প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.২০১৯

উত্তর যাচাই করুন

1. ০.০০১/০.১×০.১=?

ক) ১.১
খ) ০.০০১
গ) ০.০১
ঘ) ০.১

2. Light : Blind

ক) Speech : Dumb
খ) Tongue : Sound
গ) Language: Deaf
ঘ) Voice : Vibration

3. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই?

ক) সাঁওতাল
খ) গারো
গ) চাকমা
ঘ) মারমা

4. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?

ক) ৯০
খ) ১৬০
গ) ১৮০
ঘ) ১২০

5. 'তুমি না বলেছিলো এখানে আসবে"- এখানে 'না' এর ব্যবহার কি অর্থে ?

ক) প্রশ্নবোধক
খ) না-বোধক
গ) বিস্ময়সূচক
ঘ) 'হ্যা' বোধক

6. "বর্ণ" হচ্ছেঃ -

ক) ধ্বনির শ্রুতিগ্রাহ্য রুপ
খ) ধ্বনি নির্দেশক প্রতীক
গ) একইসঙ্গে উচ্চারিত ধ্বনি গুচ্ছ
ঘ) শব্দের ক্ষুদ্রতম অংশ

7. 'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?

ক) কর্মধারয়
খ) বহুব্রীহী
গ) দ্বিগু
ঘ) অব্যয়ীভাব

8. অসমাপ্ত 'অদ্ভুত সাগর' গ্রন্থটি কে সমাপ্ত করেন?

ক) লক্ষণ সেন
খ) বল্লাল সেন
গ) আলাউদ্দিন খিলজি
ঘ) সম্রাট আকবর

9. The synonym of " Subsequent " is -

ক) Aurrent
খ) Antecedent
গ) Recent
ঘ) Consequent

10. Three-Fourths of the work --- finished .

ক) have been
খ) had
গ) has been
ঘ) were

11. √0.000009=?

ক) 0.0003
খ) 0.03
গ) 0.3
ঘ) 0.003

12. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?

ক) ৮
খ) ১৫
গ) ১৭
ঘ) ২৪

13. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?

ক) তামা
খ) দস্তা
গ) অ্যালুমিনিয়াম
ঘ) পারদ

14. "Sanction " means -

ক) Prohibit
খ) Authorization
গ) Verify
ঘ) Devaluating

15. "সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।" বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) সর্বনাম
ঘ) অব্যয়

16. আমি , তুমি ও সে -

ক) সবাই
খ) আমরা
গ) আমাদের
ঘ) সকলে

17. "বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে ' বাক্যটি কোন শ্রেণির?

ক) জটিল
খ) মিশ্র
গ) যৌগিক
ঘ) সরল

18. There is no royel road --- learning.

ক) from
খ) to
গ) for
ঘ) by

19. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৬৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে?

ক) ৩৫, ৪০,৬৫,১১০,৩১৫
খ) ৩৫,৪৫,৭০,১০৫,৩১৫
গ) ৩৫, ৪৫, ৬৩,১১০ ,৩১৫
ঘ) ৩৫, ৪৫,৬৩,১০৫ ৩১৫

20. ৫৬০ টাকার একটি চেয়ার কিনতে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

ক) ৭০০
খ) ৬৫০
গ) ৮০০
ঘ) ৭৫০

21. The opposite of "optimism" is -

ক) pestilence
খ) opportunities
গ) pessimism
ঘ) opulence

22. Choose the correct spelling-

ক) Definetion
খ) Difination
গ) Definition
ঘ) Defination

23. কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়?

ক) ১৯৯০ সালের ৩রা আগস্ট
খ) ১৯৯০ সালের ৩রা মে
গ) ১৯৯০ সালের ৩ রা জুলাই
ঘ) ১৯৯০ সালের ৩রা সেপ্টেম্বর

24. "সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক) গুরুচণ্ডালী দোষ
খ) বিদেশী শব্দ দোষ
গ) দুর্বোধ্যতা দোষ
ঘ) বাহুল্য দোষ

25. একটি সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল ১৪৪ বর্গএকক । সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটির কত একক?

ক) ১৫
খ) ৩০
গ) ২৪
ঘ) ২০

26. বাংলায় 'স্বাধীন সুলতানী'শাসন প্রতিষ্ঠা করেন কে?

ক) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
খ) নবাব সিরাজউদ্দৌলা
গ) ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ) নবাব আলীবর্দী খান

27. I wish I -- the wings of a bird .

ক) have
খ) had
গ) owned
ঘ) put on

28. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) মস্কো
খ) সাংহাই
গ) ওয়াশিংটন
ঘ) দিল্লী

29. The plural form of 'mouse' is -

ক) mousse
খ) mices
গ) mice
ঘ) mouses

30. কার পৃষ্ঠোপাষকতায় 'নালন্দা বিশ্ববিদ্যালয়' জ্ঞান -বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে উঠে?

ক) দেবপাল
খ) ধর্মপাল
গ) বিগ্রহ পাল
ঘ) নারায়ণপাল

31. Solicit means .

ক) Legal
খ) Give
গ) Bright
ঘ) Seek

32. কোন শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত বছর?

ক) ১১
খ) ৮
গ) ৯
ঘ) ১০

33. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮,১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসংগে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে ?

ক) ৪ ঘণ্টা
খ) ৫ ঘন্টা
গ) ৩ ঘণ্টা
ঘ) ২ ঘণ্টা

34. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?

ক) ইয়াংসিকিয়াং
খ) ইউফ্রেটিস
গ) ব্রহ্মপুত্র
ঘ) হোয়াংহো

35. What is the verb of word 'shortly '?

ক) shorter
খ) shorten
গ) shortness
ঘ) short

36. "আ মরি বাংলা ভাষা"-এ "আ" দ্বারা কী প্রকাশ করা হয়েছে?

ক) আনন্দ
খ) আশা
গ) আবেগ
ঘ) আনুগত্য

37. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত?

ক) হরমুজ
খ) বসফরাস
গ) জিব্রাল্টার
ঘ) দার্দানেলিস

38. "He came of with flying colours" মানে -

ক) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
খ) তিনি উড়ন্ত রঙ নিয়ে এসছিলেন
গ) তিনি রং ছিটাতে ছিটাতে এসছিলেন
ঘ) বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসছিলেন ।

39. "মেঘলা" কি ধরনের শব্দ ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) বিশেষ্যের বিশেষণ
ঘ) ক্রিয়া বিশেষণ

40. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার । পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কিত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে ?

ক) ১.৬ কি.মি.
খ) ১.৮ কি.মি .
গ) ১ কি. মি.
ঘ) ১.২ কি.মি.

41. "শাহনামা" গ্রন্থটি কার রচিত?

ক) আলাওল
খ) শাহ মুহম্মদ সগীর
গ) ফেরদৌসী
ঘ) বাহরাম খা

42. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?

ক) গণনা, গনিকা, শোনিত
খ) গণনা, গণিকা, শোণিত
গ) গনণা, গণিকা, শোনিত
ঘ) গননা, গণিকা, শোনিত

43. অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে?

ক) তরল কার্বন ডাই-অক্সাইড
খ) তরল অ্যামোনিয়া
গ) তরল নাইট্রোজেন
ঘ) অক্সিজেন তরল আকারে

44. কোন সংখ্যার ½ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির অংশ হবে । সংখ্যাটি কত?

ক) ৩৫
খ) ৫৩
গ) ৬৩
ঘ) ৩৬

45. a-[a-a-(a-1)]=?

ক) 2a +1
খ) 2a-1
গ) 1
ঘ) -1

46. পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩,৫,৭,৮, ও ১০ সেকেন্ড অন্তর বাজাতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টগুলো পুনরায় একত্রে বাজবে ?

ক) ১০ মিনিট
খ) ১৪ মিনিট
গ) ৯০ সেকেন্ড
ঘ) ২৪০ সেকেন্ড

47. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়?

ক) ১৯৭২ সালের ২৩ মার্চ
খ) ১৯৭২ সালের ১২ অক্টােবর
গ) ১৯৭২ সালের ৪ নভেম্বর
ঘ) ১৯৭২ সালের ১১ জানুয়ারি

48. "সিত" শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) বস্ত্র
খ) শুক্ল
গ) শীত
ঘ) অদবধকার

49. কোনো ছাত্রাবাস ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

ক) ৯
খ) ১২
গ) ১০
ঘ) ১১

50. What is the past participle form of put?

ক) putten
খ) had putten
গ) put
ঘ) putted

51. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়?

ক) হৃদযন্ত্রে
খ) বৃক্কে
গ) ফুসফুসে
ঘ) প্লীহাতে

52. একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?

ক) অনাসৃত স্বর
খ) একাক্ষর স্বর
গ) যৌগিক স্বর
ঘ) মৌলিক স্বর

53. "নৌকায় নদী পার হলাম' নৌকায় কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ৭ মী
খ) করণে ৭মী
গ) অধিকরণে ৫মী
ঘ) সম্প্রদানে ৪র্থী

54. x³=64 হলে x এর মান কত?

ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6

55. a + b =9 , a-b=7 হলে ab = কত?

ক) 7
খ) 6
গ) 9
ঘ) 8

56. "আমি যাব তবে কাল যাব"- এটি কি ধরনের বাক্য?

ক) যৌগিক বাক্য
খ) জটিল বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) সরল বাক্য

57. x⁴+x²+1 এর একটি উৎপাদক x²+x+1 হলে অপরটি কত?

ক) x²-1
খ) x²+x+1
গ) x²-x+1
ঘ) x²+1

58. নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ?

ক) ফেসবুক
খ) ইউটিউব
গ) টুইটার
ঘ) ইন্সটগ্রাম

59. "আমি চা পান করি না" - এর ইংরেজি

ক) I do not drink tea
খ) I do not take tea
গ) I do not have tea
ঘ) I do not like tea

60. Which is the correct sentence?

ক) He is the most perfect judge
খ) He is a most perfect Judge
গ) He is a very perfect judge
ঘ) He is a perfect judge

61. নিচের কোনটি personal pronoun?

ক) Any
খ) This
গ) You
ঘ) Who

62. "অতিকায়" শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) অল্প
খ) অণু
গ) ক্ষুদ্রকায়
ঘ) বৃহৎ

63. একটি ঘড়ি দুপুর ১২ টা হতে চলতে শুরু করেছে। ৫ টা ১০ মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রিতে ঘুরবে?

ক) ১৪৫°
খ) ১৫০°
গ) ১৫৫°
ঘ) ১৬০°

64. কোন বানানটি শুদ্ধ?,,,

ক) অথিতি
খ) অথিতি
গ) অতিথি
ঘ) অতিথী

65. It was I --- he wanted to sing to .

ক) which
খ) that
গ) who
ঘ) whom

66. "গায়ক" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) গো + অক
খ) গৈ + য়ক
গ) গা +য়ক
ঘ) গৈ + অক

67. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

ক) তাজউদ্দীন আহমদ
খ) খন্দকার মোশতাক আহমেদ
গ) এ এইচ এম কামরুজ্জামান
ঘ) এম মনসুর আলী

68. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?

ক) ৮ জুন
খ) ২০ জুন
গ) ৫ জুন
ঘ) ১৯ জুন

69. The word " Lunar " is related to -

ক) Light
খ) Moon
গ) Sun
ঘ) Earth

70. রুপান্তরিত মূল কোনটি?

ক) ওলকপি
খ) আদা
গ) মিষ্টি আলু
ঘ) কচু

71. 'আইসিসি ক্রিকেট বিশ্বকাপ -২০১৯' এর খেলোয়াড় 'উইলিয়ামসন' কোন দেশের খেলোয়ার?

ক) নিউজিল্যান্ড
খ) সাউথ আফ্রিকা
গ) ওয়েস্ট ইন্ডিজ
ঘ) ইংল্যান্ড

72. কোন মুসলিম শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয়?

ক) বখতিয়ার খলজি
খ) সম্রাট শাহজাহান
গ) হুসেন শাহ
ঘ) সম্রাট বাবর

73. "টাকায় টাকা আনে"-এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে ৭মী
খ) কর্মকারকে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) করণ কারকে ৭মী

74. শুদ্ধ বাক্য কোনটি?

ক) দৈন্যতা নিন্দনীয়
খ) ফুল দেখতে সুন্দর
গ) দরিদ্রতা অভিশাপ
ঘ) ভূল লিখতে ভুল করো না

75. শফিক ২৪০ টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ঐ টাকায় একটি কলম বেশী পেতো তার প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো । সে কতগুলো কলম কিনলো।

ক) ১৫
খ) ১৬
গ) ১৮
ঘ) ১৪

76. " Look over' means -

ক) neglect
খ) choose
গ) ignore
ঘ) examine closely

77. বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে?

ক) ৩৫
খ) ২০
গ) ১০
ঘ) ৩০

78. ৬,৮ ও ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও x এর গাণিতিক গড়ের সমান হলে x এর মান কত?

ক) ৬
খ) ৫
গ) ৭
ঘ) ৮

79. Which one is similar to "Synopsis" ?

ক) Summary
খ) Resume
গ) Brief
ঘ) Short Note

80. ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে?

ক) ১৯৯৯ সালের ২০ ফেব্রুয়ারি
খ) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
গ) ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি
ঘ) ২০০০ সালের ২৬ মার্চ
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ