Recent Year : 2024

কারা অধিদপ্তর || কারারক্ষী ও মহিলা কারারক্ষী (19-04-2024)

উত্তর যাচাই করুন

1. আমি লিখতে জানি- বাক্যটির ইংরেজি হবে-

ক) I know to write
খ) I learn to write
গ) I know how to write
ঘ) I learned to write

2. We should abstain____somking.

ক) of
খ) for
গ) about
ঘ) from

3. What is the time_____your watch?

ক) at
খ) in
গ) by
ঘ) with

4. I have no pen to write-

ক) by
খ) on
গ) at
ঘ) with

5. কোনটি সঠিক বানান?

ক) Phycology
খ) Psychology
গ) Sycology
ঘ) Cycology

6. What is place of work! এটি কি ধরনের Sentence?

ক) Imperative
খ) Optative
গ) Affirmative
ঘ) Exclamatory

7. Passive form of 'Do the work' is-

ক) The work should be done.
খ) Let the work be done.
গ) Let work has to be done .
ঘ) Let the work to be done.

8. Choose the correct spelling.

ক) Accessories
খ) Acessories
গ) Accessories
ঘ) Accesorys

9. Ambition' এর সমার্থক শব্দ কোনটি?

ক) Indifference
খ) Desire
গ) Aimlessness
ঘ) Purpose

10. Household শব্দের অর্থ কি?

ক) ঘর-বাড়ি
খ) বসতবাড়ি
গ) খানা
ঘ) উঠান

11. নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) নৌ+ইক
খ) নৈ+ইক
গ) না+বিক
ঘ) নাবি++ইক

12. চর্যাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় কত সালে?

ক) 1916
খ) 1906
গ) 1907
ঘ) 1904

13. চন্দ্রমুখ' কোন প্রকারের কর্মধারয় সমাস?

ক) উপমান
খ) রূপক
গ) মধ্যপদলোপী
ঘ) উপমিত

14. যে নারীর পতি নেই, পুত্রও নেই- এক কথায় প্রকাশ করলে কী হবে?

ক) বিধবা
খ) কাকবন্ধ্যা
গ) অবীরা
ঘ) পতিপুত্রহীনা

15. শুদ্ধ বানান কোনটি?

ক) মুমূর্ষু
খ) মূমুর্ষ
গ) মুমুর্ষু
ঘ) মূমুর্ষু

16. পত্নী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) আত্মজা
খ) জায়া
গ) তনয়া
ঘ) দুহিতা

17. দেনা পাওনা' উপন্যাসটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যয়
ঘ) প্রমথ চৌধুরী

18. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?

ক) ধ্বনি
খ) বর্ণ
গ) শব্দ
ঘ) অক্ষর

19. বাংলা সাহিত্যের গদ্যের জনক কে?

ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) বড়ু চন্ডীদাস
গ) দীনেশচন্দ্র সেন
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

20. ভোরের পাখি' কার উপাধি?

ক) কালীপ্রসন্ন সিংহ
খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) মালাধর বসু
ঘ) বিহারীলাল চক্রবর্তী

21. বঙ্গবন্ধু টানেল এর দৈর্ঘ্য কত কি.মি.?

ক) 2.45
খ) 3.4
গ) 3.32
ঘ) 3.45

22. মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি?

ক) ১১ নং
খ) ২ নং
গ) ১০ নং
ঘ) ৫ নং

23. সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত?

ক) উত্তর আমেরিকা
খ) এশিয়া
গ) ইউরোপ
ঘ) আফ্রিকা

24. মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?

ক) গণভবন
খ) বঙ্গভবন
গ) রাষ্ট্রপতি ভবন
ঘ) উত্তরা ভবন

25. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক) 1972
খ) 1973
গ) 1976
ঘ) 1974

26. ৪০ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয়মূল্যের ১/৪ অংশ লাভ হবে?

ক) ১৫%
খ) ২০%
গ) ২৫%
ঘ) ৩০%

27. ০.১২ + ৩.০২ + ২.৮ = ?

ক) 0.594
খ) 0.594
গ) 6.04
ঘ) 5.94

28. ১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই কাজ করলে ১৮ জনের কাজটি কত দিনে করতে পারবে?

ক) ৯ দিন
খ) ৬ দিন
গ) ১২ দিন
ঘ) ১৮ দিন

29. ১৫, ২০, ২৫ এর ল.সা.গু কত হবে?

ক) 100
খ) 200
গ) 250
ঘ) 300

30. একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৬ মিটার ও উচ্চতা ৪ মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

ক) ১২ বর্গমিটার
খ) ৬ বর্গমিটার
গ) ১২ মিটার
ঘ) ৬ ঘনমিটার

31. একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী হবে?

ক) ৯০°
খ) ২১০°
গ) ১৮০°
ঘ) ৩৬০°

32. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ?

ক) সমকোণ
খ) স্থূলকোণ
গ) সরলকোণ
ঘ) সূক্ষকোণ

33. a + b = ৪ এবং ab = 15 হলে, a+b এর মান কত?

ক) 36
খ) 32
গ) 34
ঘ) 42

34. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। এর প্রস্থ 5 মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?

ক) 20
খ) 15
গ) 30
ঘ) 21

35. 9a³b²c², 12a²bc ও 15ab³c³ এর গ.সা.গু কত?

ক) 3a³bc
খ) 3a³b²c²
গ) 3abc²
ঘ) 3abc
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ