Recent Year : 2024

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন । পররাষ্ট্র মন্ত্রণালয় । সুপারিনটেনডেন্ট (12-02-2024)

উত্তর যাচাই করুন

1. শয়ন' শব্দের প্রকৃতি-প্রত্যয়

ক) শৈ+অন
খ) √শ+অনট
গ) শে+অন
ঘ) শ+য়ন

2. চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?

ক) কাহ্নপা
খ) ভুসুকুপা
গ) লুইপা
ঘ) শবরপা

3. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক) প্রদোষে প্রাকৃতজন
খ) রাইফেল রোটি আওরাত
গ) চিলে কোঠার সেপাই
ঘ) একদা এক রাজ্যে

4. আমার সোনার বাংলা'- কবিতাটিতে সর্বমোট চরণ সংখ্যা-

ক) ১০ টি
খ) ১৫ টি
গ) ২০ টি
ঘ) ২৫ টি

5. কোনটি তৎসম উপসর্গ?

ক) অজ
খ) গর
গ) পরি
ঘ) অ

6. অযান্ত্রিক' এর রচয়িতা কে?

ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) সুবোধ ঘোষ
গ) সমরেশ বসু
ঘ) নরেন্দ্র মিত্র

7. রাজশেখর বসুর ছদ্মনাম কী?

ক) বনফুল
খ) গাজী মিয়া
গ) নীল লোহিত
ঘ) পরশুরাম

8. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?

ক) অহিনকুল সম্বন্ধ
খ) আদায়-কাচকলায়
গ) ঢাকের কাঠি
ঘ) দা-কুমড়া

9. পুঁথিসাহিত্যের লেখক কে?

ক) আব্দুল হাকিম
খ) সৈয়দ হামজা
গ) শাহ মহম্মদ সগীর
ঘ) আলাওল

10. শোকানল' শব্দের যথার্থ ব্যাসবাক্য

ক) শোকের অনল
খ) শোকরূপ অনল
গ) শোকের ন্যায় অনল
ঘ) শোক অনলের ন্যায়

11. কোনটি রাজনৈতিক উপন্যাস?

ক) জাগরী
খ) আরণ্যক
গ) মালঞ্চ
ঘ) যমপুরাণ

12. লোকসাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি?

ক) প্রবাদ
খ) লোকগীতি
গ) ছড়া
ঘ) ভাদুগান

13. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?

ক) গোরা
খ) শেষের কবিতা
গ) নৌকাডুবি
ঘ) চোখের বালি

14. বলার ইচ্ছা' এর এককথায় প্রকাশ -

ক) বিবমিষা
খ) বক্তব্য
গ) বিবক্ষা
ঘ) বিবিক্ষা

15. কোন বানানটি প্রমিত?

ক) শুচিস্মিতা
খ) সুচিষ্মিতা
গ) শুচিষ্মিতা
ঘ) সুচিস্মিতা

16. ক্ষুধার্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) ক্ষুধা+আর্ত
খ) ক্ষুৎ+আর্ত
গ) ক্ষুৎ+ঋত
ঘ) ক্ষুধা+ঋত

17. কোন গ্রন্থটি মালাধর বসু অনুদিত?

ক) হংসদূত
খ) বিদ্যাসুন্দর
গ) নূরনামা
ঘ) ভাগবত

18. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?

ক) সংস্কৃত
খ) ফারসি
গ) হিন্দি
ঘ) ব্রজবুলি

19. অতসী মামী' কোন ধরনের রচনা?

ক) উপন্যাস
খ) কবিতা
গ) নাটক
ঘ) ছোটগল্প

20. কপালকুণ্ডলা' উপন্যাসের নায়কের নাম কী?

ক) জগৎসিংহ
খ) নবকুমার
গ) চন্দ্রশেখর
ঘ) প্রতাপ সিংহ

21. বাহরাম খান' এর উপাধি কোনটি?

ক) কবি কঙ্কণ
খ) পরশুরাম
গ) দৌলত উজির
ঘ) নিজামী

22. কবি আলাওল এর 'পদ্মাবতী' কোন গ্রন্থ থেকে অনূদিত?

ক) মধুমালতী
খ) মৈনাসত
গ) পদুমাবৎ
ঘ) হপ্তপয়কর

23. কথোপকথন' এর রচয়িতা কে?

ক) রামমোহন রায়
খ) উইলিয়াম কেরি
গ) রামরাম বসু
ঘ) গোলকনাথ শর্মা

24. রিকশা' শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক) জাপানি
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) মারাঠি

25. প্রফুল্ল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) বিফুল্ল
খ) বিমর্ষ
গ) বিষাদ
ঘ) কষ্ট

26. The verb form of 'friend' is _

ক) enfriend
খ) friend
গ) diafriend
ঘ) befriend

27. She has _ asleep all the morning.

ক) lay
খ) lain
গ) laid
ঘ) lied

28. He spoke as if he __ it.

ক) knew
খ) were know
গ) would know
ঘ) had known

29. I look forward __ your letter.

ক) to receive
খ) to have received
গ) to be received
ঘ) to receiving

30. Which one is correct?

ক) Pen through the line
খ) Cut the line
গ) Strike the line
ঘ) Chop the line

31. The phrase "french leave' means_

ক) unlicensed leave
খ) authorised leave
গ) leave for visiting France
ঘ) leave for enjoyment

32. He is ___ poetry.

ক) fond to read
খ) fond reading
গ) fond of reading
ঘ) fond with reading

33. Hurry spoils the ____ .

ক) work
খ) meeting
গ) curry
ঘ) fury

34. T. S. Eliot is a ____ poet.

ক) 17th century
খ) 18th century
গ) 19th century
ঘ) 20th century

35. The calender is ____ the wall.

ক) hang on
খ) hung on
গ) hanged on
ঘ) hanged with

36. The salesman said, "Thank you, Sir". The correct form of indirect speech is _

ক) The salesman thanked his customer.
খ) The salesman respectfully thanked the person spoken to.
গ) The salesman said that thank you sir.
ঘ) The salesman addressed the customer 'sir' and thanked him'.

37. Find out the correct spelling?

ক) Indescrition
খ) Indiscretion
গ) Indiscrition
ঘ) Indescretion

38. If I ___ you, I ___ it.

ক) were, would do
খ) was, would do
গ) were, would have done
ঘ) was, would have done

39. Identify the underlined word: Walking is a good excercise.

ক) Noun
খ) Adjective
গ) Verb
ঘ) Adverb

40. William Wordsworth is a poet of _

ক) beauty
খ) love
গ) hope
ঘ) nature

41. Ill news ___ fast.

ক) ran
খ) runs
গ) run
ঘ) us running

42. The adjective form of the word 'width' is _

ক) wide
খ) wider
গ) widen
ঘ) none of them

43. 'Sibling' is a ___ gender.

ক) neuter
খ) masculine
গ) feminine
ঘ) common

44. It is high time we ____ our eating habit.

ক) change
খ) have changed
গ) had changed
ঘ) changed

45. What is the synonym of 'Precarious'?

ক) pre-condition
খ) prune
গ) hazardous
ঘ) incessant

46. Which of the following is correct?

ক) You, she and I were quilty.
খ) I, you and she were quilty
গ) She, you and I was quilty.
ঘ) I, you and she was quilty.

47. You had better ___ the work on time.

ক) done
খ) did
গ) do
ঘ) had done

48. The synonym of 'panacea' is -

ক) remedy
খ) germ
গ) prevention
ঘ) injury

49. He ____ the room just now.

ক) has left
খ) left
গ) was left
ঘ) had left

50. Very few playwrights are as renowned as Shakespeare. Find out of correct comparative form of this statement.

ক) Shakespeare is more renowned than any other playwrights.
খ) Many other playwrights are more renowned than Shakespeare.
গ) Shakespeare is more renowned than very few playwrights.
ঘ) Shakespeare is more renowned than most other playwrights.

51. অগ্নিশ্বর' কোন ফসলের উন্নত জাত?

ক) ধান
খ) কলা
গ) পাট
ঘ) গম

52. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা কত?

ক) ৩,৫০,০০০/- টাকা
খ) ৪,০০,০০০/- টাকা
গ) ৪,৫০,০০০/- টাকা
ঘ) ৫,০০,০০০/- টাকা

53. কোন দেশ বাংলা ভাষাকে তাদের ২য় মাতৃভাষার মর্যাদা দিয়েছে?

ক) কানাডা
খ) সিয়েরা লিওন
গ) হাইতি
ঘ) মালি

54. সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) সিকান্দার আবু জাফর
খ) ফররুখ আহমদ
গ) আহসান হাবীব
ঘ) শামসুর রাহমান

55. স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?

ক) ভুটান
খ) মালদ্বীপ
গ) সিঙ্গাপুর
ঘ) ভ্যাটিকান সিটি

56. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার বাংলা সন ও তারিখ কোনটি?

ক) ১৮ কার্তিক, ১৩১৯ বঙ্গাব্দ
খ) ১৮ ভাদ্র, ১৩১৯ বঙ্গাব্দ
গ) ১৮ কার্তিক, ১৩১৮ বঙ্গাব্দ
ঘ) ১৮ ভাদ্র, ১৩১৮ বঙ্গাব্দ

57. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে রচিত যাত্রাপালার নাম কী?

ক) নিঃসঙ্গ সঙ্গী
খ) নিঃসঙ্গ লড়াই
গ) নিঃসঙ্গ রাত
ঘ) নিঃসঙ্গ রাত্রিবাস

58. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?

ক) দুর্নীতি দমন কমিশন
খ) পাবলিক সার্ভিস কমিশন
গ) নির্বাচন কমিশন
ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

59. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?

ক) সাইবার নিরাপত্তা আইন, ২০২৩
খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
গ) সংবিধান
ঘ) সুপ্রিম কোর্ট

60. মুজিব-ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?

ক) 1971
খ) 1972
গ) 1973
ঘ) 1974

61. সর্ব প্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে?

ক) ইংল্যান্ড
খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স
ঘ) গ্রীস

62. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?

ক) 1972
খ) 1973
গ) 1974
ঘ) 1975

63. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' কোন স্থানে গঠিত হয়?

ক) রোজ গার্ডেন, ঢাকা
খ) বলধা গার্ডেন, ঢাকা
গ) বর্ধমান হাউজ, ঢাকা
ঘ) থিয়েটার রোড, কলকাতা

64. বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহবান, স্থগিত ও ভেঙ্গে দিতে পারেন?

ক) ৬৭ নং
খ) ৭০ নং
গ) ৭১ নং
ঘ) ৭২ নং

65. Voice of the people, Is the voice of God- উক্তিটি কার?

ক) হব্স‌
খ) অষ্টিন
গ) রুশো
ঘ) লক

66. হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে?

ক) 1996
খ) 1997
গ) 1998
ঘ) 1999

67. ৭ আগস্ট, ২০২৩ তারিখে মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে কী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?

ক) ডিজিটাল বাংলাদেশ দিবস
খ) সোফিয়া দিবস
গ) স্মার্ট বাংলাদেশ দিবস
ঘ) জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস

68. ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানী পণ্যের বৃহত্তম বাজার কোন দেশ?

ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স
ঘ) জার্মানী

69. প্রাগৈতিহাসিক যুগে মানুষের অস্তিত্বরক্ষার সংগ্রামের সাথে নিচের কোন খেলাটির উৎপত্তির সম্পর্ক রয়েছে?

ক) দাড়িয়াবান্দা
খ) ডাঙ্গুলি
গ) কাবাডি
ঘ) গোল্লাছুট

70. কোন চুক্তি অনুযায়ী European Economic Community (EEC) গঠিত হয়?

ক) মাস্ট্রিক্ট চুক্তি
খ) প্যারিস চুক্তি
গ) রোম চুক্তি
ঘ) জেনেভা চুক্তি

71. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি?

ক) জাতীয় সংসদ
খ) নির্বাচন কমিশন
গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
ঘ) রাষ্ট্রপতির কার্যালয়

72. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?

ক) ৫ জুন
খ) ৬ জুন
গ) ৭ জুন
ঘ) ৮ জুন

73. কোনটি পৃথিবীর বিশাল আকৃতির শোধনাগার?

ক) বায়ু
খ) মাটি
গ) পানি
ঘ) গাছপালা

74. আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে নিম্নের কোন দেশ তাদের একটি রাস্তার নাম দিয়েছে 'বাংলাদেশ রোড'?

ক) সিয়েরা লিওন
খ) সুদান
গ) আইভরি কোস্ট
ঘ) মালি

75. পরিবেশ রক্ষায় একটি দেশের কত শতাংশ বনভূমি প্রয়োজন?

ক) 0.15
খ) 0.2
গ) 0.25
ঘ) 0.3

76. পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে ছিলেন?

ক) ড. মোহাম্মদ জাফর ইকবাল
খ) অধ্যাপক মোহাম্মদ আলী
গ) অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
ঘ) ড. মোহাম্মদ ইব্রাহীম

77. রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?

ক) হেপারিন
খ) হিস্টামিন
গ) হিমোগ্লোবিন
ঘ) লিম্পোসাইট

78. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?

ক) ৯০ শতাংশ
খ) ৯৪ শতাংশ
গ) ৯৮ শতাংশ
ঘ) ৯৯.৭ শতাংশ

79. বায়ুমন্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান?

ক) অক্সিজেন
খ) হিলিয়াম
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) নাইট্রোজেন

80. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

ক) ইথেন
খ) মিথেন
গ) নাইট্রোজেন
ঘ) অক্সিজেন

81. স্ট্রিট ভাইরাস (Street Virus) কোন রোগের জীবাণুর নাম?

ক) টিটেনাস
খ) রেবিস
গ) হাম
ঘ) কোনটিই নয়

82. সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু কোনটি?

ক) টাইটেনিয়াম
খ) প্লাটিনাম
গ) টাংস্টেন
ঘ) জারকানিয়াম

83. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

ক) ট্রিপসিন
খ) লাইপেজ
গ) টায়ালিন
ঘ) অ্যামাইলেজ

84. গামা রশ্মির চার্জ কোনটি?

ক) ধনাত্বক
খ) ঋণাত্বক
গ) চার্জ নিরপেক্ষ
ঘ) ধনাত্বক ও ঋণাত্বক উভয় ধরণের

85. একজন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৬ রান করেন। তার বাউন্ডারির সংখ্যা কত?

ক) 15
খ) 16
গ) 47
ঘ) 18

86. log₁₀x = -1 হলে x এর মান কত?

ক) 0.1
খ) 0.01
গ) 10000
ঘ) 0.001

87. যদি AB = BC = CA = 10 সে.মি. এবং AD⊥BC হয় তবে AD =কত সে.মি.?

ক) 5√3
খ) 5√5
গ) 75
ঘ) 125

88. 5+8+11+14+...... ধারাটির কত তম পদ 302?

ক) 60 তম পদ
খ) 70 তম পদ
গ) 90 তম পদ
ঘ) 100 তম পদ

89. r ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত?

ক) r²
খ) 2r²
গ) 1/2r²
ঘ) r³

90. যদি x² - y² = 16 এবং x + y > x - y হয়, তবে কোনটি x - y এর সমান হবে?

ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6

91. logₓ1/64=−6 হলে x এর মান কত?

ক) -2
খ) −1/2
গ) 45293
ঘ) 2

92. সারিটি পূর্ণ করুন: ২৭, ৫, ২৫, ৮, ২৩, ১১, ২১ . . . . . . .

ক) ১৫, ২১
খ) ১৪, ১৯
গ) ১৬, ২৩
ঘ) ১২, ১৯

93. x=√2+√3 হলে x³+1/x³ এর মান কত?

ক) 6√2
খ) 18√3
গ) 9√2
ঘ) 8√2

94. পৃথিবীতে একজন লোকের ভর 70 কেজি। চাঁদে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর ১/৬ গুণ। চাঁদে তার ভর কত কেজি?

ক) ১১৪.৩৩ কেজি
খ) ৭০ কেজি
গ) ১১.৬৭ কেজি
ঘ) ৪২০ কেজি

95. (∛3+∛4)⁶ = কত?

ক) 12
খ) 48
গ) 36
ঘ) 144

96. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?

ক) 102
খ) 104
গ) 106
ঘ) 108

97. ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে?

ক) ২৮ ফুট
খ) ৩৬.৮ ফুট
গ) ৪৯.৬ ফুট
ঘ) ৪৬ ফুট

98. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে, ২ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?

ক) 0.25
খ) 0.33333333333333
গ) 0.5
ঘ) 0.66666666666667

99. সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

ক) 10π
খ) 24π
গ) 60π
ঘ) 120π

100. একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?

ক) ৩০°
খ) ১৫°
গ) ২০°
ঘ) ৬০°
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ