প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা "সুরমা" ০৮.০১.২০১০
উত্তর যাচাই করুন
1. Without health there is no happiness--এখানে ' happiness' শব্দটি কোন প্রকারের Noun?
2. 'Beggar' শব্দটির Abstract form হবে--
3. He was only a yard off me এখানে ' off ' শব্দটি--
4. I will watch while you sleep.--- এখানে ' while' শব্দটি--
5. কোন বানানটি শুদ্ধ ?
6. কোনটি শুদ্ধ বানান?.
7. কোনটি শুদ্ধ বানান?..
8. কোন বানানটি শুদ্ধ ?...
9. 'I shall do the work'--- বাক্যেটির সঠিক পরিবর্তিত voice হবে----
10. Rony said, "The train reached at nine." বাক্যটির Indirect speech হবে----
11. Nafis said to Romel, "Go away" -- বাক্যটির Indirect speech হবে----
12. নিচের কোন বাক্যটি শুদ্ধ?,
13. নিচের কোন বাক্যটি শুদ্ধ?..
14. He is bent ----going to the meeting বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
15. An honest man has no distrust -----anyone বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
16. The man is involved ---the affair বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
17. 'Coalesce' --এর সমার্থক শব্দ কোনটি?
18. 'Candor' --এর সমার্থক শব্দ কোনটি?
19. "To break the ice"--- phrase --টির অর্থ কি?
20. "The pros and cons"--- phrase --টির অর্থ কি?
21. 'নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে ধরণীর পাপী যত নিঃস্বে।' কবিতাংশটি কোন কবির লেখা?
22. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' কবিতাংশটুকু কার লেখা?
23. 'শেষের কবিতা' উপন্যাসটির রচয়িতা কে?
24. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
25. 'নুরুলদীনের সারা জীবন' নাটকটির রচয়িতা কে?
26. 'ঝিলিমিলি' নাটকটি কে লিখেছেন?
27. "আষাঢ়ে" বৃষ্টি নামে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
28. শুক্রবার "স্কুল" বন্ধ ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
29. 'পাথর' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
30. 'ঢেউ' শব্দের প্রতিশব্দ কোনটি?
31. 'অলীক' এর বিপরীতার্থক শব্দ কি?
32. 'বিশ্রী' এর বিপরীতার্থক শব্দ কি?
33. 'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
34. 'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
35. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
36. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
37. কোনটি শুদ্ধ বানান?....
38. কোন বানানটি শুদ্ধ?,,
39. কোন বানানটি শুদ্ধ?...
40. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
41. 'www' -এর পুরো রূপ হচ্ছে---
42. মেমোরি ভাগ করা হয়েছে ----
43. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে হবে?
44. ভাইরাস একটি -----
45. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ---
46. মাকড়সার পা আছে ---
47. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ---
48. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল ---
49. জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ----
50. বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
51. ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে?
52. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
53. পৃথিবীর জমজ নামে পরিচিত কোন গ্রহ?
54. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
55. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি?
56. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
57. বধ্যভূমি স্মৃতিসৌধ, রায়েরবাজার-এর নকশাবিদ কে ছিলেন?
58. ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
59. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর পদবি কি ছিল?
60. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
61. প্রতিফলিত শব্দকে বলা হয় ---
62. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে---
63. ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
64. সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান?
65. 3(4x-6)= (3x-9) কে সমাধান করলে x-এর মান হবে ---
66. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে ---
67. ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কিমি/ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কিমি/ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গড় বেগ ৫৫ কিমি/ঘণ্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?
68. ৫টি গরুর মূল্য ২০টি ভেড়ার মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ৩টি ভেড়ার মূল্য কত?
69. জনাব সালাম ৫৫ টাকায় ২০টি আম কিনলেন। ১০% আম পঁচে যাওয়ায় তিনি অবশিষ্ট আম ডজনপ্রতি ৬০ টাকা দরে বিক্রি করলেন। এতে তাঁর কত লাভ হল?
70. একজন ব্যবসায়ীর কাছে ২২টি বলপেন আছে। তিনি কয়েকটি বলপেন প্রতিটি ৩৫ টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ৩৫টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ১০ টাকা ক্ষতিতে বিক্রি করেন। তাঁর মোট ৬৩৫ টাকা লাভ হলে তিনি কয়টি বলপেন ক্ষতিতে বিক্রি করেন?
71. ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫ -------ধারাটির দশম পদ হবে ---
72. ২, ৩, ৫, ৭, --------ধারাটির অষ্টম পদ হবে ---
73. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
74. দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
75. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
76. একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ ডিগ্রী হলে, পরিধিস্থ কোণের পরিমাণ হবে ---
77. x²-10xy-11y² -এর উৎপাদক
78. x-1/x=√5 হলে x³-1/x³ = কত ?
79. ০.২×০.৩×০.৫ / ০.১×০.২×০.০২ -এর মান কত ?
80. ক ১ ½ ঘণ্টায় ৫ কিলোমিটার হাঁটে এবং খ ৫ মিনিটে মিটার হাঁটে । ক ও খ -এর গতিবেগের অনুপাত কত ?