Recent Year : 2024

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অপারেটর (23-03-2024)

উত্তর যাচাই করুন

1. মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব' কাব্য একটি-

ক) পত্রকাব্য
খ) খণ্ড কবিতার সংকলন
গ) মহাকাব্য
ঘ) কাহিনী কাব্য

2. নিচের কোনটি উপন্যাস?

ক) মানবজমিন
খ) গোজীবন
গ) মানবজীবন
ঘ) আমলার মামলা

3. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?

ক) অগ্নিসাক্ষী
খ) আরেক ফাল্গুন
গ) চিলেকোঠার সেপাই
ঘ) অনেক সূর্যের আশা

4. একাত্তরের বিজয়গাঁথা' কার লেখা?

ক) অ্যান্থনি মাসকারেনহাস
খ) আবদুল গাফফার চৌধুরী
গ) মেজর রফিকুল ইসলাম
ঘ) রাবেয়া খাতুন

5. কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়?

ক) বাংলা টেলিভিশনে
খ) কেন্দ্রীয় শহীদ মিনারে
গ) রমনা বটমূলে
ঘ) ঢাকা কেন্দ্রীয় কারাগারে

6. শুদ্ধ বানান কোনটি?

ক) আনুসঙ্গিক
খ) অনুষঙ্গিক
গ) আনুষঙ্গিক
ঘ) আনুষঙ্গিক

7. প্রত্যেক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) প্র+এক
খ) প্রত+এক
গ) প্রতি+এক
ঘ) প্রতি+ক

8. কোনটি 'লবণ' এর সন্ধি বিচ্ছেদ?

ক) ল+অণ
খ) লো+অণ
গ) লে+অন
ঘ) ল+বন্

9. বাক্য গঠনের উপাদান হলো-

ক) পদ
খ) সমাস
গ) প্রত্যয়
ঘ) ক্রিয়া

10. নিচের কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ?

ক) কালো মেঘ
খ) চৌকস লোক
গ) নীল আকাশ
ঘ) ভাজা মাছ

11. মানুষ হও' বাক্যটিতে রয়েছে-

ক) অনুনয়
খ) আদেশ
গ) অনুরোধ
ঘ) উপদেশ

12. বল বীর বল উন্নত মম শির' বাক্যটি কি?

ক) আদেশসূচক
খ) প্রশ্নসূচক
গ) বিস্ময়সূচক
ঘ) উপদেশসূচক

13. চুলা' কোন ভাষার শব্দ?

ক) আরবি
খ) মুণ্ডারি
গ) তামিল
ঘ) ওলন্দাজ

14. কোনটি ফারসি শব্দ?

ক) চাবি
খ) চাকর
গ) চশমা
ঘ) চাহিদা

15. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-

ক) প্রত্যয়
খ) ক্রিয়া
গ) সর্বনাম
ঘ) প্রকৃতি

16. চোর' শব্দের সাথে 'আ' প্রত্যয় যুক্ত হলে কি হয়?

ক) শ্রদ্ধা
খ) সাদৃশ্য
গ) সামীপ্য
ঘ) অবজ্ঞা

17. সে' কোন পুরুষ?

ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) প্রথম পুরুষ
ঘ) নাম পুরুষ

18. ষোলকলা' অর্থ-

ক) একটাকা
খ) সম্পূর্ণ
গ) সুন্দর কলা
ঘ) ষোলটি কলা

19. Forgery' শব্দের বাংলা পরিভাষা-

ক) জালিয়াতি
খ) দালালি
গ) ফৌজদারি
ঘ) বলপ্রয়োগকারী

20. নৈসর্গিক' এর বিপরীত শব্দ কি?

ক) প্রাকৃতিক
খ) কৃত্রিম
গ) রাত্রিকালীন
ঘ) বিবাদকালীন

21. Which word is adjective?

ক) Crime
খ) Miser
গ) Special
ঘ) Laugh

22. Conjunction কোনটি?

ক) the
খ) is
গ) up
ঘ) and

23. Which one is common noun?

ক) Infant
খ) Salt
গ) Studentship
ঘ) Army

24. Which one is adverb?

ক) Slow
খ) Slowly
গ) Weak
ঘ) Weakness

25. Cricket enjoys a huge ______ in Bangladesh

ক) follow on
খ) following
গ) follow
ঘ) fall out

26. I heard the baby ____ for his food.

ক) cry
খ) was crying
গ) ringing
ঘ) rong

27. The plural number of 'Bureau'-

ক) Bureax
খ) Bureaus
গ) Buraes
ঘ) Bureas

28. At last the beast in him got ____ upper hand.

ক) the
খ) none
গ) an
ঘ) a

29. Why are you so angry ____?

ক) about
খ) at
গ) with
ঘ) for

30. Our examination will start ______ Saturday next.

ক) in
খ) on
গ) at
ঘ) for

31. Stay here until I ______.

ক) do not return
খ) not return
গ) return
ঘ) should return

32. Choose the correct sentence.

ক) He has come home yesterday.
খ) He comes home yesterday.
গ) He will come home yesterday.
ঘ) He came home yesterday.

33. For good’ means-

ক) for betterment
খ) permanently
গ) in future
ঘ) for the time being

34. The adjective of 'energy' is-

ক) energetic
খ) energis
গ) energiful
ঘ) energic

35. Which of the following words is an adverb?

ক) Quickly
খ) Sly
গ) Quicker
ঘ) Quickest

36. The boys played football _____the rain.

ক) under
খ) in
গ) amidst
ঘ) during

37. Early rising is beneficial ____ health.

ক) for
খ) to
গ) on
ঘ) of

38. What is the noun of 'Accept'?

ক) Acceptably
খ) Acceptance
গ) Accepted
ঘ) Acceptable

39. The opposite of 'TRICKY' is-

ক) expert
খ) easy
গ) awkward
ঘ) difficult

40. Pass away’ means-

ক) disappear
খ) die
গ) erase
ঘ) fall

41. রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য'-এই মামলা থেকে ১৯৬৯ সালের কত তারিখে পাকিস্থান সরকার জাতির পিতাকে মুক্তি দিতে বাধ্য হয়?

ক) ২২ জানুয়ারি
খ) ২২ ফেব্রুয়ারি
গ) ২২ মার্চ
ঘ) ২২ এপ্রিল

42. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়লাভ করেছিল?

ক) 167
খ) 172
গ) 230
ঘ) 255

43. পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে?

ক) 1952
খ) 1956
গ) 1962
ঘ) 1969

44. কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে গণহত্যার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?

ক) হেজেল হাম্ব
খ) মার্ক টালি
গ) সাইমন ড্রিং
ঘ) অ্যান্থনি মাসকারেনহাস

45. মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

ক) লন্ডন
খ) ম্যানচেষ্টার
গ) প্যারিস
ঘ) নিউইয়র্ক

46. বিবিএস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত শতাংশ?

ক) 18
খ) 18.3
গ) 18.5
ঘ) 18.7

47. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়েছে

ক) 15
খ) 16
গ) 17
ঘ) 18

48. ব্রাজিলের মুদ্রার নাম কী?

ক) লিরা
খ) পাউন্ড
গ) পেসো
ঘ) রিয়াল

49. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?

ক) মৌলভীবাজার
খ) সিলেট
গ) পঞ্চগড়
ঘ) হবিগঞ্জ

50. চির শান্তির শহর' কোনটি?

ক) হেলসিংকি
খ) রোম
গ) মিলান
ঘ) জেনেভা

51. ২০২৪ সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি?

ক) জাপান
খ) নরওয়ে
গ) ভুটান
ঘ) ফিনল্যান্ড

52. এই বছরে ১ জুলাইয়ের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকৃত শিক্ষকরা কোন সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন?

ক) প্রত্যয়
খ) প্রগতি
গ) প্রবাস
ঘ) সুরক্ষা

53. রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন?

ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6

54. স্কাইট্র্যাক্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?

ক) চাঙ্গি
খ) নারিতা
গ) ইনচন
ঘ) জুরিখ

55. বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে ঢাকা কততম দূষিত নগরী ছিল?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

56. আজকে বাংলা মাসের কত তারিখ?

ক) ৯ চৈত্র ১৪৩০
খ) ৯ ফাল্গুন ১৪২৯
গ) ১০ চৈত্র ১৪৩০
ঘ) ১১ চৈত্র ১৪২৯

57. কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে?

ক) 9500
খ) 10200
গ) 10700
ঘ) 11300

58. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?

ক) ৫ম
খ) ৬ষ্ঠ
গ) ৭ম
ঘ) ৮ম

59. বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?

ক) নিউইয়র্ক
খ) ম্যানিলা
গ) ঢাকা
ঘ) করাচি

60. লিওনেল মেসি কত বার বিশ্ব ফুটবলের গৌরবময় পুরস্কার ব্যালন ডি'অর লাভ করেন?

ক) 6
খ) 7
গ) 8
ঘ) 9

61. সমুদ্রে পানির গভীরতা মাপার একক-

ক) ফুট
খ) মিটার
গ) ফ্যাদম
ঘ) কিলোঘণ্টা

62. এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?

ক) 1
খ) 10
গ) 1
ঘ) 9

63. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?

ক) 0.009
খ) 0.0002
গ) 0.0008
ঘ) 0.004

64. ৩, ৪ এবং ৫ এর গ.সা.গু কোনটি?

ক) 2
খ) 1
গ) 3
ঘ) 5

65. ২০টি কমলার ২০% পচা হলে ভাল কমলার সংখ্যা-

ক) ১০টি
খ) ১৫টি
গ) ১৬টি
ঘ) ৫টি

66. বার্ষিক ১০% মুনাফার ১০,০০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা?

ক) 2500
খ) 3000
গ) 5000
ঘ) 4000

67. ৩ : ৫ এর দ্বিগুণানুপাত কত?

ক) ১৫ : ২৫
খ) ২ : ৪
গ) ৬ : ১
ঘ) ৯ : ২৫

68. ক্রয়মূল্য C টাকা ও বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা-

ক) C + P
খ) C-P
গ) P-C
ঘ) P + C

69. ১ ডজন কলার দাম ৪ টাকা হলে ৭২টি কলার দাম কত টাকা?

ক) 42
খ) 24
গ) 18
ঘ) 81

70. কোন একটির অসম্ভব ঘটনার সম্ভাবনা কত?

ক) 0
খ) 1
গ) 50
ঘ) 100

71. A, B, C বর্ণের ৩টিই বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?

ক) 3
খ) 6
গ) 9
ঘ) 12

72. ৯, ০, ৭, ৮ এর গড় কত?

ক) 8
খ) 2
গ) 4
ঘ) 6

73. ১ হতে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

ক) 10
খ) 20
গ) 5
ঘ) 15

74. x + y এর সাথে y - z যোগ করুন।

ক) xy
খ) xyz
গ) x + 2y - z
ঘ) x - zy

75. যদি x = -3 এবং y = 2 হয় তবে xy² = কত?

ক) 6
খ) 20
গ) -18
ঘ) -12

76. x² - 13x - 48 এর একটি উৎপাদক...।

ক) x + 5
খ) x - 9
গ) x + 7
ঘ) x + 3

77. (৭ + ক) ×৩ = ৩০ হলে 'ক' এর মান কত?

ক) 10
খ) 13
গ) 3
ঘ) 21

78. G + H = 10 এবং G - H = 4 হলে H এর মান কত?

ক) 14
খ) 3
গ) 6
ঘ) 25

79. log₂8 = কত?

ক) 3
খ) 4
গ) 6
ঘ) 16

80. ১৫০° কোণটি হলো.

ক) স্থূল কোণ
খ) সমকোণ
গ) বিপরীত কোণ
ঘ) বিপ্রতিক কোণ
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ