প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ .[৪ম পর্যায়] ২৮. ০৬.২০১৯

উত্তর যাচাই করুন

1. কোনটি সঠিক?

ক) Paper is made with wood.
খ) Paper is made by wood
গ) Paper is made of wood.
ঘ) Paper is made from wood.

2. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?

ক) সেমিকোলন
খ) বিন্দু
গ) কমা
ঘ) কোলন

3. কোনটি শুদ্ধ বাক্য ?

ক) আমার কথাই প্রামান্য হলো
খ) আমার কথাই প্রমাণীত হলো
গ) আমার কথাই প্রামন হলো
ঘ) আমার কথাই প্রমাণিত হলো

4. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত ?

ক) বিদেশী
খ) সংস্কৃত
গ) খাঁটি
ঘ) দেশি

5. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?

ক) ইয়াংসিকিয়াং
খ) ইউফ্রেটিস
গ) হোয়াংহো
ঘ) গঙ্গা

6. 'আজকে নগদ কালকে ধার'- এখানে 'আজকে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ২য়া
খ) করণে ২য়া
গ) অধিকরণে ২য়া
ঘ) বহুব্রীহি

7. 'অনুচিত' শব্দটি কোন সমাস ?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) দ্বন্দ্ব
ঘ) বহুব্রীহি

8. 'ওষ্ঠ্য' বর্ণ কোণগুলি?

ক) ট, ঠ,ড,ঢ,ণ
খ) প,ফ, ব,ভ,ম
গ) ক,খ,গ,ঘ,ঙ
ঘ) চ, ছ, জ, ঝ,ঞ

9. কতসালে নীল কমিশন গঠন করা হয়?

ক) ১৮৬১
খ) ১৮৫৭
গ) ১৮৪৫
ঘ) ১৮৮২

10. বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?

ক) ১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
খ) ১৮৮১ সালে রংপুর জেলায়
গ) ১৮৮০ সালে রংপুর জেলায়
ঘ) ১৮৭৯ সালে রংপুর জেলায়

11. উয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিলো ?

ক) পাঁচ কোটি বছর আগে
খ) তিন কোটি বছর আগে
গ) দুইশত বছর আগে
ঘ) আড়াই হাজার বছর আগে

12. . যদি a +b =2 , ab=1 হয় তবে a ও b এর যথাক্রমে -

ক) -1,3
খ) -3,-4
গ) 0,2
ঘ) 1,1

13. কোনটি শুদ্ধ?

ক) He is a lecturer in English
খ) He is a lecturer for English
গ) He is a lecturer for English
ঘ) He is a lecturer of English

14. which sentence is with correct punctuation -

ক) Maria, my student, is on leave today.
খ) Maria my student, is on leave today
গ) Maria my student is on leave today .
ঘ) Maria my student is ,on leave today.

15. জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য হলো -

ক) বিশ্বের পরিবেশ উন্নয়ন
খ) বিশ্বের ক্রিড়াড়গতের উন্নয়ন
গ) বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
ঘ) বিশ্বের আবহাওয়ার উন্নয়ন

16. যে -ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে ?

ক) অল্পপ্রাণ
খ) অধিকপ্রাণ
গ) স্বল্পপ্রাণ
ঘ) মহাপ্রাণ

17. ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন?

ক) নিরাপত্তা পরিষদে
খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদে
গ) অছি পরিষদে
ঘ) সাধারণ পরিষদে

18. NASA কোন ধরণের প্রতিষ্ঠান?

ক) মহাকাশ গবেষণা
খ) বিশ্ব পরিবেশ
গ) বিজ্ঞান গবেষণা
ঘ) গোয়েন্দা

19. কোন শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৪০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

ক) ৩
খ) ৩
গ) ১
ঘ) 2

20. একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?

ক) ১ টি
খ) ২ টি
গ) ৩টি
ঘ) ৪ টি

21. গাছের প্রাণ আছে - কে প্রমাণ করেন?

ক) আলবার্ট আইনস্টাইন
খ) জগদীশ চন্দ্র বসু
গ) আর্নেস্ট হেমিংওয়ে
ঘ) চার্লস ডারউইন

22. " Two heads are better than one" এ প্রবাদ বাক্যটির ভাবার্থ কোনটি?

ক) Comprehenson
খ) Correction
গ) Compromise
ঘ) Consulatation

23. The adjective form of 'decision' is -

ক) decisive
খ) deceived
গ) decide
ঘ) decisiveness

24. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?

ক) ২০%
খ) ১৫%
গ) ২৫%
ঘ) ৩০%

25. x²+¹⁄ₓ² এর নিম্নোক্ত কোন মানের জন্য x³+¹⁄ₓ³ =0 হবে ?

ক) 1
খ) 0.
গ) -2
ঘ) 2

26. 'বার ভুঁইয়া' কাদের বলা হতো ?

ক) মোগল আমলের ১২ জন সেনাপতিকে
খ) বৃটিশ যুগের শক্তিশালী যোদ্ধাদের
গ) উপরে উল্লেখিত সকলকে
ঘ) বড় বড় স্বাধীন জমিদার

27. 'কর্মভোগ' এড়ানো যায় না' - এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করে?

ক) কর্তব্য
খ) কৃতকর্ম
গ) কপাল
ঘ) অনুষ্ঠান

28. P- এর মান কত হলে 4x²-px+9 একটি পূর্ণবর্গ হবে?

ক) 16
খ) 10
গ) 9
ঘ) 12

29. What is the meaning of ' of late' ?

ক) lateness
খ) too late
গ) delayed
ঘ) recently

30. "নিঃশেষিত" এর সঠিক ইংরেজি রুপায়ণ-

ক) Out of sorts
খ) Out of doors
গ) Out of doors
ঘ) Out of print

31. "Look forward" means -

ক) examine
খ) take care of
গ) Find out
ঘ) expect with pleasure

32. কোন বানানটি শুদ্ধ ?

ক) Occation
খ) Occassion
গ) Ocasion
ঘ) Occasion

33. 'বিছিন্ন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) বি +ছিন্ন
খ) বিৎ + চ্ছিন্ন
গ) বিৎ + ছিন্ন
ঘ) বিচ + ছিন্ন

34. ৯২২০ সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

ক) ৬
খ) ৩
গ) ৪
ঘ) ৫

35. Kamal said to me, "what is your name?" ( Indirect form )

ক) Kamal asked what was my name.
খ) Kamal asked you your name
গ) What my name is , kamal asked
ঘ) Kamal asked me what my name was.

36. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?

ক) আমার জীবনী
খ) সংগ্রাম
গ) অসমাপ্ত আত্মজীবনী
ঘ) আমার বাংলাদেশ

37. I suggest that the --- there .

ক) gone
খ) goes
গ) go
ঘ) went

38. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?

ক) ৫ ঘন্টা
খ) ৬ ঘন্টা
গ) ৮ ঘন্টা
ঘ) ১০ ঘন্টা

39. (০.০৯)² এর মান কোন ভগ্নাংশটির সমান ?

ক) ১/১০
খ) ১/১০০
গ) ১/১০০০
ঘ) ১/১০০০০

40. কোন বানানটি শুদ্ধ?,,,

ক) Grievance
খ) Greviance
গ) Grivence
ঘ) Greivance

41. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক) ১৩১ তম
খ) ১৩৩ তম
গ) ১৩৬ তম
ঘ) ১৩৮ তম

42. x+y=6 হলে xy - এর বৃহত্তম মান কত?

ক) 12
খ) 7
গ) 10
ঘ) 9

43. A rolling stone gathers no moss. What is "rolling"?

ক) Verbal Noun
খ) Gerund
গ) Participle
ঘ) Adjective

44. 'মহারাজাধিরাজ' পদবী কারা গ্রহণ করেন-

ক) আকবর, হুমায়ুন ও জাহাঙ্গীর
খ) ইলিয়াস শাহ , তুঘলক ও জালালউদ্দিন
গ) ধর্মপাল ও গোপাল
ঘ) গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব

45. "তুমি কার সাথে কথা বলছ?" এর ইংরেজি -

ক) Whom are you speaking?
খ) Whom are you speaking with ?
গ) Whom are you speaking to ?
ঘ) With whom are you speaking?

46. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর । পুত্রের বর্তমান বয়স কত?

ক) ১৮
খ) ১২
গ) ১৬
ঘ) ১৪

47. 'দীর্ঘস্থায়ী' দুঃখ ' কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?

ক) রাবণের চিতা
খ) রাহুর দশা
গ) বসন্তের কোকিল
ঘ) অহিনকুল

48. দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫ ডিগ্রী হলে অপরটির মান কত?

ক) ৫৫
খ) ১২০
গ) ১৮০
ঘ) ১৫৫

49. অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬,১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে ?

ক) ৩ দিন
খ) ১২ দিন
গ) ৯ দিন
ঘ) ৬ দিন

50. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?

ক) থিওডোর রুজভেল্ট
খ) জর্জ ওয়াশিংটন
গ) জর্জ বুশ
ঘ) আব্রাহাম লিংকন

51. 'একটু আগে যিনি এখানে এসছিলেন তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য ?

ক) যৌগিক
খ) সরল
গ) খন্ড
ঘ) জটিল

52. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?

ক) বরেন্দ্র জাদুঘর
খ) বাংলাদেশ নৃ-তাত্ত্বিক জাদুঘর
গ) সোনারগাঁ জাদুঘর
ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর

53. কোনটি সঠিক বানান?.

ক) উজ্জল্য
খ) ঔজ্জ্বল্য
গ) উজ্জ্বল্য
ঘ) ওজ্জ্বল্য

54. You must work hard for success ( Make it compound ).

ক) Work hard for the success.
খ) Work hard to the success.
গ) Work hard and you will succeed .
ঘ) Work hard for success.

55. একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়ের মূল্যের অনুপাত নিচের কোনটি?

ক) ৫ : ৪
খ) ৬ : ৪
গ) ৪: ৫
ঘ) ৫ :৬

56. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২ । হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে ১/৪ যোগ করলে যোগফল ১ হয় । ভগ্নাংশটি কত?

ক) ৭/৯
খ) ৯/১১
গ) ১১/১৩
ঘ) ১১/১৫

57. বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?

ক) ৬ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার

58. যদি (x -5) (a+x) =x2-25 হয়, তবে a -এর মান কত?

ক) 5
খ) 25
গ) -25
ঘ) -5

59. 'নামাজ,রোজ' কোন দেশী শব্দ?

ক) ফরাসী
খ) উর্দু
গ) তুর্কী
ঘ) nai

60. সোহেল একটি ঘড়ি ৬১২ টকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল ১০% লাভে ঘড়িটি বিক্রয় করা। ২০% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয়মূল্য কত বাড়াতে হতো?

ক) ১৫০
খ) ৬১২
গ) ১৪৬
ঘ) ১৪৪

61. কোন বানানটি অশুদ্ধ?,.

ক) ব্রাক্ষণ
খ) মনকষ্ট
গ) সমীচীন
ঘ) দারিদ্র

62. কোন বানানটি শুদ্ধ?....,

ক) দুরিভূত
খ) দূরীভূত
গ) দুরিভূত
ঘ) দূরিভুত

63. " He was taken to task" অর্থ -

ক) সে কাজ নিয়েছিল।
খ) তাকে তিরস্কার করা হয়েছিল।
গ) তাকে কাজ দেয়া হয়েছিল।
ঘ) তাকে কাজের জন্য বলা হয়েছিল।

64. Anis had a talent --- making people laugh .

ক) on
খ) for
গ) of
ঘ) in

65. মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৯২ সালের ১৭ মার্চ
খ) ১৯৯০ সালের ২৫ মার্চ
গ) ১৯৯৬ সালের ২২মার্চ
ঘ) ১৯৯৫ সালের ৭ মার্চ

66. Tress have --- off their leaves .

ক) thrown
খ) fallen
গ) cast
ঘ) put

67. 'শুদ্ধ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) শান্ত
খ) ভদ্র
গ) সুশীল
ঘ) কোনটিই নয়

68. 'মহেঞ্জোদারো ' কথার অর্থ কি?

ক) মরা মানুষের ঢিবি
খ) মানুষের ঢিবি
গ) সিন্ধু মানুষের ঢিবি
ঘ) হরপ্পা সভ্যতা

69. 'বঙ্গবঙ্গ' কি ধরণের সংস্কার ছিল?

ক) প্রশাসনিক সংস্কার
খ) সামাজিক সংস্কার
গ) অর্থনৈতিক সংস্কার
ঘ) কাঠামোগত সংস্কার

70. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?

ক) ওডিসি
খ) হায়ারোগ্লিফিকস
গ) প্যাপিরাস
ঘ) ক্যালিওগ্রাফিস

71. 'গরু ঘাস খায়' - এখানে 'খায়' কোন কালের উদাহরণ?

ক) অতীত
খ) সাধারণ বর্তমান
গ) ঘটমান বর্তমান
ঘ) পুরাঘটিত বর্তমান

72. পৃথিবীর আহ্নিক গতির ফলে কী হয়?

ক) সূর্য পৃথিবীর নিকটতম হয়
খ) দিন ও রাত হয়
গ) চাঁদের তাপ বৃদ্ধি পায়
ঘ) রাত্রি দীর্ঘ হয়

73. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা

ক) ৪/২৭
খ) ৭/৩৬
গ) ১১/৪৫
ঘ) ২/৯

74. The principal had an inquiry -- the case.

ক) to
খ) into
গ) at
ঘ) in

75. একটি ক্লাবে ৮ জন পুরুষ ও ৮ জন মহিলা সদস্য আছেন। ৬ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে যেখানে পুরুষ ও মহিলা ৩ জন করে থাকবেন। কতভাবে এই কমিটি গঠন করা যায়?

ক) ৩১৩৬
খ) ৩১৩৫
গ) ৩১৩৪
ঘ) ৩১৩৯

76. 'যা আঘাত পায়নি' - এর বাক্য সংকোচন কী?

ক) অনিরুদ্ধ
খ) নির্ঘাৎ
গ) অনাঘাত
ঘ) অনাহত

77. 'Stop Genocide' চলচ্চিত্রের পরিচালক কে?

ক) চাষী নজরুল ইসলাম
খ) হুমায়ুন আহমেদ
গ) জহির রায়হান
ঘ) তারেক মাসুদ

78. What is the meaning of " White Elephant ?"

ক) A very costly or troublesome possession
খ) An elephant of white colour
গ) A hoarder
ঘ) A black marketer

79. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?

ক) ৬৩
খ) ৩৩
গ) ৪৩
ঘ) ৫৩

80. দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপ্রস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়?

ক) ২০১২ সালে
খ) ২০০৯ সালে
গ) ২০১০ সালে
ঘ) ২০১১ সালে
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ