Recent Year : 2024

প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক (16-03-2024)

উত্তরমালা

1. আমি আছি, ভয় কেন মা করো'? কোন ধরণের উক্তি?

ক) প্রশ্নবোধক
খ) প্রত্যক্ষ
গ) পরোক্ষ
ঘ) পুনরুক্ত

2. বাঁশি বাজে ঐ মধুর লগণে'- এটা কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্ম-কর্তৃবাচ্য

3. বিশ্বজনের হিতকর'- এক কথায় কী বলে?

ক) বিশ্বহিতকর
খ) সার্বজনীন
গ) বিশ্বজনীন
ঘ) সর্ব হিতকর

4. মাথা দেওয়া'- বলতে কি বুঝায়?

ক) আগ্রহ দেখানো
খ) শপথ করা
গ) দায়িত্ব গ্রহণ
ঘ) ভাবনা করা

5. আটকপালে' বাগধারাটির অর্থ কী?

ক) হতাশাগ্রস্থ
খ) অলক্ষীর দশা
গ) অলক্ষীর দশা
ঘ) হতভাগ্য

6. তার বয়স হলেও বুদ্ধি হয়নি'- কোন বাক্য?

ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) যৌগিক বাক্য

7. অনুসর্গ কি?

ক) অব্যয়
খ) শব্দ বিভক্তি
গ) নাম বিভক্তি
ঘ) ক্রিয়া বিভক্তি

8. প্রশ্ন জিজ্ঞাসায় কোন ভাব হয়?

ক) অনুজ্ঞা ভাব
খ) সাপেক্ষ ভাব
গ) আকাঙ্ক্ষা ভাব
ঘ) নির্দেশক ভাব

11. Tick the Correct one:

ক) The Jury were Unanimous in its Opinion
খ) The Jury was Unanimous in its Opinion
গ) The Jury was together in its Opinion
ঘ) The Jury were Unanimous in their Opinion

12. Find the compound sentence

ক) Read more and you can succeed
খ) Read more so that you can succeed
গ) Read more and you succeed
ঘ) If you read, you can succeed

13. what is the verb form of ability?

ক) Capable
খ) Enable
গ) Unable
ঘ) Inability

14. What kind of noun is 'River'?

ক) Material
খ) Collective
গ) Proper
ঘ) Common

15. Identify the right tense: My father ______ before I came?

ক) Would be leaving
খ) had been leaving
গ) had left
ঘ) will leave

16. The synonym for 'Panoramic' is _____

ক) scenic
খ) Narrow
গ) Limited
ঘ) Restricted

17. ____ people can travel abroad.

ক) Few
খ) Very less
গ) Little
ঘ) Least

18. He did not give me ______

ক) More advice
খ) Much advice
গ) Many advice
ঘ) Many advices

19. The deficite article is-

ক) A
খ) The
গ) An
ঘ) Comma

20. Spouse is a _____ gender.

ক) Neuter
খ) Masculine
গ) Common
ঘ) Feminine

22. রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত কোনটি এবং এটি প্রথমে কাদের ব্যবসা কেন্দ্র ছিল?

ক) বড়কাটরা ও ওলন্দাজদের
খ) বড়কুঠি ও ফরাসীদের
গ) বড়কুঠি ও ডাচদের
ঘ) বড়কুঠি ও ইংরেজদের

23. আমার দেখা নয়া চীন' বঙ্গবন্ধুর লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন।

ক) ড. সিরাজুল ইসলাম চৌধুরী
খ) ড. ফকরুল আলম
গ) ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম
ঘ) কাশীনাথ রায়

24. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?

ক) শিল্প মন্ত্রণালয়
খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গ) বাণিজ্য মন্ত্রণালয়
ঘ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

25. ঈদগাঁও উপজেলা কোথায় অবস্থিত ও এর আয়তন কত?

ক) কক্সবাজার ও ১১৯.৬৬ (ব.কি.মি.)
খ) চট্টগ্রাম ও ১০৯.৬৬ (ব.কি.মি.)
গ) কুমিল্লা ও ১১৯.৬৬ (ব.কি.মি.)
ঘ) মাদারীপুর ও ১০৯.৬৬ (ব.কি.মি.)

26. আগামী ২০২৬ বিশ্বকাপ সূচীতে ১০৪টি ম্যাচ হবে তিন দেশের

ক) ১৫টি ভেন্যুতে
খ) ১৭টি ভেন্যুতে
গ) ১৪টি ভেন্যুতে
ঘ) ১৬টি ভেন্যুতে

27. হুতি মুভমেন্ট প্রথম কখন শুরু হয়?

ক) ১৯৯০ সালে উত্তর ইয়েমেন থেকে
খ) ১৯৯৯ সালে দক্ষিণ ইয়েমেন থেকে
গ) ১৯৯০ সালে ইরাক থেকে
ঘ) ১৯৮৮ সালে উত্তর ইয়েমেন থেকে

28. চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ কোনটি এবং এটি চাঁদের কোথায় অবতরণ করে?

ক) ভারত, শিওলি
খ) জাপান, শিওলি
গ) চীন, চন্দ্র
ঘ) জাপান, সুওমো

30. মারিও জাগালো' কে ছিলেন?

ক) কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার
খ) কিংবদন্তি আফ্রিকান ফুটবলার
গ) কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার
ঘ) কিংবদন্তি জার্মান ফুটবলার

32. উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা কত?

ক) ১০০ নটিক্যাল মাইল
খ) ৩৭০.০ কি.মি
গ) ৩০০ নটিক্যাল মাইল
ঘ) ১৫০ মাইল

34. ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?

ক) আগারগাঁও, ঢাকা
খ) সাউথ সেন্ট্রাল রোড, খুলনা
গ) সোহরাওয়ার্দি উদ্যান, ঢাকা
ঘ) কাজলা, রাজশাহী

38. মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব 'বীরশ্রেষ্ঠ' আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়?

ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২
খ) ১৫ ডিসেম্বর, ১৯৭৩
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩
ঘ) ২৬ মার্চ, ১৯৭২

40. কোন বইটি মুক্তিযুদ্ধভিত্তিক?

ক) সূচনা
খ) Millions of babies in Pain
গ) নাইন মান্থস টু ফ্রিডম
ঘ) আমার কিছু কথা

41. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' বলে আখ্যায়িত করেছিলেন কে?

ক) মওলানা আকরাম খান
খ) আব্দুল গাফফার চৌধুরী
গ) নির্মলেন্দু গুণ
ঘ) লোবেন জেফিন্স

42. আমরা অনশন ভাঙব না' কোন রচনা থেকে উদ্ধৃত্ত হয়েছে?

ক) বায়ান্নর দিনগুলো
খ) চাষার দুক্ষু
গ) একুশে ফেব্রুয়ারি
ঘ) আমার পথ

45. বিলিরুবিন তৈরি হয় কোনটি থেকে?

ক) লোহিত রক্তকনিকা
খ) শ্বেত রক্তকনিকা
গ) অনুচক্রিকা
ঘ) এনজাইম

48. ইঞ্জিনের কোন অংশ জালানীকে বাষ্পে পরিণত করে?

ক) কার্বুরেটর
খ) প্রেশার পাম্প
গ) স্পার্ক প্লাগ
ঘ) ইনজেকটর

49. ইনসমনিয়া কোন ধরণের অসুখ?

ক) নিদ্রহীনতা
খ) স্নায়ুরোগ
গ) সেরিব্রাল পলসি
ঘ) চোখের রোগ

57. X ইউনিটে খরচ Y = 5x+10. 10 ইউনিটে গড়ে খরচ কত?

ক) 5 টাকা
খ) 60 টাকা
গ) 8 টাকা
ঘ) কোনটিই নয়

59. কোন বৃত্তের অধিচাপে অর্ন্তলিখিত কোন-

ক) সূক্ষ্মকোণ
খ) স্থূলকোণ
গ) সমকোণ
ঘ) পূরককোণ

উত্তরমালা দেখুন উত্তরগুলো যাচাই করুন
প্রতিষ্ঠানভিত্তিক জব সলুশনসমূহ সালভিত্তিক জব সলুশনসমূহ