পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. || সহকারী প্রকৌশলী / ব্যবস্থাপক (29-03-2024)
উত্তর যাচাই করুন
1. মীর মশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' একটি-
2. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
3. কিন্ডারগার্টেন' কোন ভাষার শব্দ?
4. ইতর-বিশেষ' বলতে বুঝায়-
5. বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন?
6. যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না-
7. Lyric' শব্দের প্রতিশব্দ-
8. বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে-
9. ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' চরণের রচয়িতা-
10. সতীময়না ও লোরচন্দ্রনী' কার লেখা?
11. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক-
12. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
13. সপ্তাহ' কোন সমাস?
14. তামার বিষ' অর্থ কী?
15. যে নারীর স্বামী বিদেশে থাকে-
16. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
17. কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি'- কার লেখা?
18. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান-
19. কোনটি রূঢ়ি শব্দ?
20. দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে' কোন কারকে কোন বিভক্তি?
21. Who is the author of the drama 'You never can tell'?
22. Shakespeare was born in the year-
23. Romantic period of English literature-
24. The Sun Also Rises' is written by
25. What is an Epic?
26. Who is 'Poet of Nature'?
27. Who was both a poet & painter?
28. The very first English Dictionary was compiled by -
29. There is _____ milk in the bottle.
30. Cut and dry’ means -
31. They went ___ the rain.
32. What is the antonym of ‘famous’?
33. What is the synonym of 'bona fide'?
34. What is the plural number of ‘Ovum’?
35. Come to light' means?
36. Which one is correct?
37. The word 'precedence' means
38. A clause must have-
39. Credit Tk 6000 ______ my account
40. Masculine gender of ‘deer’
41. বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
42. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি?
43. বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
44. বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি?
45. বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল?
46. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
47. ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
48. বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত?
49. শহীদ আসাদ দিবস কোনটি?
50. বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
51. ওআইসি'র কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
52. ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে-
53. জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
54. দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে?
55. বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি?
56. সর্বশেষ বিশ্বশান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
57. এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
58. শীতল মরুভূমি কোনটি?
59. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?
60. পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?
61. একটি কম্পিউটারের আইকিউ কত?
62. 3 ইনপুট বিশিষ্ট NAND গেট এর একটি ইনপুট হলে আউটপুট কত?
63. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-
64. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
65. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
66. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
67. বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি?
68. কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?
69. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
70. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম?
71. কোন বোমায় মানুষ মরে, কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না?
72. একটি ষড়ভুজের বাহুগুলিকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণসমূহের সমষ্টি কত?
73. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ১ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
74. secA + tanA = 5/2 হলে secAtanA = ?
75. মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় ২.৫ বছর বেশি। পিতার বয়স ৫০ বছর হলে মাতার বয়স কত?
76. সাড়ে ছয়টার সময় ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
77. দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬। এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুইটির যোগফল কত?
78. কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হয়?
79. ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
80. একটি বানর তৈলাক্ত বাঁশ বেয়ে ১ মিনিটে ৪ ফুট উঠে, পরের মিনিটে ১ ফুট নামে। এক ক্ষেত্রে ২২ ফুট লম্বা বাঁশের শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে?