প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ঝিলাম- ০৮.১১.২০১৩
উত্তর যাচাই করুন
1. ”লালসালু” উপন্যাসের লেখক কে?
2. ”মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।”-- পঙ্ক্তিটির রচয়িতা কে?
3. ”জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা কে?
4. ”বিটপী” শব্দের সমার্থক শব্দ কোনটি?
5. ”কুটিল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
6. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
7. কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
8. ”আমাকে যেতে হবে”-- বাক্যে ”আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
9. কোন বানানটি শুদ্ধ?,,
10. কোন বানানটি শুদ্ধ?
11. ”যে উপকারীর উপকার স্বীকার করে”- এক কথায় কী হবে?
12. ”কোনোভাবেই যা নিবারণ করা যায় না”- এক কথায় কী হবে?
13. ”আট কপালে” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?
14. ”বইপড়া” কোন সমাস?
15. ”উপকথা” কোন সমাস?
16. ”সুবর্ণ” কোন সমাস?
17. ”ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
18. “গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
19. ”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
20. ”ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
21. . কোনটি শুদ্ধ বানান?
22. কোনটি শুদ্ধ বানান?
23. কোনটি শুদ্ধ বানান?.
24. Anita is a good girl"বাক্যে "girl" শব্দটি-
25. Ali saw a flock of sheep বাক্যে "flock" শব্দটি-
26. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
27. He deals --- rice বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-
28. He died --- over eating বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-
29. Mr. Anwar is expart --- physics বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-
30. I am fearful ---- enemies বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-
31. He is engaged ---- writing a book বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-
32. "I am writing a letter"- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
33. "Give the order"- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
34. "Do not hate the poor". বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
35. Asad said to me, "I want to go to school now." বাক্যটির indirect speech হবে-
36. Abid said to me, "I was ill" বাক্যটির indirect speech হবে-
37. Penalty -এর সমার্থক শব্দ কোনটি?
38. . Sacred -এর সমার্থক শব্দ কোনটি?
39. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ--
40. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
41. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষতা বেশি?
42. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
43. বায়ুমন্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
44. ম্যালিক এসিড পাওয়া যায়-
45. টুথপেস্টের প্রধান উপাদান
46. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
47. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?
48. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
49. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দপ্তর অবস্থিত কোথায়?
50. জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন?
51. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
52. ”অপরাজেয় বাংলা”র ভাস্কর কে?
53. বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে?
54. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
55. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
56. সিস্টোলিক চাপ বলতে বুঝায়-
57. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
58. প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল?
59. বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
60. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-
61. সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা--
62. 1+2+3+4+------+18= কত?
63. দুই সন্তানের বয়সের গড় ১০ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৭ বৎসর হলে, মাতার বয়স কত হবে?
64. পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বৎসর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বৎসর হলে মেয়ের বয়স কত হবে?
65. একজন বোলার গড়ে ২২ রান দিয়ে ৬টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেটপ্রতি কত রান দিয়েছেন?
66. একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে?
67. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
68. একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে, তার ৬% লাভ হতো?
69. একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগবে, ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
70. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে শেষ করতে পারলে খ একা কাজটি করতে পারে?
71. কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
72. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
73. ৬৩ কে ৮ঃ ৯ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে ---
74. সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ হবে ---
75. নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
76. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন-
77. বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
78. বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রটি স্থাপিত হয়-
79. বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত-
80. বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত?