Recent Year : 2024

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ । হিসাব সহকারী/কার্য সহকারী/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-01-2024)

উত্তর যাচাই করুন

1. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্যর মুল বিষয় কি?

ক) মুক্তিযুদ্ধ
খ) গৃহযুদ্ধ
গ) বিশ্বযুদ্ধ
ঘ) ভাষা আন্দোলন

2. চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?

ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) বিধু শেখর শাস্ত্রী
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) প্রবোধকুমার বাগচী

3. 'খনার বচন' এর মূলভাব কি?

ক) শুদ্ধ জীবন যাপন রীতি
খ) সামাজিক মঙ্গলবোধ
গ) রাষ্ট্রপরিচালনার নীতি
ঘ) লৌকিক প্রণয় সঙ্গীত

4. 'সার্বভৌম' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) ষ্ণ+সর্বভূমি
খ) সর্বভূমি + ষ্ণ
গ) সার্বভোন + ম
ঘ) সার্ব+ভৌম

5. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ ফোনটি?

ক) জিহ্বা
খ) শ্বাসনালী
গ) ফুসফুস
ঘ) ওষ্ঠ

6. 'চেতন' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি?

ক) সচেতন
খ) অচেতন
গ) অবচেতন
ঘ) আসচেতন

7. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?

ক) আর্থ-সামাজিক
খ) ভূ-রাজনৈতিক
গ) সামাজিক-সাংস্কৃতিক
ঘ) সামাজিক-মানসিক

8. শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?

ক) বিধ্বস্ত নীলিমা
খ) কালে ধুলোয় খেলা
গ) নিজ বাসভুমে
ঘ) বন্দী শিবির থেকে

9. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি-

ক) কাহ্নপা
খ) লুইপা
গ) সরহপা
ঘ) শবরপা

10. বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্নগুলোর মদ্যে 'উদ্ধারচিহ্ন' এর কাজ কী?

ক) বিস্ময় প্রকাশ
খ) শব্দ সংক্ষেপ
গ) উদাহরণ উপস্থাপন
ঘ) উদ্ধৃত করা

11. 'হনন করার ইচ্ছা'- এর বাক্য সংকোচন কোনটি?

ক) হস্তা
খ) দুস্তর
গ) জিঘাংসা
ঘ) জিতেন্দ্রিয়

12. 'তটিনি' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক) কল্লোলিনী
খ) নির্ঝরিনী
গ) প্রবাহিনী
ঘ) বনিতা

13. 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে'- কার রচনা -

ক) রজনীকান্ত সেন
খ) ইসমাইল হোসেন সিরাজী
গ) কামিনী রায়
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

14. 'পাখির নীড়ের মত চোখ' বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্ট্রা কে?

ক) বিষ্ণু দে
খ) অমিয় চক্রবর্তী
গ) সুধীন দত্ত
ঘ) জীবনানন্দ দাস

15. কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি?

ক) ভাঙ্গার গান
খ) প্রলয় শিখা
গ) বিষের বাঁশি
ঘ) যুগবাণী

16. নিবৃত ও নিভৃত'- শব্দজোড়র মধ্যে মিল কোথায়?

ক) উচ্চারণে
খ) বানানে
গ) অর্থে
ঘ) শব্দশ্রেণিতে

17. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল?

ক) ১৯৯২-১৯৯৭
খ) ১৯৭৩-১৯৭৮
গ) ১৯৭৪-১৯৭৯
ঘ) ১৯৭৫-১৯৮০

18. বাংলাদেশের আর্থিক বছর কোনটি?

ক) জানুয়ারি-ডিসেম্বর
খ) ডিসেম্বর-জানুয়ারি
গ) জুন-জুলাই
ঘ) জুলাই-জুন

19. 'স্টপ জেনোসাইড' কার লেখা?

ক) জহির রায়হান
খ) মুনীর চৌধুরী
গ) অমিয় চক্রবর্তী
ঘ) সুকান্ত ভট্টাচার্য

20. 'ব্রায়ান লারা' কোন দেশের খেলোয়ার?

ক) অস্ট্রেলিয়া
খ) দক্ষিণ আফ্রিকা
গ) জিম্বাবুয়ে
ঘ) কোনটি নয়

21. 'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধঃ দলিলপত্র' কে সম্পাদনা করেছেন?

ক) ড. আনিসুজ্জামান
খ) ড. আনোয়ার হোসেন
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) ড. মুনতাসির মামুন

22. সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়?

ক) 101
খ) 100
গ) 102
ঘ) 104

23. 'পদ্মা সেতু' কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?

ক) মুন্সিগঞ্জ ও মাদারীপুর
খ) শরীয়তপুর ও মুন্সিগঞ্জ
গ) মাদারীপুর ও শরীয়তপুর
ঘ) কোনটি নয়

24. 'সোয়াচ অফ নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?

ক) নাফ নদীতে
খ) যমুনা নদীতে
গ) সন্দ্বীপ চ্যানেলে
ঘ) বঙ্গোপসাগরে

25. লিসবন কোন দেশের রাজধানী?

ক) ইউক্রেন
খ) ইসরায়েল
গ) পর্তুগাল
ঘ) ফ্রান্স

26. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক) BEPZA
খ) BIDA
গ) BEZA
ঘ) BAZA

27. সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?

ক) কাতার
খ) রাশিয়া
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) সৌদি আরব

28. কে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ নন?

ক) সালাম
খ) জব্বার
গ) বরকত
ঘ) আসাদ

29. বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত?

ক) ফেনী
খ) কক্সবাজার
গ) চট্টগ্রাম
ঘ) ক ও খ

30. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?

ক) রাজা রামমোহন রায়
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

31. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?

ক) চণ্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) রামকৃষ্ণ পরমহংস
ঘ) বিবেকানন্দ

32. নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?

ক) আমানত গ্রহণ
খ) নোট ছাপানো
গ) ঋণদান
ঘ) মুনাফা অর্জন

33. জাতীয় শোক দিবস-

ক) ২৬ মার্চ
খ) ১৫ আগস্ট
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ২১ ফেব্রুয়ারি

34. পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?

ক) আফ্রিকা
খ) উত্তর আমেরিকা
গ) এশিয়া
ঘ) অস্ট্রেলিয়া

35. ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম-

ক) 12
খ) 11
গ) 13
ঘ) 10

36. Which one is a verb?

ক) Advise
খ) Dream
গ) Beautify
ঘ) All of those

37. 'ভুল করা মানুষের স্বভাব' বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে-

ক) To err is human.
খ) To err is a human.
গ) To err is humans.
ঘ) To err are human.

38. Which part of speech is 'book?

ক) Noun
খ) Verb
গ) Adjective
ঘ) Both Noun and Verb

39. I cannot _____ to pay such high prices.

ক) able
খ) but
গ) try
ঘ) afford

40. Find the correct sentence:

ক) We write by ink.
খ) We write in ink
গ) We write with ink.
ঘ) We write to ink.

41. I spent ____ with the patient.

ক) sometimes
খ) sometime
গ) some time
ঘ) some times

42. ‘He is poor but honest.’ _____ in this sentence which is conjunction?

ক) poor
খ) honest
গ) but
ঘ) he

43. Everybody likes flower, ____?

ক) does he
খ) doesn't
গ) can he
ঘ) don't they

44. Which is a correct sentence?

ক) I shall avail the opportunity.
খ) I shall avail of the opprotunity.
গ) I shall avail for the opportunity.
ঘ) I shall avail myself of the opprotunity.

45. The antonym of the word 'Private' is-

ক) Covert
খ) Personal
গ) Public
ঘ) Concealed

46. Which of the following spelling is correct?

ক) Awetism
খ) Auotism
গ) Autism
ঘ) Auetism

47. Fill in the blank: I wish ____ I the wings of a bird.

ক) have
খ) had
গ) were
ঘ) was

48. 'ডাক্তার ডাক' বাক্যটির ইংরেজি অনুবাদ হবে-

ক) Call doctor
খ) call to doctor
গ) call in a doctor
ঘ) call in doctor

49. What is the verb of 'ability'

ক) Ableness
খ) Enable
গ) Ably
ঘ) Able

50. Find the correct spelling:

ক) Leutenant
খ) Leftenant
গ) Lieutenant
ঘ) Leiutenant

51. Smoking is detrimental _____ health.

ক) for
খ) with
গ) to
ঘ) after

52. He was _____ to die.

ক) in
খ) since
গ) form
ঘ) about

53. I congratulated him ____ his success.

ক) for
খ) on
গ) to
ঘ) at

54. Do you mind if I _____ a phone call?

ক) do
খ) make
গ) done
ঘ) making

55. Find the correct spelling:

ক) repitition
খ) repeatition
গ) repetition
ঘ) ropetition

56. দুইটি সংখ্যার বর্ণের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে, সংখ্যা দুইটি কত?

ক) 5,18
খ) 9, 10
গ) 2,45
ঘ) 6, 15

57. দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?

ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

58. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড এ পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?

ক) ৩০ লিটার
খ) ৪০ লিটার
গ) ৫০ লিটার
ঘ) ৬০ লিটার

59. x²-x-12 = 0 সমীকরণের মূলম্বয় নিচের কোনটি?

ক) 3,-4
খ) -3,4
গ) 3,4
ঘ) -3,-4

60. ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

ক) 240
খ) 300
গ) 360
ঘ) 480

61. কোন পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো। যদি আরো ১৪ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার ৭৫% হতো। পরীক্ষার্থীর সংখ্যা কত?

ক) ২০০ জন
খ) ১৫০ জন
গ) ২৫০ জন
ঘ) ৩০০ জন

62. x + y = 7 এবং xy= 12 হলে, x³ + y³ এর মান কত?

ক) 91
খ) 81
গ) 101
ঘ) 85

63. ০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

ক) 4185
খ) 4575
গ) 4265
ঘ) 4365

64. ৩০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

ক) 1200
খ) 600
গ) 1000
ঘ) 800

65. (∛3×∛4)⁶= কত?

ক) 12
খ) 48
গ) 36
ঘ) 144

66. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি, সংখ্যাটি কত?

ক) 36
খ) 25
গ) 47
ঘ) 14

67. ১২ জন কৃষকের একটি জমির ফসল কাটতে ১৪ দিন লাগল। ২১ জন কৃষকের ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?

ক) ৬ দিন
খ) ৮ দিন
গ) ৯ দিন
ঘ) ১১ দিন

68. ১+৩+৫+ . . . . . . . . . + ১৯ = কত

ক) 98
খ) 101
গ) 99
ঘ) 100

69. তিন ভাই বোনের বয়সের গড় ১৬ বছর। যদি পিতাসহ তিন ভাই বোনের বয়সের গড় ২৫ বছর হয়, তাহলে পিতার বয়স কত?

ক) ৪৮ বছর
খ) ৫০ বছর
গ) ৫২ বছর
ঘ) ৬০ বছর

70. 1−¹⁄ₓ=3 হলে, x²+1/x² এর মান কত?

ক) 5
খ) 10
গ) 9
ঘ) 7
উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ