বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ । হিসাব সহকারী/কার্য সহকারী/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-01-2024)
উত্তর যাচাই করুন
1. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্যর মুল বিষয় কি?
2. চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?
3. 'খনার বচন' এর মূলভাব কি?
4. 'সার্বভৌম' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
5. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ ফোনটি?
6. 'চেতন' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি?
7. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?
8. শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
9. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি-
10. বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্নগুলোর মদ্যে 'উদ্ধারচিহ্ন' এর কাজ কী?
11. 'হনন করার ইচ্ছা'- এর বাক্য সংকোচন কোনটি?
12. 'তটিনি' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
13. 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে'- কার রচনা -
14. 'পাখির নীড়ের মত চোখ' বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্ট্রা কে?
15. কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি?
এ গ্রন্থটি আগস্ট ১৯২৪ প্রকাশিত হয় এবং অক্টোবর ১৯২৪ সালে নিষিদ্ধ হয়।
তার মোট নিষিদ্ধ গ্রন্থ হলো - ৫ টি - বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
16. নিবৃত ও নিভৃত'- শব্দজোড়র মধ্যে মিল কোথায়?
17. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল?
18. বাংলাদেশের আর্থিক বছর কোনটি?
19. 'স্টপ জেনোসাইড' কার লেখা?
20. 'ব্রায়ান লারা' কোন দেশের খেলোয়ার?
21. 'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধঃ দলিলপত্র' কে সম্পাদনা করেছেন?
22. সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়?
23. 'পদ্মা সেতু' কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
24. 'সোয়াচ অফ নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
25. লিসবন কোন দেশের রাজধানী?
26. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি?
27. সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
28. কে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ নন?
29. বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত?
30. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
31. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?
32. নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
33. জাতীয় শোক দিবস-
34. পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?
35. ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম-
36. Which one is a verb?
37. 'ভুল করা মানুষের স্বভাব' বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে-
38. Which part of speech is 'book?
39. I cannot _____ to pay such high prices.
40. Find the correct sentence:
41. I spent ____ with the patient.
42. ‘He is poor but honest.’ _____ in this sentence which is conjunction?
43. Everybody likes flower, ____?
44. Which is a correct sentence?
45. The antonym of the word 'Private' is-
46. Which of the following spelling is correct?
47. Fill in the blank: I wish ____ I the wings of a bird.
48. 'ডাক্তার ডাক' বাক্যটির ইংরেজি অনুবাদ হবে-
49. What is the verb of 'ability'
50. Find the correct spelling:
51. Smoking is detrimental _____ health.
52. He was _____ to die.
53. I congratulated him ____ his success.
54. Do you mind if I _____ a phone call?
55. Find the correct spelling:
56. দুইটি সংখ্যার বর্ণের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে, সংখ্যা দুইটি কত?
57. দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?
58. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড এ পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
59. x²-x-12 = 0 সমীকরণের মূলম্বয় নিচের কোনটি?
60. ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
61. কোন পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো। যদি আরো ১৪ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার ৭৫% হতো। পরীক্ষার্থীর সংখ্যা কত?
62. x + y = 7 এবং xy= 12 হলে, x³ + y³ এর মান কত?
63. ০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
64. ৩০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
65. (∛3×∛4)⁶= কত?
66. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি, সংখ্যাটি কত?
67. ১২ জন কৃষকের একটি জমির ফসল কাটতে ১৪ দিন লাগল। ২১ জন কৃষকের ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?
68. ১+৩+৫+ . . . . . . . . . + ১৯ = কত
69. তিন ভাই বোনের বয়সের গড় ১৬ বছর। যদি পিতাসহ তিন ভাই বোনের বয়সের গড় ২৫ বছর হয়, তাহলে পিতার বয়স কত?
70. 1−¹⁄ₓ=3 হলে, x²+1/x² এর মান কত?