প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(৩য় ধাপ) (03-06-2022)
উত্তর যাচাই করুন
1. ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?
2. ‘তাজা মাছ’ কোন বিশেষণ?
3. ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙক্তিটি রচয়িতা কে?
4. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
5. ব্যাকরণের কাজ কী?
6. ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
7. “দ্বীপ” এর ব্যাসবাক্য-
8. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
9. কোন শব্দটির বানান সঠিক?
10. পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
11. ‘তামার বিষ’ কথাটির অর্থ-
12. ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?
13. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
14. নিচের কোনটি তৎসম শব্দ?
15. ‘শীতার্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
16. “খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ
17. “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-
18. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের ‘কখন’ আসবে কবি’?
19. He is jealous — my prosperity
20. What is the adjective form of the word `People’?
21. A person who was before another person refers to_________.
22. The study of plants________.
23. What is the synonym of ‘Competent’?
24. Which one is similar to Adult:Child
25. The reading of history is interesting . এখানে ‘reading' কী হিসেবে ব্যবহার হয়েছে?
26. Penny wise pound-
27. Sin is to confess as fault is to-
28. A 'Myth' is-
29. What is the adjective of the word `Heart' ?
30. The antonym of the `awesome'-
31. Which spelling is correct?
32. Which one is the correct passive form of `Who will do the work?
33. ' A person who was before another person refers to-
34. `Out and Out' means-
35. Which is the meaning of - White Elephant?
36. 'Felicitation' means-
37. If a substance is cohesive, it tends to ______.
38. He insisted_______my going there.
39. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
40. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-
41. ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?
42. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
43. ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
44. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
45. কোন সংখ্যার বর্গমুলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?
46. যদি ( 6x-y, 13)= (1,3x+2y) হয়, তাহলে (x, y) = কত?
47. নিচের কোন ভগ্নাংশটি ছোট?
48. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
49. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০ । তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
50. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
51. একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?
52. ২ × ৩ × ০.৫ / ১.৫ = ?
53. এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
54. ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
55. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
56. GPS এর পূর্ণাঙ্গ রূপ কী?
57. একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
58. মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
59. ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
60. ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–
61. কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—
62. এক নটিকেল মাইল সমান কত ফুট?
63. গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
64. “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-
65. শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
66. স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
67. শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?
68. পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ?
69. ’ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা” – এর স্থপতি কে?
70. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?
71. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
72. সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-
73. নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?
74. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে 'TRC' এর পূর্ণরূপ কী?
75. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি?
76. এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
77. ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —
78. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
79. ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?
80. নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?