বিষয়ঃ বাংলা

101. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।’ – এটি কোন বাক্য?

ক) সরল
খ) মিশ্র বা জটিল
গ) যৌগিক
ঘ) সংযুক্ত
Note : একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খণ্ডবাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল - এটি একটি মিশ্র বা জটিল বাক্য। জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ।

102. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনি
Note : 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ বিটপী'। 'বৃক্ষ' শব্দের আরও কিছু সমার্থক শব্দ - গাছ , তরু, অটবি, পল্লবী, উদ্ভিদ , দ্রুম, পাদপ, বিটপী. মহীরুহ, শাখী।।

103. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) শেখ হাসিনা
গ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) এ. কে. ফজলুল হক

104. ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?

ক) প্রবোধচন্দ্র সেন
খ) প্রমথনাথ বিশি
গ) প্রমথ চৌধুরী
ঘ) প্রদ্যুম্ন মিত্র

105. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?

ক) প্রাতিপদিক
খ) অভিশ্রুতি
গ) অপিনিহিতি
ঘ) ধ্বনি-বিপর্যয়

106. কোন বাক্যটি শুদ্ধ?

ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

107. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

ক) দৌলত কাজী
খ) মাগন ঠাকুর
গ) সাবিরিদ খান
ঘ) আলাওল

108. নিচের কোনটি বিশেষ্য পদ?

ক) জাত
খ) গৈরিক
গ) উদ্ধত
ঘ) গাম্ভীর্য

109. নিচের কোনটি বিশেষণ পদ?

ক) মহত্ত্ব
খ) সতীত্ব
গ) সৎ
ঘ) সৌন্দর্য

110. পান করিবার যোগ্য-

ক) পিপাসা
খ) পেয়
গ) পানীয়
ঘ) খ এবং গ

111. হনন করার ইচ্ছা-

ক) লিন্সা
খ) জিঘাংসা
গ) কতঘ্ন
ঘ) জিতেন্দ্রীয়

112. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-

ক) ইতিহাসবেত্তা
খ) ইতিহাসবিজ্ঞ
গ) ঐতিহাসিক
ঘ) ইতিহাসবিদ

113. নিচের কোনটি ক্লীব লিঙ্গ?

ক) মাতা
খ) ছেলে
গ) টেবিল
ঘ) গাভী

114. 'বহুব্রীহি' শব্দটি কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) দ্বিগু
ঘ) বহুব্রীহি

115. 'শশব্যস্ত' শব্দটি কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) দ্বিগু
গ) কর্মধারয়
ঘ) বহুব্রীহি

116. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) ইতিপূর্বে
খ) ইতোপূর্বে
গ) ইতিমধ্যে
ঘ) ইতোমধ্যে

117. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?

ক) অক্ষর
খ) শব্দ
গ) ধ্বনি
ঘ) বাক্য

118. ভাষার চরিত রূপ কোনটি?

ক) এই
খ) উহা
গ) তাহাদের
ঘ) ওদের

119. উপকারীর অপকার করে যে-

ক) কৃতজ্ঞ
খ) অকৃতজ্ঞ
গ) কৃতঘ্ন
ঘ) অপকারী

120. যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে?

ক) প্রোষিতকর্তৃকা
খ) প্রোষিতভার্যা
গ) প্রবাসিনী
ঘ) বিদেশিনী

121. নিচের কোনটি অশুদ্ধ বানান?

ক) প্রতিষ্ঠা
খ) ভূমিষ্ঠ
গ) অষ্টম
ঘ) আশ্চর্য

122. নিচের কোন বানানটি সঠিক?

ক) পুরস্কার
খ) পরিস্কার
গ) সুষ্ঠ
ঘ) সুষ্ঠু

123. নিচের কোনটি অশুদ্ধ বানান?

ক) প্রতিযোগী
খ) প্রতিযোগীতা
গ) ভীরু
ঘ) সুশীল

124. নিচের কোনটি অশুদ্ধ বানান?

ক) কুল
খ) কূল
গ) উচিৎ
ঘ) ভবিষ্যৎ

125. 'ষড়যন্ত্র' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) ষড়+যন্ত্র
খ) ষট্+যন্ত্র
গ) ষট+যন্ত্র
ঘ) সর+যন্ত্র

126. 'দুষ্পাচ্য' এর সিন্ধ বিচ্ছেদ কোনটি?

ক) দু+পাচ্য
খ) দুঃ+পাচ্য
গ) দুস+পাচ্য
ঘ) দু+প্রাচ্য

127. 'দিগ্বিজয়' এ সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) দিগ+বিজয়
খ) দিক্+বিজয়
গ) দিগ্বি+জয়
ঘ) দিক+বিজয়

128. 'পদ্ধতি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পদ্‌-হতি
খ) পদ+হতি
গ) পদ+ঋতি
ঘ) পদ্ধ+তি

130. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া
ঘ) অব্যয়

131. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?

ক) নাম-পদ
খ) মৌলিক শব্দ
গ) কৃদন্ত শব্দ
ঘ) প্রাতিপাদিক

132. কোনটি কণ্ঠ্যবর্ণ?

ক) হ
খ) শ
গ) ষ
ঘ) স
Note : এই পরিক্ষা গুলো নিয়মিত ফ্রি দিতে পারবেন BCS Target অ্যাপসে যা এখন প্লে স্টোরিতে পাওয়া যাচ্ছে ‌। প্লে স্টোরে BCS Target লিখে সার্চ দিলেই পাওয়া যাবে । ফ্রি একাউন্ট তৈরি করে পরিক্ষা দিন।

133. একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে?

ক) সুবীর সাহা
খ) সুধীন দাস
গ) আলতাফ মাহমুদ
ঘ) আলতাফ মামুন

135. “তোমাকেই ঢাকা যেতে হবে” কোন ধরণের বাচ্য?

ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্তা

136. বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা ?

ক) উড়িষ্যা
খ) তামিল
গ) নাগপুর
ঘ) মিজোরাম

137. নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) ভাষাতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) বাক্যতত্ব

138. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) শব্দতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে

140. অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?

ক) ধ্বনি
খ) যতি
গ) মাত্রা
ঘ) ছেদ

141. নিচের কোনটি "সৃষ্টি" এর প্রকৃতি ও প্রত্যয়?

ক) সৃষ্‌+টি
খ) সুশ্‌+তি
গ) সৃজ্‌+তি
ঘ) সু+ষ্টি

142. 'দ্বীপ' এর ব্যাসবাক্য?

ক) চারদিকে জল যার
খ) দুদিকে আবদ্ধ জল যার
গ) দুদিকে অপ যার
ঘ) দ্বীপের মত

143. "গোষ্পদ" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) গোঃ+পদ
খ) গো+পদ
গ) গৌ+পদ
ঘ) গৈ+পদ
Note : গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ হল গো + পদ।

144. "সন্দেশ" কোন শ্রেণির শব্দ?

ক) যৌগিক
খ) রুঢি
গ) দেশি
ঘ) যোগরুঢ়

145. "এ যে আমাদের চেনা লোক" বাক্যে 'চেনা' কোন পদ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) ক্রিয়া

146. "কারক" পড়ায় তারক ঠাকুর। দাগাঙ্কিত শব্দটি কোন কারক?

ক) কর্ম
খ) সম্প্রদান
গ) কর্তা
ঘ) করণ
Note : কারক পড়ায় তারক ঠাকুর। এখানে 'কারক' কর্ম কারক।

147. "বল বীর বল উন্নত মম শির।"- বাক্যটি কী?

ক) ইচ্ছাসূচক
খ) প্রশ্নসূচক
গ) আদেশসূচক
ঘ) বিস্ময়সূচক

148. কোনটি শুদ্ধ বাক্য?

ক) কুলাটা নারীকে বর্জন কর
খ) কুলটা নারীকে বর্জন কর
গ) কুলাটা নারীকে বর্জন কর
ঘ) কূলটা নারীকে বর্জন কর

149. অশুদ্ধ বানান কোনটি?

ক) মনোমোহন
খ) স্নেহাশিস
গ) নিক্কণ
ঘ) হীনম্মন্যতা

150. "গাছ পাথর" বাগধারাটির অর্থ কি?

ক) বাড়াবাড়ি করা
খ) ভূমিকা করা
গ) হিসাব নিকাশ
ঘ) অসম্ভব বস্তু
Note : গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore