Recent Year : 2024

বাংলাদেশ রেলওয়ে । বুকিং সহকারী (24-02-2024)

উত্তর যাচাই করুন

1. নিচের কোন বানানগুচ্ছ সঠিক?

ক) মুহর্মুহ, ব্যাতয়, মৃত্যুত্তীর্ণ
খ) মুহুর্মুহু, ব্যাত্যয়, মৃত্যুত্তীন
গ) মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
ঘ) মূহুর্মুহ, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ

2. কোনটি সুন্দরের সমার্থক নয়-

ক) সুচারু
খ) সুকান্ত
গ) শোভন
ঘ) সুবর্ণ

3. শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কী হয়?

ক) পদ
খ) শব্দমূল
গ) বিভক্তি
ঘ) নির্দেশক

4. বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?

ক) =-র
খ) =-তে
গ) =-কে
ঘ) =-এ

5. মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

ক) মন+ঈষা
খ) মনঃ-ইষা
গ) মনো+ঈষা
ঘ) মনস্+ঈষা

6. কোনটি সাধু ভাষার বৈশিষ্ট নয়?

ক) সাধু ভাষা প্রাচীন
খ) এটি পরিবর্তনশীল
গ) গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী
ঘ) এ ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি

7. ইক' প্রত্যে যুক্ত শব্দ কোনটি?

ক) অরণ্য
খ) বৈদিক
গ) জগন্ময়
ঘ) নাশক

8. ক্ষুদ্রার্থে' নারীবাচক শব্দ কোনটি?

ক) মালিকা
খ) বালিকা
গ) কুমারী
ঘ) নবীনা

9. বরখেলাপ' শব্দে 'বর' কোন ধরণের উপসর্গ?

ক) ফারসি
খ) হিন্দি
গ) আরবি
ঘ) বাংলা

10. কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?

ক) তিনি ছেলেকে পড়াচ্ছেন।
খ) তোমাকে অনেকবার বলেছি।
গ) একি কথা শুনি!
ঘ) তুমি কোন কাননের ফুল?

11. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি।'- উদাহরণটি কোন বাক্যের?

ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য

12. হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ কোনটি?

ক) ক+ষ+ণ
খ) ক+হ+ম
গ) হ্+ম
ঘ) ম+হ

13. রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ কী?

ক) আচমকা বিপদ
খ) সাপকে দড়ি দিয়ে বাঁধা
গ) যাদুকরী বিদ্যা অর্জন করা
ঘ) বিভ্রম

14. চৌহদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

ক) বাংলা+ফারসি
খ) সংস্কৃত-ফারসি
গ) ফারসি+আরবি
ঘ) সংস্কৃত+আরবি

15. কোনটি সঠিক বাক্য?

ক) আপনি সপরিবার আমন্ত্রিত।
খ) আপনি স্বপরিবার আমন্ত্রিত।
গ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
ঘ) আপনি সপরিবারে আমন্ত্রিত।

16. মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কী বলে?

ক) যতি চিহ্ন
খ) ছেদ চিহ্ন
গ) বিরাম চিহ্ন
ঘ) উপরের সবগুলোই

17. কোনটি শূন্য প্রত্যেয়ের শব্দ?

ক) ঘুর্
খ) গুণ
গ) জয়
ঘ) বন্য

18. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

ক) অন্য পদ
খ) উভয়পদ
গ) পরপদ
ঘ) পূর্বপদ

19. যে অন্যের লেখা চুরি করে নিজ নামে চালায়'। তাকে এক কথায় কী বলে?

ক) অর্বাচীন
খ) অন্তরীক্ষ
গ) কুম্ভীলক
ঘ) অনুরঞ্জন

20. কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়?

ক) চিত্রা
খ) সেঁজুতি
গ) সোনারতরী
ঘ) চক্রবাক

21. Hold Water' means-

ক) keep water
খ) drink water
গ) bear examination
ঘ) stopping

22. I opened the door as soon as I _____the bell.

ক) have heard
খ) was hearing
গ) am heard
ঘ) heard

23. Which word is plural?

ক) crisis
খ) criteria
গ) datum
ঘ) syllabus

24. With flying colours' means-

ক) Very successfully
খ) With pomp and ceremony.
গ) With too much pride.
ঘ) Very enthusiastically.

25. This is the book I lost. Here 'I lost' is....

ক) A noun clause
খ) An adverbial clause
গ) An adjective clause
ঘ) Noun of the three

26. A man whose wife had died is called a-

ক) window
খ) widower
গ) spinster
ঘ) bachelor

27. Use of correct article: I saw _____ one eyed man when I was walking.

ক) an
খ) a
গ) the
ঘ) of

28. Correct passive form of... 'Open the Window.' is-

ক) Let open the window.
খ) The window should be opened.
গ) The window must be opened.
ঘ) Let the window be opened.

29. Choose the right form of verb: I cannot help... it.

ক) done
খ) did
গ) too do
ঘ) doing

30. He has learnt the poem... heart. ফাঁকা স্থানে কোনটি বসবে?

ক) with
খ) in
গ) by
ঘ) at

31. Only... people are .... after death.

ক) vicious, condemned
খ) visible, forgsillian
গ) virtuous, remembered
ঘ) virulent, gratified

32. My uncle arrived while I .... the dinner.

ক) would cook
খ) has cooked
গ) cooked
ঘ) was cooking

33. Choose the correctly spelled word?

ক) Cornel
খ) Secretary
গ) Greatful
ঘ) Varity

34. Art : Culture : : Training : ?

ক) Expert
খ) Skill
গ) Education
ঘ) Extension

35. It is beyond doubt that he is a brave man. (make it simple)

ক) It is doubtless that he is a brave man.
খ) There is no doubt that he is a brave man.
গ) Undoubtedly he is a brave man.
ঘ) He is a brave man and there is no doubt about it.

36. Which 'better' is an adverb?

ক) I have a better Plan.
খ) People are better educated now.
গ) I expected better of him.
ঘ) Try to better your lot.

37. John Keats is a ... poet.

ক) Modern
খ) Romantic
গ) Victorian
ঘ) None of these

38. Synonym of 'limpid' is-

ক) transparent
খ) dark
গ) shallow
ঘ) moist

39. The noun form of 'broad' is-

ক) broadly
খ) breath
গ) broaden
ঘ) breadth

40. By and large' এর বাংলা অর্থ হলো-

ক) সবচেয়ে বড়
খ) মোটের ওপর
গ) বদৌলতে
ঘ) বৃহৎ

41. কারাগারের রোজনামচা' গ্রন্থে বঙ্গবন্ধু কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন?

ক) ১৯৬৯-১৯৭১
খ) ১৯৭০-১৯৭১
গ) ১৯৬৬-১৯৬৮
ঘ) ১৯৬২-১৯৬৮

42. কোনটি বাংলাদেশের সাংবিধানিক পদ নয়?

ক) প্রধান নির্বাচন কমিশনার
খ) চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
ঘ) কম্প্রোটার ও অডিটর জেনারেল

43. নিচের কোন দেশে কোন নদী নেই?

ক) নামিবিয়া
খ) সৌদি আরব
গ) মিশর
ঘ) মিয়ানমার

44. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধি কোন জেলায়-

ক) নারায়ণগঞ্জ
খ) চট্টগ্রাম
গ) রাঙ্গামাটি
ঘ) কুমিল্লা

45. ওঁরাও' জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?

ক) রাজশাহী-দিনাজপুর
খ) বরগুনা-পটুয়াখালী
গ) রাঙামাটি-বান্দরবান
ঘ) সিলেট-হবিগঞ্জ

46. কোনটি বলকান রাষ্ট্র নয়?

ক) বসনিয়া
খ) ডেনমার্ক
গ) আলবেনিয়া
ঘ) সার্বিয়া

47. ইকারুস' ভাস্কর্যের ভাস্কর কে?

ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি
খ) হেনরি ম্যুর
গ) নভেরা আহমেদ
ঘ) শামীম শিকদার

48. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

49. ঢাকা গেট' কে নির্মাণ করেন?

ক) শায়েস্তা খান
খ) মীর জুমলা
গ) ইসলাম খান
ঘ) খিজির হায়াত

50. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?

ক) ৫১৩৮ কি.মি.
খ) ৪৩৭১ কি.মি.
গ) ৪১৫৬ কি.মি.
ঘ) ৩৯৭ কি.মি.

51. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশযানে উৎক্ষেপণ করা হয়?

ক) ফ্যালকন-৫
খ) ফ্যালকন-৯
গ) ফ্যালকন-১০
ঘ) কোনোটিই নয়

52. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

ক) পূর্ববঙ্গ ও বিহার
খ) পূর্ববঙ্গ ও আসাম
গ) পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ

53. Blue Economy' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

ক) সবুজ বিপ্লব
খ) নীল চাষ
গ) বৃক্ষমেলা
ঘ) সমুদ্র অর্থনীতি

54. নাথুলা পাস' কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?

ক) ভারত-চীন
খ) ভারত-নেপাল
গ) ভারত-ভুটান
ঘ) ভারত-মিয়ানমার

55. সূর্য হতে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় আলো আসে?

ক) পরিবহন
খ) পরিচালন
গ) বিকিরণ
ঘ) প্রতিফলন

56. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

ক) ৬৪ ব:মি:
খ) ১৬ ব:মি:
গ) ৬৪√৩ বঃমিঃ
ঘ) ৩২ ব:মি:

57. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য-

ক) √২ মিটার
খ) ২√২ মিটার
গ) 0 মিটার
ঘ) ৫√২ মিটার

58. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

ক) 60
খ) 50
গ) 62
ঘ) 64

59. 9^x + 9^x + 9^x = কত?

ক) 27^x
খ) 9^x
গ) 3x^3
ঘ) 2^x+1

60. যদি (125)^2x+3=5^3x+6 হয়, তবে x এর মান কত?

ক) -2
খ) 2
গ) -1
ঘ) 1

61. ১০ জন পুরুষ দিনে ৬ ঘণ্টা কাজ করে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। একই কাজ ১২ জন পুরুষ ১০ দিনে শেষ করতে সর্বমোট কত ঘণ্টা কাজ করতে হবে?

ক) ৭ ঘণ্টা
খ) ৮ ঘণ্টা
গ) ১২০ ঘণ্টা
ঘ) ৭০ ঘণ্টা

62. দু'টি সংখ্যার গ.সা.গু ১৫। একটি সংখ্যা ১০৫। সংখ্যা দু'টির ল.সা.গু ৪২০। অপর সংখ্যাটি কত?

ক) 55
খ) 60
গ) 62
ঘ) 65

63. ৬০ মিটার একটি রশিকে ৩ : ৭: ১০ অনুপাতে ভাগ করলে দৈর্ঘ্যে মধ্যম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?

ক) ২১ মিটার
খ) ৩০ মিটার
গ) ৯ মিটার
ঘ) ২০ মিটার

64. ২/৫ এর ২৫% সমান কত?

ক) 0.3
খ) 0.2
গ) 0.4
ঘ) 0.1

65. একটি ঘরের ৩টি দরজা এবং ৬টি জানালা আছে। প্রত্যেকটি দরজা ২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া, প্রত্যেক জানালা ১.২৫ মিটার লম্বা এবং ১ মিটার চওড়া। ঐ ঘরের দরজা জানালা তৈরি করতে ৫ মিটার লম্বা ও ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন?

ক) ৫টি
খ) ১০টি
গ) ১৫টি
ঘ) ৬টি

66. একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হল তার দেড়গুণ কট আউট হল এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হল। এ দলের কতজন কট আউট হল?

ক) ৪ জন
খ) ২ জন
গ) ৩ জন
ঘ) ৫ জন

67. 1+2+3+ . . . . . . . +98 +99+100=?

ক) 5000
খ) 5050
গ) 10000
ঘ) 2500

68. 3^x/3^x−1 এর মান কত?

ক) 2
খ) 1
গ) 3
ঘ) 0

69. x²-y²+2y-1 এর একটি উৎপাদক x+y-1 হলে অপর উৎপাদক কত?

ক) x-y+1
খ) x+y+1
গ) x-y-1
ঘ) x-y

70. একটি বৃত্তের ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে r+n করলে বৃত্তের ক্ষেত্রফল 4 গুণ হয়। r এর মান কত?

ক) n/2
খ) n
গ) 2n
ঘ) 3n
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ