Recent Year : 2024

সিভিল সার্জন এর কার্যালয়, পাবনা || স্বাস্থ্য সহকারি (10-05-2024)

উত্তরমালা

1. পর্তুগীজ শব্দ নয় কোনটি?

ক) আনারস
খ) আলপিন
গ) কার্তুজ
ঘ) গির্জা

3. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ

ক) মনীষা
খ) সংস্কার
গ) দুস্থ
ঘ) শঙ্কা

5. মধ্যপদলোপী কর্মধারয় কোনটি ?

ক) মনমাঝি
খ) সিংহপুরষ
গ) তুষারশুভ্র
ঘ) সাহিত্যসভা

6. নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক) অনুতাপ
খ) পরোক্ষ
গ) দর্শনমাত্র
ঘ) হাতাহাতি

8. দিবা রাত্রির কাব্য- উপন্যাসটি'র লেখক

ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
খ) সমরেশ মজুমদার
গ) মানিক বন্দোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু

9. আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) সংকর সংকীর্তন
খ) পদ্মা মেঘনা যমুনা
গ) ভাওয়াল গড়ের উপাখ্যান
ঘ) চৌর সন্ধি

10. অসম্ভব ঘটনা অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক) ব্যাঙের সর্দি
খ) ব্যাঙের আধুলি
গ) বাঘের চোক
ঘ) ভূষণ্ডির কাক

11. ফারসি ধর্ম সংক্রান্ত শব্দ কোনটি?

ক) তওবা
খ) আদালত
গ) হজ্জ
ঘ) নামাজ

12. বৃদ্ধি হয়েছে কোন কৃদন্ত পদে?

ক) নেওয়া
খ) কার্য
গ) কর্তা
ঘ) চেনা

13. কোনটি সঠিক নয়?

ক) √শুচ্‌ + ঘঞ =শোক
খ) √বৃধ্‌ + মান = বর্ধমান
গ) √জাগৃ +উক = জাগরূক
ঘ) √খা+জ = খ্যাত

14. রীতিসিদ্ধ প্রয়োগ নয় কোনটি?

ক) হাত আসা-অভ্যস্ত হওয়া
খ) গায়ে সওয়া- অভ্যস্ত হওয়া
গ) গা লাগা- মনোযোগ দেয়া
ঘ) পায়ে পড়া - খোশামুদে

15. Tenancy' শব্দের বাংলা পরিভাষা -

ক) প্রজাসস্ত্ব
খ) বাড়ির মালিক
গ) তাঁবু টানানো
ঘ) স্বাধীনতা

16. রঙিলা নায়ের মাঝি' গানের সংকলনটির লেখক কে ?

ক) জসীম উদ্দীন
খ) শামসুর রাহমান
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) আল মাহসুদ

17. শুনি নাই, রাখিনি সন্ধান' কবি সন্ধান রাখেন নি-

ক) সুখের
খ) যৌবনের
গ) বসন্তের
ঘ) দুঃখের

18. দুহিল দুধু কি বেন্টে সামায়' পঙক্তির রচয়িতা কে?

ক) ভুসুকুপা
খ) ঢেগুণ পা
গ) লুইকুপা
ঘ) দরকুপা

19. ধর্ম> ধরম হওয়ার সন্ধি সূত্র

ক) স্বরসঙ্গতি
খ) স্বরভক্তি
গ) অভিশ্রুতি
ঘ) অপিনিহিতি

21. কোন বানানটি সঠিক?

ক) শত+এক = শতেক
খ) মিথ্যা+উক = মিথ্যুক
গ) নর+অধম = নরাধম
ঘ) যথা + অথ =যথার্থ

22. কোন বানানটি সঠিক?

ক) অগ্নিসাৎ
খ) ধুলিস্যাৎ
গ) পাষান
ঘ) কৃপন

23. উচু উচু ভাব' কি বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে?

ক) আধিক্য বোঝাতে
খ) সামান্যতা বোঝাতে
গ) অনুভূতি বোঝাতে
ঘ) সঠিকতা বোঝাতে

24. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

ক) কালো বরফ
খ) আরেক ফালগুন
গ) অগ্নিসাক্ষী
ঘ) রাইফেল রোটি আওরাত

25. বিখ্যাত কবিতা 'শিক্ষা গুরুর মর্যাদা' কার লেখা?

ক) কাজী কাদের নেওয়াজ
খ) আব্দুল কাদির
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) কাজী নজরুল ইসলাম

26. মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

ক) দেনা-পাওনা
খ) পোস্ট মাস্টার
গ) হৈমন্তি
ঘ) সমাপ্তি

28. বাংলা সাহত্যে আধুনিক গীতি কবিতার স্রষ্টা:

ক) গিরিশচন্দ্র সেন
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) আবুল ফজল
ঘ) আবুল মনসুর আহমদ

29. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত।

ক) রাজশাহী
খ) চাঁপাই নবাবগঞ্জ
গ) নওগাঁ
ঘ) কোনটিই নয়

30. বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক

ক) সেলিম আল দীন
খ) নাসির উদ্দিন ইউসুফ
গ) মামুনুর রশীদ
ঘ) নির্মলেন্দু গুণ

34. বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয়-

ক) ১৯৭১ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৮৬২ সালে
ঘ) ১৮৭১ সালে

38. মুক্তিযোদ্ধা দিবস কবে

ক) ১ ডিসেম্বর
খ) ২ ডিসেম্বর
গ) ৩ ডিসেম্বর
ঘ) ৪ ডিসেম্বর

42. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে?

ক) ২১ ফেব্রুয়ারী ১৯৬৯
খ) ২২ ফেব্রুয়ারী ১৯৬৯
গ) ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯
ঘ) ২৪ ফেব্রুয়ারী ১৯৬৯

45. ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে?

ক) পাবনা
খ) গাইবান্ধা
গ) নাটোর
ঘ) কুড়িগ্রাম

62. ∆ABC এর

ক) সমবাহ
খ) সমদ্বিবাহু
গ) বিষমবাহ
ঘ) কোনটি নয়

65. কোনটি অধিক ভারী?

ক) ১ কেজি লোহা
খ) ১ কেজি তুলা
গ) কোনটিই নয়
ঘ) উভয় সমান

66. গর্ভকালীন বিপদচিহ্ন নয় কোনটি?

ক) বিলম্বিত প্রসব
খ) মাথাঘোরা
গ) জ্বর
ঘ) রক্তস্রাব

67. মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে MIMS চালু হয় ?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

69. Writer of 'Othelo'?

ক) William Shakespeare
খ) Arnold Robert
গ) Henry Wordsworth
ঘ) None

70. Shylock' character is from

ক) The Merchant of Venice
খ) Othelo
গ) Hamlet
ঘ) Macbeth

71. Middle age of English literature is:

ক) 1066-1500
খ) 1501-1700
গ) 550-1000
ঘ) None

72. Who is the father of English literature

ক) Geoffrey chaucer
খ) William Shakespeare
গ) Henry Wordsworth
ঘ) Geoffrey Rowl

73. The sands of dee

ক) Poem
খ) History book
গ) Story
ঘ) None

74. Which one is not tragic?

ক) The Merchant of Venice
খ) Othelo
গ) Hamlet
ঘ) Romeo and Juliet

75. What is the translation of .. . . . . . ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত"

ক) Different men different opinions
খ) Many men many mind
গ) Many man so many minds
ঘ) More men different opin

76. What is the translation of "সপাং সপাং করে চাবুক পড়ল"

ক) Stick to air
খ) Smack went the whip
গ) Smack goes to the whip
ঘ) All the above

77. Don't utter this any more – এর বাংলা অনুবাদ

ক) তার মুখ বড় খারাপ
খ) সে এ কথা মুখে আনে না
গ) এ কথা আর মুখেও আনিওনা
ঘ) এ কথা বার বার বল

78. Hurry up এর বাংলা অনুবাদ –

ক) কথা চালাও
খ) কলম চালাও
গ) হাত চালাও
ঘ) কোনটিই নয়

প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ