Recent Year : 2024

বাংলাদেশ রেলওয়ে || টিকেট কালেক্টর (24-02-2024)

উত্তরমালা

1. কোনটি মৌলিক শব্দ?

ক) মা
খ) বাঁশি
গ) তৈল
ঘ) জলধি

2. শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি হচ্ছে-

ক) গ্রামীণ জীবন
খ) শহরে জীবন
গ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ঘ) নদী পাড়ের জীবন

3. রাত্রিকালীন যুদ্ধ' এর এক কথায় প্রকাশ কোনটি?

ক) সৌপ্তিক
খ) কোকনদ
গ) রিরংসা
ঘ) সংবর্ত

4. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

ক) বিশেষ্য ও ক্রিয়া
খ) বিশেষণ ও ক্রিয়া
গ) বিশেষ্য ও বিশেষণ
ঘ) ক্রিয়া ও সর্বনাম

5. তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। এটি কোন বাক্যের উদাহরণ?

ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) যৌগিক বাক্য

6. ফোঁটা ফোঁটা' কোন পদের দ্বৈতরূপ?

ক) ক্রিয়া
খ) অব্যয়
গ) বিশেষণ
ঘ) বিশেষ্য

7. ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

ক) ক্ষুদ্+পিপাসা
খ) ক্ষুধ্‌+পিপাসা
গ) ক্ষুত্+পিপাসা
ঘ) ক্ষুৎ+পিপাসা

8. Lyric শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) গীতিকবিতা
খ) বঙ্গকাব্য
গ) চিত্রকাব্য
ঘ) মহাকাব্য

9. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন:

ক) দীর্ঘিকা, নদী, প্রণালি
খ) শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
গ) গাউ, তটিনী, অর্ণব
ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

11. কাছাটিলা' বাগধারাটির অর্থ কী?

ক) বেহায়া
খ) কাণ্ডজ্ঞানহীন
গ) ভণ্ড
ঘ) অসাবধান

12. কোন কবির উপাধি 'কবিকণ্ঠহার'?

ক) বিদ্যাপতি
খ) মালাধর বসু
গ) আলাওল
ঘ) ভারতচন্দ্র

13. কাননে কুসুমকলি সকলি ফুটিল'। এখানে 'কুসুমকলি' কোন কারক ও কোন বিভক্তি?

ক) কর্তায় শূন্য
খ) কর্মে শূন্য
গ) করণে দ্বিতীয়া
ঘ) অপাদানে দ্বিতীয়া

14. ভূত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) ভবিষ্যত
খ) প্রেত
গ) পেতনি
ঘ) ভীরু

15. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি' সমাসের উদাহরণ কোনটি?

ক) আশীবিষ
খ) অন্তরীপ
গ) জবরদস্তি
ঘ) অকেজো

16. হাতের কঙ্কণ মা লো দাপন' কার লেখা-

ক) গদেপা
খ) লুইপা
গ) সরহপা
ঘ) কাহ্নপা

17. ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

ক) বাহাদুরি
খ) জেঠামি
গ) জমিদারি
ঘ) ডাক্তারি

18. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

ক) শিরোশ্চেদ, দারিদ্র্য, সমীচিন
খ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
গ) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

19. অম্বু' এর সমার্থক শব্দ কোনটি?

ক) বাতাস
খ) সুর্য
গ) পানি
ঘ) অক্ষি

20. Identify feminine gender-

ক) Spinster
খ) Boar
গ) Parent
ঘ) Peer

21. A burnt child dreads the fire. Here 'burnt' is a/an-

ক) finite verb
খ) gerund
গ) present participle
ঘ) past participle

22. Which one is singular?

ক) nuclei
খ) radii
গ) agendum
ঘ) criteria

23. Trace the odd pair in the following-

ক) teacher and student
খ) hospital and patient
গ) nest and bird
ঘ) prison and culprit

24. Syntax' means-

ক) Manner of speech
খ) Supplementary tax
গ) Sentence building
ঘ) Synchronizing act

25. Which of the following is synonym to the word 'evaluation'?

ক) Assessment
খ) Appraisal
গ) Judgment
ঘ) All of these

26. Identify the correct word?

ক) insociant
খ) insocant
গ) incuciant
ঘ) insouciant

28. There is_____milk in the glass.

ক) a little
খ) little
গ) much
ঘ) more

29. The word 'sibling' means-

ক) a brother or sister
খ) a son or daughter
গ) a cousin
ঘ) none of the above

30. Change into passive voice- 'Whom do you want?"

ক) By whom you are wanted?
খ) By whom are you wanted?
গ) Whom is wanted by your?
ঘ) Who is wanted by you?

32. English translation of: অন্যের দোষ ধরো না।

ক) Do not eatch a blame for other people
খ) Do not find faults with others.
গ) Do not search for others fault.
ঘ) Do not find other's faults.

33. What is the verb of the world 'ability'?

ক) Ableness
খ) Ably
গ) Enable
ঘ) Able

34. Man is mortal'- its negative is-

ক) Man is immortal
খ) Man is not mortal
গ) Everyone is not mortal
ঘ) No man is immortal

37. Choose the correct sentence-

ক) I know what does he wants?
খ) I know what does he wants?
গ) I know what he want?
ঘ) I know what he wants.

38. to genuflect' means-

ক) to be genuine
খ) to reflect
গ) to bend the knee
ঘ) to be flexible

39. 'David Copperfield' is a/an... novel.

ক) Victorian
খ) Modern
গ) Romantic
ঘ) Elizabethan

40. CT Scan এর পূর্ণরূপ কী?

ক) Computed Treatment Scan
খ) Computed Tomography Scan
গ) Computed Tomology Scan
ঘ) Computer Therapy Scan

42. অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি?

ক) মুজিব: একটি জাতির রূপকার
খ) খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা
গ) শেখ মুজিব আমার পিতা
ঘ) চিরঞ্জীব মুজিব

43. ঢাকা (কমলাপুর) রেল স্টেশনের স্থপতি কে?

ক) এফ আর খান
খ) লুই আই কান
গ) বব লুই
ঘ) মাজহারুল ইসলাম

45. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়?

ক) জার্মানি
খ) নরওয়ে
গ) ডেনমার্ক
ঘ) সুইডেন

47. New Development Bank (NDB) এর সদর দপ্তর কোথায়?

ক) সাংহাই, চায়না
খ) বেইজিং, চায়না
গ) টোকিও, জাপান
ঘ) সিউল, কোরিয়া

48. বার্মি আর্মি কী?

ক) বার্মার জঙ্গী বাহিনী
খ) বার্মার সশস্ত্র বাহিনী
গ) ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী
ঘ) অস্ট্রেলিয়া ফুটবল দলের সমর্থক গোষ্ঠী

49. আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে-

ক) বেরিং প্রণালী
খ) পক প্রণালী
গ) জিব্রাল্টার প্রণালী
ঘ) ডোভার প্রণালী

50. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক-

ক) গণ পরিষদ
খ) সুপ্রিম কোর্ট
গ) আইন মন্ত্রণালয়
ঘ) জাতীয় সংসদ

51. BMI কী নির্দেশ করে?

ক) মানব দেহের গড়ন ও চর্বির সূচক
খ) পেশি ও চর্বির সূচক
গ) উচ্চতা ও স্থুলতার সূচক
ঘ) শক্তি খরচের সূচক

52. কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?

ক) বাংলাদেশ
খ) ভারত
গ) থাইল্যান্ড
ঘ) মালয়েশিয়া

53. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

ক) কবর
খ) চিলেকোঠার সেপাই
গ) আরেক ফাল্গুন
ঘ) স্মৃতির মিনার

54. গ্লান্ডস্লাম কথাটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক) বিলিয়ার্ড
খ) লনটেনিস
গ) টেবিল টেনিস
ঘ) দাবা

55. বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়?

ক) সৈয়দপুর
খ) ঢাকা
গ) রাজশাহী
ঘ) চট্টগ্রাম

62. ১/৩ ও ১/৫ এর গ.সা.গু কোনটি?

ক) ১/৩০
খ) ১/৬০
গ) ১/১৫
ঘ) কোনোটিই নয়

66. নিচের কোনটি সবচেয়ে বড়?

ক) ৪/৫
খ) ০.৮৫
গ) ৮/৯
ঘ) ৮৭%

উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ