১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (15-03-2024)
উত্তরমালা
5. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
6. আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
7. হাইফেন কোথায় বসে?
8. Look before you leap'-এর সঠিক অনুবাদ কোনটি?
10. নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ?
14. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' -বাক্যে 'রাঘবে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
15. তিলে তেল আছে'—বাক্যে 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
22. কর পল্লবের ন্যায়' ব্যাসবাক্যটি কোন সমাস?
24. বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
26. Translate the sentence into English - "তার সব চেষ্টাই ব্যর্থ হলো"
28. We should respect our teacher. (Imperative)
31. A person whose head is in the clouds is-
33. It is high time we (change) our food habit. Here the correct form of verb is-
34. The idiom 'bring to book' means -
35. We eat to live. (complex)
39. Put the right word in the blank. "He reached the of his literary career.
41. ভাসা ভাসা পড়ায় কাজ হবে না। The correct English translation of the sentence is -
44. Which poet is known as the "Poet of Nature"?
45. He said that he was innocent. (simple)
48. The new job offer was alluring. Here 'alluring' means -
49. The main objective of a 'conjunction' is-
52. বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
54. নিম্নলিখিত কোন জেলায় জন সংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
56. রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো-
57. প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি?
58. পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে?
59. দেশের প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস' কোথায় অবস্থিত?
60. ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে?
61. একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন?
63. শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন কবে?
64. প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
65. দেশের প্রথম বায়ু বিদ্যুত কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
67. কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়?
68. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
69. V-20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
72. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
73. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে?
76. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
77. 10 টি সংখ্যার যোগফল 380। এদের প্রথম 4 টির গড় 40 এবং শেষ 5 টির গড় 30 হলে; ৫ম সংখ্যাটি কত?
79. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
80. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
82. ৪ টি দ্রব্য ১ টাকায় ক্রয় করে, 16 টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?
89. একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?
92. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে, এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক?
93. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
98. দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?