Recent Year : 2024

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (02-03-2024)

উত্তরমালা

1. সন্ধি বিচ্ছেদ করুন: 'উত্তমর্ণ'

ক) উত্তম+অর্ণ
খ) উত্তম+উন
গ) উত্তম+ঋণ
ঘ) উত্তম+আন

2. সন্ধি বিচ্ছেদ করুন: 'স্বার্থ'

ক) সৎ+অর্থ
খ) স্ব+অর্থ
গ) সৎ+আর্থ
ঘ) সু+অর্থ

4. সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করুন: 'পরিশ্রম করলে ফল পারে

ক) ফল পাবার জন্য পরিশ্রম করতে হবে।
খ) পরিশ্রম না করলে ফল পাবেন না।
গ) ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে।
ঘ) পরিশ্রম কর তবেই ফল পাবে।

5. পরোক্ষ উক্তিতে পরিবর্তন করুন: 'রাষ্ট্রপতি বললেন, বাংলাদেশ চিরজীবী হউক'। m

ক) রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন।
খ) রাষ্ট্রপতি বলেন যে বাংলাদেশ যেন চিরজীবী হয়।
গ) রাষ্ট্রপতি উৎফুল্ল হয়ে বাংলাদেশের বড় আয়ু কামনা করলেন।
ঘ) রাষ্ট্রপতি বাংলাদেশের অনেক আয়ু প্রার্থনা করলেন।

7. নিচের কোনটি 'উপকার' শব্দের প্রতিশব্দ নয়-

ক) সাহায্য
খ) অনুগ্রহ
গ) কল্যাণ
ঘ) উৎকণ্ঠ

8. বিপরীত শব্দ লিখুন: 'অনুরাগ'

ক) প্রতিরাগ
খ) বিরাগ
গ) বীরাগ
ঘ) নম্র

9. শব্দার্থ লিখুন: 'Interview'

ক) পরীক্ষা
খ) প্রতিযোগিতা
গ) সাক্ষাৎকার
ঘ) আলোচনা

10. শব্দার্থ লিখুন: 'Republic'

ক) রাজতন্ত্র
খ) প্রজাতন্ত্র
গ) নাগরিকতন্ত্র
ঘ) রাষ্ট্রদূত

11. বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) বিটপী
খ) কলাপী
গ) নীরধি
ঘ) অবণি

12. Subconscious' শব্দটির বাংলা পরিভাষা কি?

ক) অর্ধচেতন
খ) অবচেতন
গ) চেতনাহীন
ঘ) চেতনাপ্রবাহ

13. কোনটি ইংরেজি শব্দ?

ক) ম্যাজেন্টা
খ) আলমারি
গ) কমা
ঘ) পিস্তল

14. শূণ্যপুরাণ' রচনা করেছেন-

ক) মধুসূদন দত্ত
খ) রামাই পণ্ডিত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সমরেশ বসু

15. কোনটি শুদ্ধ বানান?

ক) আকাংখা
খ) আকাংক্ষা
গ) আকাঙ্ক্ষা
ঘ) আকাংঙ্খা

16. বীরবল' ছদ্মনামে কে লিখতেন?

ক) মুনীর চৌধুরী
খ) সমরেশ বসু
গ) শামসুর রাহমান
ঘ) প্রমথ চৌধুরী

17. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক) শব্দ
খ) বর্ণ
গ) ধ্বনি
ঘ) অক্ষর

18. গাছ পাথর' বাগধারাটির অর্থ কি?

ক) ভূমিকা করা
খ) বাড়াবাড়ি করা
গ) কাজকারবার করা
ঘ) হিসাব নিকাশ

19. আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?

ক) নীতিকাব্য
খ) আত্মজীবনী
গ) প্রণয়কাব্য
ঘ) জঙ্গনামা

20. অপ' কী ধরনের উপসর্গ?

ক) বাংলা
খ) মিশ্র
গ) বিদেশি
ঘ) সংস্কৃত

21. The word 'Fragrant' is a/an-

ক) adverb
খ) verb
গ) adjective
ঘ) noun

22. The plural form of 'Sheep' is-

ক) sheeps
খ) sheepses
গ) sheps
ঘ) sheep

23. He is older than-

ক) I
খ) me
গ) us
ঘ) my

24. Times have changed and so-

ক) we have
খ) we are
গ) have we
ঘ) are we

27. I shall ring you up as soon as-

ক) I will arrive
খ) I shall arrive
গ) I arrive
ঘ) I shall arriving

28. Why ... done this?

ক) you have
খ) did you
গ) have you
ঘ) you had

29. A basket of eggs ... sold.

ক) did
খ) been
গ) was
ঘ) were

30. Get rid of' means-

ক) listen
খ) express
গ) to be free from
ঘ) pretend

32. Identify the faulty sentence.

ক) It is eleven-thirty.
খ) It is half past eleven.
গ) It is quarter to past-eleven.
ঘ) It is eleven o'clock.

33. Choose the correct sentence:

ক) The traffics are unmanageable is Dhaka.
খ) The traffic is unmanageable in Dhaka.
গ) The trafics are manageable in Dhaka.
ঘ) The traffics are uncontrollable in Dhaka.

35. Man is mortal' এর সঠিক negative sentence কোনটি?

ক) Man is not mortal.
খ) Man is mortal.
গ) No man is mortal.
ঘ) No man is immortal.

36. He did it. (make it interrogative)

ক) Did he do it?
খ) Did he not do it?
গ) Could I not do it?
ঘ) Must I not do it?

37. কোন শব্দযুগলটি ভিন্ন?

ক) Sharp, blunt
খ) Love, affection
গ) Abundance, scarcity
ঘ) False, true

38. The word 'off-spring' means-

ক) twins
খ) children
গ) strength
ঘ) fountain

39. A person who is 'lifeless' has very little-

ক) money
খ) breath
গ) energy
ঘ) pressure

40. Mishap means-

ক) danger
খ) disease
গ) accident
ঘ) theft

44. এলএনজি রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?

ক) ইরাক
খ) কাতার
গ) কুয়েত
ঘ) যুক্তরাষ্ট্র

50. বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ?

ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) জাপান
ঘ) যুক্তরাজ্য

51. বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?

ক) সুইডেন
খ) নরওয়ে
গ) ভুটান
ঘ) মালদ্বীপ

53. ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ সর্বোচ্চ রান সংগ্রহকারী কে?

ক) তানজিদ হাসান
খ) তাওহিদ হৃদয়
গ) সাকিব আল হাসান
ঘ) তামিম ইকবাল

54. বিশ্বের বৃহত্তম অফিস ভবন কোন দেশে অবস্থিত?

ক) যুক্তরাষ্ট্র
খ) চীন
গ) ভারত
ঘ) রাশিয়া

58. বিপুল পরিমাণ তথ্য হতে সহজে কোনও তথ্য খুঁজে পেতে কোনটি ব্যবহার করা হয়?

ক) ডেটাবেজ
খ) স্প্রেডশিট
গ) ওয়ার্ড প্রসেসিং
ঘ) প্রেজেনটেশন

61. ১ হেক্টর সমান-

ক) ১০,০০০ বর্গমিটার
খ) ১০০০ বর্গমিটার
গ) ১০০০০০ বর্গমিটার
ঘ) ১০০ বর্গমিটার

62. (২²)² = কত?

ক) 8
খ) 32
গ) 16
ঘ) 6

71. √1.2 এর বর্গমূল-

ক) √30/5
খ) √6
গ) 30/√5
ঘ) কোনটিই নয়

74. ১ কি.মি. = কত গজ?

ক) 1191.2
খ) 109.12
গ) 1091
ঘ) 1091.2

76. ক' 'খ' এর চেয়ে বড়, 'গ' 'ক' এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক?

ক) 'ক' এবং 'গ' এর বয়স সমান
খ) 'গ' 'খ' এর চেয়ে বড়
গ) 'খ' 'গ' এর চেয়ে বড়
ঘ) কোনটিই নয়

উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ