বিষয়ঃ বাংলা

51. পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি

ক) আল মাহমুদ
খ) রফিক আজাদ
গ) আবুল হাসান
ঘ) আবুল হোসেন

52. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-

ক) অস্তিত্ববাদ
খ) অভিব্যক্তিবাদ
গ) পরাবাস্তববাদ
ঘ) দ্বৈতাদ্বৈতবাদ

53. শামসুর রাহমানের রচিত উপন্যাস-

ক) পতঙ্গ পিঞ্জর
খ) প্রেম একটি লাল গোলাপ
গ) রৌদ্র করোটিতে
ঘ) অদ্ভুত আঁধার এক

54. ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' গানটির রচয়িতা-

ক) কাজী নজরুল ইসলাম
খ) গোলাম মোস্তফা
গ) জসীমউদ্দীন
ঘ) আব্বাস উদ্দীন আহমদ

55. নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিষ্ণু দে
গ) অমিয় চক্রবর্তী
ঘ) প্রেমেন্দ্র মিত্র

56. তৈল' প্রবন্ধটি লিখেছেন-

ক) সুকুমার রায়
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) শিবনারায়ণ রায়
ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

57. রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?

ক) বিসর্জন
খ) রক্তকরবী
গ) মুক্তধারা
ঘ) ডাকঘর

58. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-

ক) জশুয়া মার্শম্যান
খ) ডেভিড হেয়ার
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) মাইকেল মধুসুদন দত্ত

59. যে নারীর পতি নেই, পুত্রও নেই- এক কথায় প্রকাশ করলে কী হবে?

ক) বিধবা
খ) কাকবন্ধ্যা
গ) অবীরা
ঘ) পতিপুত্রহীনা
Note : যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা। যে নারীর হাসি পবিত্র- শুচিস্মিতা । যে নারী অন্যের নিন্দা করে না - অনসূয়া। সরোবরে জন্ম যার - সরোজ। যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

60. যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?

ক) সুচিস্মিতা
খ) শুচিস্মিতা
গ) সুহাসিনী
ঘ) সুহাস্য
Note : যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা। যে নারীর হাসি পবিত্র- শুচিস্মিতা । যে নারী অন্যের নিন্দা করে না - অনসূয়া। সরোবরে জন্ম যার - সরোজ। যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

61. চৌ হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রচনা?

ক) বাংলা+ফরাসি
খ) সংস্কৃত-ফারসি
গ) ফারসি+আরবি
ঘ) সংস্কৃত+আরবি
Note : ক ও গ দুইটাই উত্তর

62. দুই সৈনিক' উপন্যাসটি কার লেখা?

ক) সৈয়দ শামসুল হক
খ) আখতারুজ্জামান ইলিয়াস
গ) শওকত উসমান
ঘ) আনোয়ার পাশা
Note : মুক্তিযুদ্ধকে পটভূমি করে শওকত উসমান লিখেছেন চারটি উপন্যাস – জাহান্নাম হইতে বিদায় (১৯৯১)১, দুই সৈনিক (১৯৭৩)২, নেকড়ে অরণ্য (১৯৭৩)৩ ও জলাংগী (১৯৭৪)৪।

63. ’হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?

ক) কালীপ্রসন্ন সিংহ
খ) বলাই চাঁদ মুখোপাধ্যায়
গ) সমরেশ বসু
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Note : ’হুতোম প্যাঁচা’ ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহের।
কালীপ্রসন্ন সিংহ (২৩ ফেব্রুয়ারি ১৮৪০ - ২৪ জুলাই ১৮৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন।
সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই হুতোম প্যাঁচার নক্‌শা। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা - সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন।

64. আদালত' শব্দটি কোন ভাষা থেকে জাত?

ক) আরবি
খ) বাংলা
গ) গর্তুগীজ
ঘ) ফারসি

65. সমাস ও কারক ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত?

ক) ঋনি তত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) শব্দতত্ত্বে
Note : সমাস ও কারক ব্যাকরণের রূপ তত্ত্বে অংশে আলোচিত হয় । বর্তমান নতুন বইয়ে সমাস ব্যাকারণের শব্দতত্ত্ব এবং কারক বাক্যতত্ত্বে অন্তর্ভুক্ত ।

66. কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি?

ক) ভাঙ্গার গান
খ) প্রলয় শিখা
গ) বিষের বাঁশি
ঘ) যুগবাণী
Note : "বিষের বাঁশি" কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নিষিদ্ধ গ্রন্থ।
এ গ্রন্থটি আগস্ট ১৯২৪ প্রকাশিত হয় এবং অক্টোবর ১৯২৪ সালে নিষিদ্ধ হয়।
তার মোট নিষিদ্ধ গ্রন্থ হলো - ৫ টি - বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।

67. সন্ধি বিচ্ছেদ করুন- 'ক্ষুৎপিপাসা'

ক) ক্ষুৎ + পিসাসা
খ) ক্ষুধা + পিপাসা
গ) ক্ষুধ্ + পিপাসা
ঘ) কোনোটিই নয়

68. ‘আগুন পাখি’– উপন্যাসটির রচয়িতা কে?

ক) সুবীর সাহা
খ) হাসান আজিজুল হক
গ) আলতাফ মাহমুদ
ঘ) আলতাফ মামুন

69. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?

ক) নাম-পদ
খ) মৌলিক শব্দ
গ) কৃদন্ত শব্দ
ঘ) প্রাতিপাদিক

70. ”বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ?

ক) সংস্কৃত
খ) হিন্দি
গ) অহমিয়া
ঘ) তুর্কি

72. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) নেকড়ে অরণ্য
খ) বন্দী শিবির থেকে
গ) নিষিদ্ধ লোবান
ঘ) প্রিয়যোদ্ধা প্রিয়তম

73. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

74. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?

ক) বেনজির আহমেদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাস
ঘ) শামসুর রাহমান

75. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক) আমি ভাত খাচ্ছি
খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ) আমি দুপুরে ভাত খাই
ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

76. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

ক) করণ কারক
খ) সম্প্রদান কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক

77. কোন বানানটি শুদ্ধ?

ক) মনোকষ্ট
খ) মনঃকষ্ট
গ) মণকষ্ট
ঘ) মনকস্ট

78. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

ক) ছেঁড়াতার
খ) কী চাহ হে শঙ্খচিল
গ) বাকী ইতিহাস
ঘ) চাকা

79. বচন অর্থ কি?

ক) সংখ্যার ধারণা
খ) গণনার ধারণা
গ) ক্রমের ধারণা
ঘ) পরিমাপের ধারণা

81. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়–

ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে

82. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

ক) প্রথম নাথ বিশী
খ) প্রমথ চৌধুরী
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) প্রথম নাথ বসু

83. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

ক) উৎকর্ষতা
খ) উৎকর্ষ
গ) উৎকৃষ্ট
ঘ) উৎকৃষ্টতা

84. যা চিরস্থায়ী নয়-

ক) নশ্বর
খ) অস্থায়ী
গ) ক্ষণিক
ঘ) ক্ষণস্থায়ী

85. “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মীর মোশাররফ হোসেন
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

86. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?

ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ

87. কোন বানানটি শুদ্ধ?

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমুর্ষু
ঘ) মূমূর্ষু

88. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?

ক) আবু ইসহাক
খ) রবি ঠাকুর
গ) শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়
ঘ) কাজী নজরুল ইসলাম

89. তুমি এতক্ষণ কী করেছ? – এ বাক্যে ‘কী’ কোন পদ?

ক) বিশেষণ
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া

90. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-

ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্রত্যক্ষ
ঘ) নিরপেক্ষ

91. Ballad কী?

ক) লোকগীতি
খ) লোকগাথা
গ) গীতিকা
ঘ) গাথা

92. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

ক) বনী আদম
খ) জননী
গ) চৌরসন্ধি
ঘ) ক্রীতদাসেরহাসি

93. সমাস ভাষাকে কী করে?

ক) বিস্তৃত করে
খ) অর্থপূর্ণ করে
গ) অর্থের রূপান্তর করে
ঘ) সংক্ষেপ করে

94. 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-

ক) জন + ইক
খ) জন + এক
গ) জনৈ +এক
ঘ) জন + ঈক

95. তৎসম শব্দের ব্যবহার কোন্ রীতিতে বেশি হয়?

ক) চলতি রীতি
খ) সাধু রীতি
গ) মিশ্র রীতি
ঘ) আঞ্চলিক রীতি

96. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

ক) ১৩টি
খ) ১২টি
গ) ১১টি
ঘ) ১০টি

98. Quarterly শব্দের অর্থ কী?

ক) সাপ্তাহিক
খ) পাক্ষিক
গ) ষান্মাসিক
ঘ) ত্রৈমাসিক

99. বাংলা গদ্যের জনক কে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) উইলিয়াম কেরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore