প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- বিটা- ১৮.০৪.২০১৪
উত্তরমালা
1. "দৃষ্টিহীন” কার ছদ্মনাম?
2. "A search for identity"- বইটি কার লেখা?
4. ”প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা--
7. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়---
13. ”মুখ তোলা” বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
18. ”বুলবুলিতে ধান খেয়েছে”--এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?
23. The idiom "Bring to book" এর অর্থ---
24. "He prides himself --- his wealth" বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে---
25. The boy wonders ---- in the streets" বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে---
35. "Does he speak English well? বাক্যটির সঠিক passive form হচ্ছে-
36. "All his pupil like him." বাক্যটির সঠিক passive form হচ্ছে-
37. Anis said, "I must write a letter". The indirect narration of this sentence is-
38. "How dare you wake me up?" The lion roared at the mouse. Choose the correct narration:
39. . কোন বাক্যটি শুদ্ধ?...
40. Choose the correct sentence:
42. পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক---
43. . হর্স পাওয়ার হলো---
48. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?
49. আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
55. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো--
57. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ
59. কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
60. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
61. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
62. বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
63. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
64. পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
68. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
69. এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
70. একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
71. ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
73. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি. মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
75. একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?
76. ক, খ ও গ এর বেতন অনুপাত ৭ঃ ৫ঃ ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
79. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে ----