বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ । হিসাব সহকারী/কার্য সহকারী/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-01-2024)
উত্তরমালা
1. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্যর মুল বিষয় কি?
2. চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?
3. 'খনার বচন' এর মূলভাব কি?
4. 'সার্বভৌম' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
7. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?
8. শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
10. বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্নগুলোর মদ্যে 'উদ্ধারচিহ্ন' এর কাজ কী?
13. 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে'- কার রচনা -
14. 'পাখির নীড়ের মত চোখ' বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্ট্রা কে?
15. কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি?
17. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল?
18. বাংলাদেশের আর্থিক বছর কোনটি?
19. 'স্টপ জেনোসাইড' কার লেখা?
21. 'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধঃ দলিলপত্র' কে সম্পাদনা করেছেন?
23. 'পদ্মা সেতু' কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
24. 'সোয়াচ অফ নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
27. সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
30. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
31. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?
34. পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?
37. 'ভুল করা মানুষের স্বভাব' বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে-
40. Find the correct sentence:
42. ‘He is poor but honest.’ _____ in this sentence which is conjunction?
44. Which is a correct sentence?
48. 'ডাক্তার ডাক' বাক্যটির ইংরেজি অনুবাদ হবে-
56. দুইটি সংখ্যার বর্ণের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে, সংখ্যা দুইটি কত?
58. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড এ পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
61. কোন পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো। যদি আরো ১৪ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার ৭৫% হতো। পরীক্ষার্থীর সংখ্যা কত?
63. ০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
67. ১২ জন কৃষকের একটি জমির ফসল কাটতে ১৪ দিন লাগল। ২১ জন কৃষকের ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?
69. তিন ভাই বোনের বয়সের গড় ১৬ বছর। যদি পিতাসহ তিন ভাই বোনের বয়সের গড় ২৫ বছর হয়, তাহলে পিতার বয়স কত?