১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-(স্কুল/সমপর্যায়-২)-২৫.০৮.২০১৭
উত্তরমালা
1. ”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবে” কোন কারকে কোন বিভক্তি?
2. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
3. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
4. প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?
8. ”ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ”- এক কথায় কী হবে?
13. কোন বাক্যটি শুদ্ধ?
14. ' It is a long story ' এর সঠিক বাংলা অনুবাদ --
15. Man gets as much as he wants- এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
17. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?
20. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
21. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
26. তিনি সৎ লোক ছিলেন, তাই না?
27. আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।
28. গাছে এখনও ফল ধরেনি।
29. . গুজবে কান দেওয়া উচিত নয়।
30. সে হাঁপাতে হাঁপাতে এখানে আসল।
31. কিছু করার আগে ভাল করে ভেবে নাও।
39. What is the verb form of the word "beauty"?
44. Now-a-days educative programmes are ----- on different TV channels.
45. Friendship is nothing but a name. (Interrogative)
46. It is beyond doubt that he is a brave man. (Simple)
47. We should love our country. (Imperative)
48. Water-logging is one of the worst problems in our country. (Positive)
49. As soon as the teacher enters the classroom, The students stand up. (Negative)
50. What cannot be cured must be endured. (Active)
51. ৫ : ৭ এবং ৩ : ১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?
54. ৫০০ টাকা বিক্রয় করায় ২৫% লাভ হলো, ক্রয়মূল্য কত?
57. 6x² - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি?
60. কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেমি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
67. সমবাহু ত্রিভুজের এক বাহু x মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার ?
77. বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
78. ”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি কার রচনা?
81. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
84. সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়?
88. যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফাটি ছিল-
90. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে?
92. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়?
93. পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে-
95. এয়ারফোর্স ওয়ান কি?
97. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?
100. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?