১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-(স্কুল/সমপর্যায়)-১২.০৬.২০১৬
উত্তরমালা
12. ‘পাপে বিরত থাকো’- কোন কারকে কোন বিভক্তি ?
17. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
18. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে ?
21. ‘দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি ?
24. . ‘ডাক্তার ডাক’- এখানে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি ?
31. কলমটি তার ।
32. বিনয় মহত্বের ভূষণ ।
33. কেটলিতে পানি টগবগ করছে ।
34. ট্রেনটি ঢাকা যাবে ।
35. The shirt is _____ .
37. The suffering of the poor man ___ .
38. I wish I had seen you before. (Exclamatory)
39. Besides going to the book fair, I bought a number of books . (Compound )
40. Do you find your payment too little ?(Passive)
41. There is little milk in the glass (Interrogative)
42. . I know him better than you. (Positive )
44. Walk carefully lest ___ .
47. We felt very tired . The word 'tired' used in the sentence is ___ .
48. The verb of the word 'beautiful' is ____ .
56. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে ?
58. HTML-এর পূর্ণরূপ কি ?
59. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে ?
60. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
64. ইনসুলিন কে আবিষ্কার করেন ?
65. টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরী করেন কে ?
66. মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপাংকর তালুকদারের নিজ জেলা কোনটি ?
69. . ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে ?
72. এপি কালচার কি ?
73. সিসমোগ্রাফ কি ?
75. ‘আরেক ফাল্গুন’ গ্রন্থটির রচয়িতা কে ?
76. ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল____
78. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b । একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি____
82. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে কতজন লোক লাগবে____
83. ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত_____
84. একটি সংখ্যার ৫ গুনের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি____
88. সমকোণী ত্রিভূজের অপর কোণদ্বয়____
89. একটি ত্রিভূজের কোণগুলোর অনুপাত ২ঃ৩ঃ৫ । এর বৃহত্তম কোণটি____
90. ABCD সামান্তরিকের AB = 12 সেমি, এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি. । সামান্তরিকটির ক্ষেত্রফল_____
92. ত্রিভূজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটি যোগফল____
100. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল-