বিষয়ঃ বাংলা
52. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
53. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
54. ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' গানটির রচয়িতা-
55. নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা
56. তৈল' প্রবন্ধটি লিখেছেন-
58. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
59. যে নারীর পতি নেই, পুত্রও নেই- এক কথায় প্রকাশ করলে কী হবে?
60. যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?
61. চৌ হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রচনা?
62. দুই সৈনিক' উপন্যাসটি কার লেখা?
63. ’হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?
কালীপ্রসন্ন সিংহ (২৩ ফেব্রুয়ারি ১৮৪০ - ২৪ জুলাই ১৮৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন।
সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই হুতোম প্যাঁচার নক্শা। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা - সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন।
65. সমাস ও কারক ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত?
66. কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি?
এ গ্রন্থটি আগস্ট ১৯২৪ প্রকাশিত হয় এবং অক্টোবর ১৯২৪ সালে নিষিদ্ধ হয়।
তার মোট নিষিদ্ধ গ্রন্থ হলো - ৫ টি - বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
67. সন্ধি বিচ্ছেদ করুন- 'ক্ষুৎপিপাসা'
68. ‘আগুন পাখি’– উপন্যাসটির রচয়িতা কে?
72. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
73. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
74. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?
75. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
76. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
81. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়–
82. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
85. “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?
88. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?
92. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
95. তৎসম শব্দের ব্যবহার কোন্ রীতিতে বেশি হয়?
99. বাংলা গদ্যের জনক কে?