরমিল
গ) অজানা
ঘ) বেমালুম

64. 'মৃন্ময়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) মৃত + ময়
খ) মৃন + ময়
গ) ম্রত + ময়
ঘ) মৃৎ + ময়

65. What is the plural form of

ক) they
খ) these
গ) those
ঘ) Try your self

66. IMF .

ক) International Maritime Federation
খ) International Monetary Fund
গ) International Marketing Forum
ঘ) International Management Federation

67. এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

ক) ৭২৭
খ) ৭৩০
গ) ৭২৫
ঘ) ৭২৬

68. তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা ২ ঘন্টা , ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে ?

ক) ৫
খ) ৩
গ) ৪
ঘ) ২

69. log5x=3 হলে x = কত?

ক) 120
খ) 125
গ) 225
ঘ) 375

70. কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৫০৪০ দ্বারা বিভাজ্য হবে?

ক) ৯টি
খ) ৮ টি
গ) ৭ টি
ঘ) ৬ টি

71. Fifty kg -- really a heavy weight to carry.

ক) is
খ) were
গ) are
ঘ) was

72. শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে?

ক) ৩০
খ) ১৫
গ) ২০
ঘ) ২৫

73. (-1)×(-1)×(-1)_+(-1)(-1)=কত?

ক) 0.
খ) 2
গ) 1
ঘ) -2

74. "আবার আসিব ফিরে" কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক) রুপসী বাংলা
খ) ঝরা পালক
গ) বনলতা সেন
ঘ) ধূসর পাণ্ডুলিপি

75. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

ক) বাংলা ১২৭৬ সালে
খ) বাংলা ১০৭৬ সালে
গ) বাংলা ১১৭৬ সালে
ঘ) বাংলা ১৯৬৬ সালে

76. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

ক) উপজেলা
খ) ইউনিয়ন
গ) থানা
ঘ) জেলা

77. "The Captain ordered the soldiers to march on " বাক্যটির direct speech:

ক) The captain asked, "Soldiers, march on ".
খ) The Captain said, to the solders, "Please march on ".
গ) The Captain said, "Soldiers, I asked you to march on ".
ঘ) The Captain said to the soldiers, " March on ".

78. I have no pen to write-

ক) in
খ) smooth
গ) well
ঘ) with

79. কোনটি অর্থ-তৎসম শব্দ?

ক) গেঞ্জি
খ) গিন্নী
গ) লুঙ্গি
ঘ) হস্তী

80. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১২ ও ১৬০ । একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?

ক) ২০
খ) ২৪
গ) ৩০
ঘ) ৩৬
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ