Recent Year : 2024

বাংলাদেশ রেলওয়ে || সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) (28-06-2024)

উত্তর যাচাই করুন

1. হেমাঙ্গ' শব্দের স্ত্রীবাচক নয় কোনটি?

ক) হেমাঙ্গী
খ) হেমাঙ্গা
গ) হেমঙ্গী
ঘ) হেমাঙ্গিনী

2. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

ক) পদ্মমণি
খ) পদ্মাবতী
গ) পদ্মগোখরা
ঘ) পদ্মরাগ

3. কাগজ শব্দের বহুবচন কোনটি?

ক) কাগজাত
খ) কাগজগুলো
গ) কাগজসমূহ
ঘ) কাগজদী

4. ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটি?

ক) চলন্ত গাড়ি
খ) সে ভাল মানুষ
গ) সে খুব ভালো ছেলে
ঘ) দ্রুত চল

5. যিনি সর্বত্র গমন করেন। এক কথায়

ক) সর্বগম্য
খ) সর্বগ
গ) সর্বত্রগামী
ঘ) সর্বগামী

6. কোনটি অপিনিহিতির উদাহরণ?

ক) রাইত
খ) জলো
গ) চলতি
ঘ) শুনিয়া

7. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) অবুঝ
খ) প্রতিদিন
গ) উপকথা
ঘ) ত্রিফলা

8. বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক) কারখানা
খ) অকাজ
গ) গরমিল
ঘ) হরেক

9. 'জঙ্গি' শব্দটি কোন ভাষার শব্দ?

ক) ফারসি
খ) আরবি
গ) ইরাকি
ঘ) উর্দু

10. হরতাল' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) রফিক আজাদ
খ) সুভাষ মুখোপাধ্যায়
গ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ঘ) সুকান্ত ভট্টাচার্য

11. বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা'। এটি কোন বাক্য?

ক) ব্যাস
খ) জটিল
গ) যৌগিক
ঘ) সরল

12. তিরস্কার' এর সন্ধি বিচ্ছেদ কী?

ক) তিরস + কার
খ) তির + স্কার
গ) তিরঃ + কার
ঘ) তিরসঃ + কার

13. সরল বাক্যের উদাহরণ কোনটি?

ক) ভিক্ষুককে দান কর
খ) যারা ধার্মিক, তারা সুখী
গ) তুমি যা বললে, তা সত্য নয়
ঘ) যারা মুর্খ, তারা পশুর সমান

14. তালব্য বর্ণ কোনগুলো?

ক) স, ও, ঘ, ত
খ) ই, জ, ঞ, য়
গ) খ ,উ, ম,ল
ঘ) র,ড়, ঢ়,ভ

15. শুদ্ধ বানান কোনটি?

ক) শারিরিক
খ) শারীরিক
গ) শারীরীক
ঘ) শারিরীক

16. The semi-vowels in the English Alphabet are-

ক) w, a
খ) w, p
গ) w, c
ঘ) w, y

17. Author : book-

ক) tree : root
খ) pilot : pen
গ) bread : bones
ঘ) singer : song

18. আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি Which one is correct translation?

ক) I prefer death from dishonor
খ) I like death more than dishonor
গ) I prefer death to dishonor.
ঘ) I prefer death more than dishonor.

19. কোন বানানটি শুদ্ধ?

ক) Bouquetie
খ) Bouquet
গ) Bouquette
ঘ) Boquet

20. Find the correct sentence?

ক) We write by ink.
খ) We write in ink.
গ) We write with ink.
ঘ) We write to ink.

21. What is the noun form of the word successful?

ক) successive
খ) successfully
গ) succeed
ঘ) success

22. Man & Superman' is written by -

ক) Thomas Hardy
খ) Helen
গ) Charles Dickens
ঘ) G B Shaw

23. Which one is incorrect sentence?

ক) Fetch some water for me.
খ) We are united.
গ) We have reached at home yesterday.
ঘ) He answered my questions.

24. Example of ‘Assertive' sentences?

ক) Rahim is a good boy.
খ) Is Rahim a good boy?
গ) Go home.
ঘ) May I live long.

25. Who will do the work' Choose the correct passive form -

ক) Who will be done the work?
খ) Who will done the work?
গ) By whom will the work done?
ঘ) By whom will the work be done?

26. I would rather _____ coffee than tea.

ক) will have
খ) have
গ) had
ঘ) to have

27. The synonym of ‘custom’ is-

ক) program
খ) convention
গ) destiny
ঘ) necessary

28. September on the Jessore Road' is written by-

ক) Allen Ginsberg
খ) Len Talstoy
গ) Jane Austin
ঘ) Kaiser Haq

29. The sum is very _____ easier.

ক) much
খ) more
গ) must
ঘ) then

30. A baker's dozen' means-

ক) Cherity
খ) allowance
গ) twelve
ঘ) thirteen

31. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?

ক) বখতিয়ার খলজি
খ) নবাব সিরাজউদ্দৌলা
গ) ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ) নবাব আলীবর্দী খান

32. সুবা বাংলা-

ক) বাংলা-বিহার-আসাম
খ) বাংলা-বিহার-মুর্শিদাবাদ
গ) পূর্ববাংলা ও আসান
ঘ) বাংলা-বিহার-উড়িষ্যা

33. কোনটি দূরপ্রাচ্যের দেশ?

ক) মঙ্গোলিয়া
খ) অস্ট্রেলিয়া
গ) নিউজিল্যান্ড
ঘ) সিরিয়া

34. কোনটি নদী বন্দর নয় ?

ক) নারায়ণগঞ্জ
খ) বাঘাবাড়ি
গ) বেনাপল
ঘ) চাঁদপুর

35. ওয়াটার গেট' কী?

ক) বাণিজ্যিক ভবন
খ) জলপ্রপাত
গ) সংবাদ সংস্থার মূল ফটক
ঘ) বাঁধ

36. শাহবাজপুর' কোন জেলার পূর্বনাম?

ক) বরিশাল
খ) কুমিল্লা
গ) ফেনী
ঘ) ভোলা

37. বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

ক) প্রধানমন্ত্রী
খ) স্পিকার
গ) রাষ্ট্রপতি
ঘ) পররাষ্ট্রমন্ত্রী

38. হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে -

ক) সম্রাট অশোক
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) শশাঙ্ক
ঘ) হর্ষবর্ধন

39. কোনটি জংশন স্টেশন নয়?

ক) সান্তাহার
খ) ঈশ্বরদী
গ) পার্বতীপুর
ঘ) ঢাকা

40. মুহাম্মদ বিন কাসিম ভারত বর্ষে আগমন করেন কত সালে?

ক) ৭০০ খ্রি.
খ) ৭০৯ খ্রি.
গ) ৭১২ খ্রি.
ঘ) ৭১০ খ্রি.

41. একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি?

ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি

42. কোনটি আলাদা?

ক) কার্বন
খ) গ্রাফাইট
গ) হীরক
ঘ) স্বর্ণ

43. আমরা যে চক দিয়ে লিখি তা হলো-

ক) ক্যালসিয়াম সালফেট
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম ক্লোরাইড
ঘ) ক্যালসিয়াম ফসফেট

44. রেক্টিফাইট স্পিরিট হলো-

ক) ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
খ) ৯৮% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
গ) ৮৮% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
ঘ) ৯৫% ইথাইল অ্যালকোহল + ১০% পানি

45. কোনটি পদার্থ নয়?

ক) আলো
খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) পানি

46. নিচের কোনটি চার্লসের সূত্র ?

ক) V∞T
খ) PV=K
গ) V∞n
ঘ) P∞T

47. Liquefied Petroleum Gas (LPG) তে থাকে-

ক) মিথেন, পানি ও ইথেন
খ) মিথেন, বিউটেন ও প্রোপেন
গ) মিথেন, ইথেন ও বিউটেন
ঘ) মিথেন, ইথেন ও জেনন

48. মহাবিস্ফোরণ থিউরির প্রবক্তা কোন বিজ্ঞানী ?

ক) আইনস্টাইন
খ) নিউটন
গ) জর্জ লেমেটার
ঘ) স্টিফেন হকিং

49. কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে?

ক) পারদ
খ) ব্রোমিন
গ) আয়রণ
ঘ) অ্যান্টিমনি

50. সোনায় মরিচা পড়ে না ধরে না কেন?

ক) সোনা সক্রিয় ধাতু
খ) সোনা উজ্জ্বল ধাতু
গ) সোনা শক্ত ধাতু
ঘ) সোনা নিষ্ক্রিয় ধাতু

51. একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ হলো -

ক) ১.০৮×১০² কুলম্ব
খ) ৯ × ১০⁶ কুলম্ব
গ) ১.৫০৬×১০⁶ কুলম্ব
ঘ) ১.৬ ×১০⁻¹⁹ কুলম্ব

52. তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন-

ক) মেন্ডেলিফ
খ) নিউটন
গ) অ্যাভোগেড্রো
ঘ) ফ্যারাডে

53. নোবেল মেটাল কোনটি?

ক) স্বর্ণ
খ) রৌপ
গ) হীরক
ঘ) প্লাটিনাম

54. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

ক) ইলেকট্রন ও প্রোটন
খ) নিউট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেকট্রন ও পজিট্রন

55. কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি?

ক) নীল
খ) লাল
গ) সবুজ
ঘ) বেগুনি

56. যদি ২ জন পুরুষ অথবা ৩ জন মহিলা অথবা ৪ জন বালক একটি কাজ ৫২ দিনে করতে পারে, তবে একই কাজ ১ জন পুরুৎ, ১ জন মহিলা এবং ১ জন বালক একত্রে কতদিনে করতে পারবে?

ক) ৩৬ দিনে
খ) ৪৮ দিনে
গ) ৪৫ দিনে
ঘ) ৬০ দিনে

57. 2x−2/x=3 হলে B = (x³−1/x³) এর মান কত?

ক) 60
খ) 64
গ) 63
ঘ) 69

58. নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ?

ক) ২/৫
খ) ২/৩
গ) ১/২
ঘ) ১/৩

59. √৫−√৩=?

ক) ১/√৫−√৩
খ) √২
গ) ১/√৫ + ১/√৩
ঘ) ১/√৫+√৩

60. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কতভাগ বাড়ালে তিনি বাবদ খরচ একই থাকবে?

ক) ৮%
খ) ৮ ১/৩%
গ) ১০%
ঘ) ১১ ১/৯%

61. একটি পাম্প ২ ঘন্টায় একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে। কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পুরণ করতে ২ ১/৩ ঘণ্টা সময় লাগে। লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে?

ক) ৪ ১/৩ঘণ্টা
খ) ৭ ঘণ্টা
গ) ৮ ঘণ্টা
ঘ) ১৪ ঘণ্টা

62. কতজন ছাত্রের মধ্যে কোন ফল না ভেঙ্গে ১১৫টি কলা ও ১৩৫টি কমলা ভাগ করে দেওয়া যায়?

ক) 10
খ) 12
গ) 5
ঘ) 15

63. logₑ√x+logₑ∛x+logₑ∜x=?

ক) 1/2logₑx
খ) 7/8logₑx
গ) 9/11logₑ√x
ঘ) 13/12logₑx

64. ২ টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

ক) 70
খ) 80
গ) 90
ঘ) 100

65. একটি ৬৩ মিটার লম্বা খুটি ঝড়ে ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবেবিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করল । খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিলো?

ক) ১৬ মিটার
খ) ১৮ মিটার
গ) ২২ মিটার
ঘ) ২০ মিটার

66. একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?

ক) ৩ গুণ
খ) ৬ গুন
গ) ৯ গুণ
ঘ) ১২ গুণ

67. a+1/a=4 হলে a⁴+1/a⁴ এর মান কত?

ক) 204
খ) 196
গ) 198
ঘ) 194

68. ২.৫ মিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসেবে মোট কত খরচ হবে?

ক) ২২৯.৬০ টাকা
খ) ১২৯.২৯ টাকা
গ) ২২৭.৮০ টাকা
ঘ) ৬০০ টাকা

69. বৃত্তের ব্যাসার্ধ ১০% কমানো হলে ক্ষেত্রফল শতকরা কত কমবে?

ক) ১০%
খ) ২০%
গ) ১১%
ঘ) ১৯%

70. { ৩−(১+২)⁻¹+{ ২−১/২ }⁻¹ এর ৩}⁻¹ এর মান কত?

ক) ১/৪
খ) ২/৫
গ) ৩/২
ঘ) ৫/৩
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ