Recent Year : 2024

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী (27-01-2024)

উত্তর যাচাই করুন

1. চেতন' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি ? সচেতন

ক) অচেতন
খ) অবচেতন
গ) আদচেতন
ঘ) সচেতন

2. দেশি শব্দ কোনটি?

ক) আনারস
খ) কার্তুজ
গ) পানি
ঘ) টোপর

3. বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

ক) জ + ঞ
খ) গ + গ
গ) ঞ + জ
ঘ) ঙ + গ

4. কান ভাঙানো' বাগধারাটির কী অর্থে ব্যবহৃত হয়?

ক) মিথ্যা বলা
খ) কুপরামর্শ
গ) কথা না শোনা
ঘ) চিৎকার করা

5. Neither Rini aur Simmi qualified for the job.

ক) are
খ) is
গ) were
ঘ) had

6. Which part of speech is 'book'?

ক) noun
খ) Verb
গ) Adjective
ঘ) ক ও খ উভয়ই

7. This synonym of 'abandon' is- try

ক) join
খ) Keep
গ) with
ঘ) leave D

8. What is the verb of 'ability'

ক) Ableness
খ) Enable
গ) Ably
ঘ) Able

9. Find the correct spelling:

ক) repitition
খ) repeatition
গ) repetition
ঘ) ropetition

10. ভুল করা মানুষের স্বভাব' বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে-

ক) To err is a human
খ) To err is humans
গ) To err are human
ঘ) To err is human

11. Find the correct spelling:

ক) Leutenant
খ) Leftenant
গ) Lieutenant
ঘ) Leiutenant

12. সংসদে Casting Vote কি ?

ক) সংসদ নেতার ভোট
খ) হুইপের ভোট
গ) স্পিকারের ভোট
ঘ) রাষ্ট্রপতির ভোট

13. জাতীয় শোক দিবস -

ক) ২৬ মার্চ
খ) ১৫ আগস্ট
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ২১ ফেব্রুয়ারি

14. আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়?

ক) 1915
খ) 1919
গ) 1945
ঘ) 1979

15. সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?

ক) কাতার
খ) রাশিয়া
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) সৌদি আরব

16. দুইটি সংখ্যার অনুপাত 7 : 5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যাট দুইটি কত?

ক) ২১,১৫
খ) ৩৫, ২৫
গ) ৪২, ৩০
ঘ) ২৮, ২০

17. ১+৩+৫..... + ১৯ = কত?

ক) 98
খ) 101
গ) 99
ঘ) 100

18. x + y = 7 এবং xy= 12 হলে x³ + y³ এর মান কত?

ক) 91
খ) 81
গ) 101
ঘ) 85

19. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

ক) 4750
খ) 4850
গ) 5030
ঘ) 4950

20. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি, সংখ্যাটি কত?

ক) 36
খ) 25
গ) 47
ঘ) 24

21. ০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

ক) 4185
খ) 4575
গ) 4265
ঘ) 4365

22. ৩০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

ক) 1200
খ) 600
গ) 1000
ঘ) 800

23. ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

ক) 240
খ) 30
গ) 360
ঘ) 480

24. পাখির নীড়ের মত চোখ' বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?

ক) বিষ্ণু
খ) দে অমিয়
গ) চক্রবর্তী সুধীন দত্ত
ঘ) জীবনানন্দ দাস

25. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?

ক) জিহ্বা
খ) শ্বাসনালী
গ) ফুসফুস
ঘ) ওষ্ঠ

26. খনার বচন' এর মূলভাব কি?

ক) শুদ্ধ জীবন যাপন
খ) রীতি সামাজিকমূল্যবোধ
গ) রাষ্ট্র পরিচালনার
ঘ) নীতি লৌকিক প্রণয় সঙ্গীত

27. পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্যের মৌল বিষয় কি?

ক) মুক্তিযুদ্ধ
খ) গৃহযুদ্ধ
গ) বিশ্বযুদ্ধ
ঘ) ভাষা আন্দোলন

28. চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?

ক) সুনীতিকুমার
খ) চট্টোপাধ্যায়
গ) বিধু শেখর শাস্ত্রী
ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

29. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি-

ক) কাহ্নপা
খ) লুইপা
গ) সরহপা
ঘ) শবরপা

30. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক) BEPZA
খ) BIDA
গ) BEZA
ঘ) BAZA

31. সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়?

ক) 101
খ) 100
গ) 102
ঘ) 104

32. ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড়?

ক) অস্ট্রেলিয়া
খ) দক্ষিণ আফ্রিকা
গ) জিম্বাবুয়ে
ঘ) কোনোটিই নয়

33. শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?

ক) বিধ্বস্ত নীলিমা
খ) কালে ধুলোয় খেলা
গ) নিজ বাসভুমে
ঘ) বন্দী শিবির থেকে

34. পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?

ক) আফ্রিকা
খ) উত্তর আমেরিকা
গ) এশিয়া
ঘ) অস্ট্রেলিয়া

35. Everybody likes flower,_______ ?

ক) does he
খ) doesn't
গ) can he
ঘ) don't they

36. I cannot______ to pay such high price

ক) able
খ) but
গ) try
ঘ) afford

37. I congratulated him_________ his success.

ক) for
খ) on
গ) to
ঘ) at

38. Which of the following is an adjective?

ক) or
খ) do
গ) bad
ঘ) there

39. ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম -

ক) 12
খ) 11
গ) 13
ঘ) 10

40. প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?

ক) রুজভেল্ট
খ) লিংকন
গ) উড্রো উইলসন
ঘ) আইসেন হাওয়ার

41. নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?

ক) আমানত গ্রহণ
খ) নোট ছাপানো
গ) ঋণদান
ঘ) মুনাফা অর্জন

42. বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত?

ক) ফেনী
খ) কক্সবাজার
গ) চট্টগ্রাম
ঘ) কওখ

43. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?

ক) চণ্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) রামকৃষ্ণ পরমহংস
ঘ) বিবেকানন্দ

44. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?

ক) রাজা রামমোহন রায়
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

45. স্টপ জেনোসাইড' কার লেখা?

ক) জহির রায়হান
খ) মুনীর চৌধুরী
গ) অমিয় চক্রবর্তী
ঘ) সুকান্ত ভট্টাচার্য

46. বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়

ক) রংপুর
খ) দিনাজপুর
গ) বগুড়া
ঘ) রাজশাহী

47. কে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ নন?

ক) সালাম
খ) জব্বার
গ) বরকত
ঘ) আসাদ

48. কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি?

ক) ভাঙ্গার গান
খ) প্রলয় শিখা
গ) বিষের বাঁশি
ঘ) যুগবাণী

49. সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে'- কার রচনা-

ক) রজনীকান্ত সেন
খ) ইসমাইল হোসেন
গ) সিরাজী কামিনী রায়
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

50. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?

ক) ক্রিয়ারূপ
খ) দীর্ঘ বিশেষ্যের
গ) আধিক্য অনুসর্গ হ্রস্বতর
ঘ) সর্বনাম হ্রস্বতর

51. নিবৃত ও নিভৃত'- শব্দজোড়র মধ্যে মিল কোথায়?

ক) উচ্চারণে
খ) বানানে
গ) অর্থে
ঘ) শব্দশ্রেণিতে

52. Which is a correct sentence?

ক) I shall avail the opportunity.
খ) I shall avail of the opportunity.
গ) I shall avail for the opportunity.
ঘ) I shall avail myself of the opportunity.

53. No article is used before -

ক) a pronoun
খ) a noun
গ) an adjective
ঘ) an adverb

54. He was_______ to die

ক) in
খ) since
গ) from
ঘ) about

55. ডাক্তার ডাক' বাক্যটির ইংরেজি অনুবাদ হবে-

ক) call to doctor
খ) call in a doctor
গ) call in doctor
ঘ) call doctor

56. একটি বর্গক্ষেত্রের এক বাহু ৩০% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?

ক) ৩০%
খ) ৬৯%
গ) ৬০%
ঘ) ৯০%

57. একটি টেলিভিশন ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো?

ক) 54000
খ) 52200
গ) ৫৬,৩২
ঘ) ০ ৫৫,৬৬০

58. He is poor but honest' in this sentence which is conjunction?

ক) poor
খ) honest
গ) but
ঘ) he

59. What does the face 'give in' mean?

ক) Pamphlet
খ) surrender
গ) give away
ঘ) distribute

60. Which of the following spelling is correct?

ক) Awetism
খ) Auotism
গ) Autism
ঘ) Auetism

61. Find the correct sentence:

ক) We write by ink.
খ) We write in ink.
গ) We write with ink.
ঘ) We write to ink.

62. I spent .... with the patient.

ক) sometimes
খ) sometime
গ) some time
ঘ) some times

63. x²- x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?

ক) 3,-4
খ) -3,4
গ) 3,4
ঘ) -3,-4

64. ৩০ লিটার পরিমাণ মিশ্রনণ এসিড ও পানির অনুপাত ৭: ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩: ৭ হবে?

ক) ৩০ লিটার
খ) ৪০ লিটার
গ) ৫০ লিটার
ঘ) ৬০ লিটার

65. সার্বভৌম' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) ষ্ণ + সর্বভূমি
খ) সর্বভূমি + ষ্ণ
গ) সার্বভৌম + ম
ঘ) সার্ব + ভৌম

66. কোনটি পুঁজি সংগ্রহের বহিঃ উৎস?

ক) ব্যাংক ঋণ
খ) শেয়ার ইস্যু
গ) ঋণপত্র ইস্যু
ঘ) বন্ধকী ঋণ

67. সোয়াচ অফ নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?

ক) নাফ নদীতে
খ) যমুনা নদীতে
গ) সন্দ্বীপ চ্যানেলে
ঘ) বঙ্গোপসাগরে

68. একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং তাদের সমষ্টি ৭ ভগ্নাংশটি কত?

ক) ৪/৩
খ) ৩/৪
গ) ৫/৩
ঘ) ৫/৪

69. (∛3×∛3)⁶ = কত?

ক) 12
খ) 48
গ) 36
ঘ) 144

70. 1−¹/ᵪ=3 হলে x²+1/x² এর মান কত?

ক) 5
খ) 10
গ) 9
ঘ) 7
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ