বাংলাদেশ রেলওয়ে । বুকিং সহকারী (24-02-2024)
উত্তর যাচাই করুন
1. নিচের কোন বানানগুচ্ছ সঠিক?
2. কোনটি সুন্দরের সমার্থক নয়-
3. শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কী হয়?
4. বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?
5. মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
6. কোনটি সাধু ভাষার বৈশিষ্ট নয়?
7. ইক' প্রত্যে যুক্ত শব্দ কোনটি?
8. ক্ষুদ্রার্থে' নারীবাচক শব্দ কোনটি?
9. বরখেলাপ' শব্দে 'বর' কোন ধরণের উপসর্গ?
10. কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?
11. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি।'- উদাহরণটি কোন বাক্যের?
12. হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ কোনটি?
13. রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ কী?
14. চৌহদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
15. কোনটি সঠিক বাক্য?
16. মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কী বলে?
17. কোনটি শূন্য প্রত্যেয়ের শব্দ?
18. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
19. যে অন্যের লেখা চুরি করে নিজ নামে চালায়'। তাকে এক কথায় কী বলে?
20. কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়?
21. Hold Water' means-
22. I opened the door as soon as I _____the bell.
23. Which word is plural?
24. With flying colours' means-
25. This is the book I lost. Here 'I lost' is....
26. A man whose wife had died is called a-
27. Use of correct article: I saw _____ one eyed man when I was walking.
28. Correct passive form of... 'Open the Window.' is-
29. Choose the right form of verb: I cannot help... it.
30. He has learnt the poem... heart. ফাঁকা স্থানে কোনটি বসবে?
31. Only... people are .... after death.
32. My uncle arrived while I .... the dinner.
33. Choose the correctly spelled word?
34. Art : Culture : : Training : ?
35. It is beyond doubt that he is a brave man. (make it simple)
36. Which 'better' is an adverb?
37. John Keats is a ... poet.
38. Synonym of 'limpid' is-
39. The noun form of 'broad' is-
40. By and large' এর বাংলা অর্থ হলো-
41. কারাগারের রোজনামচা' গ্রন্থে বঙ্গবন্ধু কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন?
42. কোনটি বাংলাদেশের সাংবিধানিক পদ নয়?
43. নিচের কোন দেশে কোন নদী নেই?
44. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধি কোন জেলায়-
45. ওঁরাও' জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
46. কোনটি বলকান রাষ্ট্র নয়?
47. ইকারুস' ভাস্কর্যের ভাস্কর কে?
48. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
49. ঢাকা গেট' কে নির্মাণ করেন?
50. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
51. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশযানে উৎক্ষেপণ করা হয়?
52. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
53. Blue Economy' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
54. নাথুলা পাস' কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
55. সূর্য হতে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় আলো আসে?
56. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
57. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য-
58. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
59. 9^x + 9^x + 9^x = কত?
60. যদি (125)^2x+3=5^3x+6 হয়, তবে x এর মান কত?
61. ১০ জন পুরুষ দিনে ৬ ঘণ্টা কাজ করে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। একই কাজ ১২ জন পুরুষ ১০ দিনে শেষ করতে সর্বমোট কত ঘণ্টা কাজ করতে হবে?
62. দু'টি সংখ্যার গ.সা.গু ১৫। একটি সংখ্যা ১০৫। সংখ্যা দু'টির ল.সা.গু ৪২০। অপর সংখ্যাটি কত?
63. ৬০ মিটার একটি রশিকে ৩ : ৭: ১০ অনুপাতে ভাগ করলে দৈর্ঘ্যে মধ্যম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
64. ২/৫ এর ২৫% সমান কত?
65. একটি ঘরের ৩টি দরজা এবং ৬টি জানালা আছে। প্রত্যেকটি দরজা ২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া, প্রত্যেক জানালা ১.২৫ মিটার লম্বা এবং ১ মিটার চওড়া। ঐ ঘরের দরজা জানালা তৈরি করতে ৫ মিটার লম্বা ও ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন?
66. একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হল তার দেড়গুণ কট আউট হল এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হল। এ দলের কতজন কট আউট হল?
67. 1+2+3+ . . . . . . . +98 +99+100=?
68. 3^x/3^x−1 এর মান কত?
69. x²-y²+2y-1 এর একটি উৎপাদক x+y-1 হলে অপর উৎপাদক কত?
70. একটি বৃত্তের ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে r+n করলে বৃত্তের ক্ষেত্রফল 4 গুণ হয়। r এর মান কত?