১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-(স্কুল/সমপর্যায়)-১২.০৬.২০১৬
উত্তর যাচাই করুন
1. কোন বানানটি শুদ্ধ ?
2. কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই ?
3. . কোন বানানটি শুদ্ধ ?
4. আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে ?
5. দুহিতা- এর বিপরীত শব্দ কোনটি ?
6. `Autonomous' শব্দের অর্থ-
7. ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ-
8. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
9. ‘সিংহপুরুষ’ কোন সমাস ?
10. . ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
11. যে উপকারীর অপকার করে ?
12. ‘পাপে বিরত থাকো’- কোন কারকে কোন বিভক্তি ?
13. `Edition' শব্দের অর্থ-
14. ‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
15. ‘পূর্বে ছিল এখন নেই’- বাক্য সংকোচন কোনটি ?
16. ‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী ?
17. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
18. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে ?
19. ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
20. ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি ?
21. ‘দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি ?
22. . নিচের কোন বানানটি শুদ্ধ ?
23. সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি ?
24. . ‘ডাক্তার ডাক’- এখানে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি ?
25. ‘মৌমাছি’ - কোন সমাস ?
26. Educating all people ____ a mammoth task .
27. Man has no escape ___ death .
28. Today the word is passing through ____ juncture.
29. The old man cannot help _____ a cup of tea .
30. There is ____ milk in the bottle .
31. কলমটি তার ।
32. বিনয় মহত্বের ভূষণ ।
33. কেটলিতে পানি টগবগ করছে ।
34. ট্রেনটি ঢাকা যাবে ।
35. The shirt is _____ .
36. What is the meaning of 'prior to' ....
37. The suffering of the poor man ___ .
38. I wish I had seen you before. (Exclamatory)
39. Besides going to the book fair, I bought a number of books . (Compound )
40. Do you find your payment too little ?(Passive)
41. There is little milk in the glass (Interrogative)
42. . I know him better than you. (Positive )
43. I am sure he (pass) the examination .
44. Walk carefully lest ___ .
45. People (talk) courage even after his death .
46. Three-fourth of the work ____ finished .
47. We felt very tired . The word 'tired' used in the sentence is ___ .
48. The verb of the word 'beautiful' is ____ .
49. The synonym of the word 'huge' is ____ .
50. The antonym of the word 'unique' is ____ .
51. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে ?
52. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ?
53. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
54. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে ?
55. বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র ?
56. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে ?
57. সুইফট কোডের সংখ্যা কত ?
58. HTML-এর পূর্ণরূপ কি ?
59. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে ?
60. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
61. মালয়েশিয়ার মুদ্রার নাম কি ?
62. হিউম্যান প্যাপিলোমা কি ?
63. নিরাপদ মাতৃত্ব দিবস কবে ?
64. ইনসুলিন কে আবিষ্কার করেন ?
65. টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরী করেন কে ?
66. মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপাংকর তালুকদারের নিজ জেলা কোনটি ?
67. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম ?
68. কোন জেলাকে শস্যভান্ডার বলা হয় ?
69. . ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে ?
70. কিসের অভাবে গলগন্ড রোগ হয় ?
71. . লাল গ্রহ কাকে বলা হয় ?
72. এপি কালচার কি ?
73. সিসমোগ্রাফ কি ?
74. বাংলাদেশের স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
75. ‘আরেক ফাল্গুন’ গ্রন্থটির রচয়িতা কে ?
76. ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল____
77. এক নটিক্যাল মাইল সমান____
78. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b । একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি____
79. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ____
80. . ১০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার____
81. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট ?
82. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে কতজন লোক লাগবে____
83. ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত_____
84. একটি সংখ্যার ৫ গুনের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি____
85. প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড়___
86. x>y এবং z<0 হলে, নিচের কোনটি সঠিক ?
87. x + y = 3, x - y = 1 হলে, 4xy এর মান____
88. সমকোণী ত্রিভূজের অপর কোণদ্বয়____
89. একটি ত্রিভূজের কোণগুলোর অনুপাত ২ঃ৩ঃ৫ । এর বৃহত্তম কোণটি____
90. ABCD সামান্তরিকের AB = 12 সেমি, এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি. । সামান্তরিকটির ক্ষেত্রফল_____
91. বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে____
92. ত্রিভূজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটি যোগফল____
93. a:b=4:5 এবং b:c=6:7 হলে, a:b:c=
94. log₂√₅20 এর মান -
95. a-b/ab + b-c/bc + c-a/ca এর মান-
96. 8²x⁺³=2³x⁺⁶ হলে x এর মান-
97. হলে, এর মান-
98. এবং abc=36 হলে, c এর মান-
99. রাশিটির একটি উৎপাদক-
100. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল-