Recent Year : 2024

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || ড্রাইভার/মোটর পরিবহন চালক (20-04-2024)

উত্তর যাচাই করুন

1. বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা?

ক) সুকুমার রায়
খ) সত্যজিত রায়
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) ফররুখ আহমদ

2. ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কোনটি?

ক) বিশেষভাবে বিভাজন
খ) বিশেষভাবে বিয়োজন
গ) বিশেষভাবে সংযোজন
ঘ) বিশেষভাবে বিশ্লেষণ

3. অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?

ক) সাধু
খ) চলিত
গ) প্রাকৃত
ঘ) কোনোটিই নয়

4. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ' এর ব্যবহার হয়েছে

ক) কল্যাণ
খ) প্রবণ
গ) নিক্কণ
ঘ) বিপণি

5. কোনটি স্ত্রীবাচক শব্দ?

ক) মায়াবী
খ) যোগী
গ) বৈষ্ণবী
ঘ) দুঃখী

6. পুষ্প' শব্দের বহুবচন কী?

ক) ফুলকুড়ি
খ) ফুলকলি
গ) ফুলকুমার
ঘ) কোনোটিই নয়

7. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে?

ক) ২১টি
খ) ১০০টি
গ) ২০০টি
ঘ) ৩০০টি

8. তিনি বাড়ি নেই'-কোন কারক?

ক) কর্ম
খ) অধিকরণ
গ) বেশী
ঘ) মধ্যম

9. কোনটি বাংলা ধাতু?

ক) লোহা
খ) লক্কর
গ) কহ্
ঘ) ঝক্কর

10. মাথা ব্যাথা' শব্দ দুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সততা
খ) শুদ্ধাচার
গ) পারদর্শীতা
ঘ) আগ্রহ

11. ইংরেজিতে Parts of Speech কয়টি?

ক) 2
খ) 4
গ) 8
ঘ) 12

12. A, An, The -এগুলোকে কি বলা হয়?

ক) Article
খ) Tense
গ) Number
ঘ) Gender

13. Cock-এর স্ত্রীলিঙ্গ কি?

ক) Cuckoo
খ) Hen
গ) Crow
ঘ) Deer

14. ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত-বাক্যটির ইংরেজি রূপ কি?

ক) The Dhaka stand on Buriganga.
খ) Dhaka stands on the Buriganga.
গ) Dhaka has standed on Buriganga.
ঘ) The Dhaka was standed on the Buriganga.

15. I eat rice -এই বাক্যটির Passive voice কি?

ক) I was eating rice.
খ) Rice was eaten by me.
গ) I am eating rice
ঘ) Rice is eaten by me.

16. t has been raining cats and dogs -বাক্যটির বাংলা অর্থ কি?

ক) দ্রুত বৃষ্টি হচ্ছে
খ) মুষলধারে বৃষ্টি হচ্ছে
গ) বজ্রসহ বৃষ্টি হচ্ছে
ঘ) আকাশ মেঘে ঢেকে গেছে

17. Tense শব্দটির অর্থ কি?

ক) বিশেষ্য
খ) ক্রিয়া
গ) সর্বনাম
ঘ) অব্যয়

18. BRTA -এর পূর্ণরূপ কি?

ক) Bangladesh Rural Transport Agency.
খ) Bangladesh Road Transport Agency.
গ) Bangladesh Road Transport Authority.
ঘ) Bangladesh Rural Transport Authority.

19. বৃহস্পতিবারের ইংরেজি কি?

ক) Tuesday
খ) Thursday
গ) Saturday
ঘ) Wednesday

20. Plural Number শব্দের অর্থ কি?

ক) বহুবচন
খ) একবচন
গ) স্ত্রীলিঙ্গ
ঘ) পুংলিঙ্গ

21. বাংলাদেশের বিজয় দিবস কোন তারিখে পালিত হয়?

ক) ২৬ মার্চ
খ) ১৬ ডিসেম্বর
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ৩ নভেম্বর

22. বাংলাদেশে কতটি জেলা রয়েছে?

ক) 63
খ) 64
গ) 32
ঘ) 21

23. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারী বাসভবনের নাম কি?

ক) গণভবন
খ) ইডেন ভবন
গ) বঙ্গভবন
ঘ) রাষ্ট্রপতি ভবন

24. মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত?

ক) কুষ্টিয়া
খ) বাগেরহাট
গ) যশোর
ঘ) মেহেরপুর

25. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

ক) ১৫ই আগস্ট ১৯৭৫
খ) ১৫ই আগস্ট ১৯৮০
গ) ১৫ই আগস্ট ১৯৭৬
ঘ) ১৫ই আগস্ট ১৯৭১

26. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি?

ক) পদ্মা সেতু
খ) বঙ্গবন্ধু সেতু
গ) রূপসা সেতু
ঘ) ভৈরব সেতু

27. KPL এর অর্থ কি?

ক) কিলোমিটার পার লাইসেন্স
খ) কিলোমিটার পার লিটার
গ) কিলোগ্রাম পার লিটার
ঘ) কিলোগ্রাম পার লাইসেন্স

28. বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

29. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে, তা হলো-

ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
খ) লাল-হলুদ-সবুজ-লাল-সবুজ
গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

30. বাংলাদেশের কোন জেলা শহরে রিক্সা নেই?

ক) পঞ্চগড়
খ) চট্টগ্রাম
গ) রাঙ্গামাটি
ঘ) খাগড়াছড়ি

31. রাস্তার ডিভাইডার লাইন যদি থাকে-

ক) ওভারটেকিং করা যাবে
খ) ওভারটেকিং নিষেধ
গ) সতর্কীকরণ
ঘ) কোনোটি সঠিক নয়

32. ম্যানুয়াল গীয়ারে সাধারণত কয়টি গীয়ার থাকে?

ক) ৪টি
খ) ৬টি
গ) ৩টি
ঘ) ৫টি

33. গাড়ি পেছনের দিকে চলার সময় যে গীয়ার দেয়া হয় তাকে কি বলে?

ক) ব্যাক গীয়ার
খ) রিভার্স গীয়ার
গ) ফরওয়ার্ড গীয়ার
ঘ) নিউট্রাল গীয়ার

34. অটো গীয়ার গাড়িতে গীয়ার পরিবর্তনের সময়-

ক) ক্লাচ ব্যবহার করতে হয়
খ) ব্রেক ব্যবহার করতে হয়
গ) ক্লাচ ব্যবহার করতে হয় না
ঘ) কোনোটিই সঠিক নয়

35. গাড়ির গতি বাড়ানোর জন্য-

ক) গীয়ার কমাতে হয়
খ) ব্রেক করতে হয়
গ) ক্লাচ চাপতে হয়
ঘ) অ্যাকসিলারেটরে চাপতে হয়

36. চতুর্থ গীয়ারে গাড়ি দ্বিতীয় গীয়ার থেকে-

ক) কম গতিতে চলবে
খ) বেশী গতিতে চলবে
গ) সমান গতিতে চলবে
ঘ) কোনোটিই সঠিক নয়

37. র‍্যাম্প গাড়ি থাকা অবস্থা থেকে চালু অবস্থায় যেতে কোনটি আবশ্যক?

ক) ফুট ব্রেক ব্যবহার
খ) ক্লাচ ব্যবহার
গ) হ্যান্ড ব্রেক ব্যবহার
ঘ) কোনোটিই সঠিক নয়

38. সিগন্যাল বাতি ছাড়া জেব্রা ক্রসিং এ-

ক) গাড়ি চলাচল অগ্রাধিকার পাবে
খ) পথচারী চলাচল অগ্রাধিকার পাবে
গ) পথচারী এবং গাড়ি দুটোই একসাথে চলবে
ঘ) কোনোটিই সঠিক নয়

39. ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা (বিরতীহীন) কত ঘণ্টা গাড়ি চালাতে পারবে?

ক) ৪ ঘণ্টা
খ) ৬ ঘণ্টা
গ) ৭ ঘণ্টা
ঘ) ৫ ঘণ্টা

40. রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলো কি করা উচিত?

ক) নিভিয়ে ফেলা
খ) (Dim) বা স্তিমিত করা
গ) High beam করা
ঘ) High-Dim Flash করা

41. রাস্তার গোলচক্কর চালকের কোন দিকে থাকা উচিত?

ক) ডান দিকে
খ) বাম দিকে
গ) সামনে
ঘ) পিছনে

42. রাস্তার ভগ্ন লাইন কেন ব্যবহার করা হয়?

ক) গাড়ির প্রবাহ বাধা দেয়ার জন্য
খ) লেন পরিবর্তন না করার জন্য
গ) লেন পরিবর্তন করা যাবে
ঘ) কোনোটিই সঠিক নয়

43. এয়ার ক্লিনার কোথায় থাকে?

ক) ইঞ্জিনের উপর
খ) কারবুরেটরের উপর
গ) রেডিয়েটরের উপর
ঘ) কোনোটিই নয়

44. পেশাদার ড্রাইভিং লাইসেন্স কতদিন পর নবায়ন করতে হয়?

ক) ১০ বছর
খ) ০৫ বছর
গ) ০৭ বছর
ঘ) ০৩ বছর

45. চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য লিখিত পরীক্ষা পাশ করার জন্য শতকরা কত নম্বর পেতে হবে?

ক) ৮০%
খ) ৬৬%
গ) ৫০%
ঘ) ৪০%
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ