বিষয়ঃ বাংলা

151. "নবীবংশ" কোন কবির রচনা?

ক) শাহ মুহাম্মদ সগীর
খ) সৈয়দ সুলতান
গ) মুহাম্মদ খান
ঘ) শেখ পরান

152. "আঠারো বছর বয়স" কবিতাটি কোন ছন্দে রচিত?

ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মিশ্র কলাবৃত্ত
ঘ) অমিত্রাক্ষর

153. 'মধ্যস্বরাগম' এর সমার্থক কোনটি?

ক) স্বরসঙ্গতি
খ) অভিশ্রুতি
গ) সম্প্রকর্ষ
ঘ) বিপ্রকর্ষ

154. ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?

ক) মনোএল-দ্য-আসসুম্পসাঁও
খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ) জন বিমস
ঘ) উইলিয়াম কেরি
Note : ২য় ও ৩য় ধাপের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির পেইড ব্যাচের আজকের পরিক্ষা সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দূরত্ব ভর্তি হয়ে নিন ।

155. 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?

ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
ঘ) তৎপুরুষ

156. বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?

ক) বিসমীভবন
খ) সমীভবন
গ) ব্যঞ্জনদ্বিত্ব
ঘ) ব্যঞ্জন বিকৃতি

157. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী

ক) পণ্ডিত
খ) বিদ্যাসাগর
গ) শাস্ত্রজ্ঞ
ঘ) মহামহোপাধ্যায়

158. বাগযন্ত্রের অংশ কোনটি?

ক) স্বরযন্ত্র
খ) ফুসফুস
গ) দাঁত
ঘ) সবকটি

159. 'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কোনটি?

ক) বস্ত্র
খ) আশ্রয়
গ) নির্লজ্জতা
ঘ) কেনাবেচা

160. বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ -

ক) বাক্‌ + আড়ম্বর
খ) বাগ+অম্বর
গ) বাক + অম্বর
ঘ) বাগ্‌+আড়ম্বর

161. কোনটি মৌলিক শব্দ -

ক) গোলাপ
খ) মানব
গ) ধাতব
ঘ) একাঙ্ক

162. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-

ক) ক্ষণিকা
খ) তাসের দেশ
গ) বসন্ত
ঘ) কালের যাত্রা

163. 'কাক নিদ্রা' শব্দটির অর্থ-

ক) কপটনিদ্রা
খ) অগভীর সতর্ক নিদ্রা
গ) কাকের নিদ্রার ন্যায়
ঘ) অনিষ্ট চিন্তা

164. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?

ক) শেখ আজিজুর রহমান
খ) শওকত আলী
গ) আহমেদ আজিজ
ঘ) ওসমান গনী

165. চর্যাপদ কোন ছন্দে লেখা?

ক) স্বরবৃত্ত
খ) নিম্নবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) মাত্রাবৃত্ত

166. চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি?

ক) চাঁদ মুখ যার
খ) চাঁদের মত দেখতে মুখ
গ) চাঁদ রূপ মুখ
ঘ) চাঁদ মুখের ন্যায়
Note : প্রশ্নে চাঁদমুখ বা চন্দ্রমুখ যাই বলুক না কেনো তা উপমিত কর্মধারয় সমাস উত্তর দিতে হবে এবং ব্যাসবাক্য হবে মুখ চাঁদের ন্যায় কিংবা চাদের ন্যায় মুখ। এখানে অপশনের ব্যাসবাক্যে যেহেতু মুখ চাঁদের ন্যায় কিংবা চাদের ন্যায় মুখ নাই তাই চাঁদ রূপ মুখ দিতে হবে, এক্ষেত্রে এটা রূপক কর্মধারয় হয়ে যাবে। এটা জগদীশ ঘোষ স্যারের আধুনিক বাংলা ব্যাকরণ মতে।

167. সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?

ক) টাঙ্গাইল
খ) পাবনা
গ) ফেনী
ঘ) কুষ্টিয়া

168. 'নন্দিনী' এর নিচের প্রতিশব্দ কোনটি?

ক) মিনাক্ষী
খ) সুন্দরী
গ) ননদিনী
ঘ) তনয়া

169. 'অর্বাচিন' শব্দের বিপরীত শব্দটি-

ক) প্রাচীন
খ) নবীন
গ) অনির্বাচিত
ঘ) বোকা

170. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?

ক) অমীয় চক্রবর্তী
খ) আল মাহমুদ
গ) শামসুর রাহমান
ঘ) আব্দুল মান্নান সৈয়দ
Note : 'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।

171. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) নিশীথিনি
খ) নিশীথীনি
গ) নিশীথিনী
ঘ) নিশিথীনী

172. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?

ক) কারক
খ) সন্ধি
গ) প্রকৃতি
ঘ) সমাস

173. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে প্রথমা
খ) কর্মকারকে প্রথমা
গ) কর্মকারকে সপ্তমী
ঘ) কর্তৃকারকে সপ্তমী
Note : এখানে মাছ ধরার কাজটা অর্থাৎ ক্রিয়া সম্পাদন করছে জেলে। তাই জেলে কর্তৃকারক। আর এখানে জেলে শব্দে শূন্য বা প্রথমা বিভক্তি।

174. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' -এক কথায় বলে-

ক) সন্ধ্যাকাল
খ) আলোছায়া
গ) সায়াহ্ন
ঘ) গোধূলী

175. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় -

ক) ভাব
খ) পদ
গ) বর্ণ
ঘ) ধ্বনি
Note : একটি ধ্বনি বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি।

176. 'তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?

ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ

177. স্বরান্ত অক্ষরকে কী বলে?

ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর

178. যা চিরস্থায়ী নয় -

ক) অস্থায়ী
খ) ক্ষণিক
গ) ক্ষণস্থায়ী
ঘ) নশ্বর

179. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?

ক) চতুর+পদ
খ) চতুর্ষ+পদ
গ) চতু+ পদ
ঘ) চতুঃ+পদ

180. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?

ক) চতুর+পদ
খ) চতুর্ষ+পদ
গ) চতু+ পদ
ঘ) চতুঃ+পদ

181. তুষারের ন্যয় শুভ্র = তুষারশুভ্র; এটি কোন সমাস?

ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধার‍য়
গ) দ্বিগু
ঘ) রূপক কর্মধারয়
Note : উপমান কর্মধারায় সমাসঃ যে কর্মধারায় সমাসে সাধারণত কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিলন হয়, তাকে বলে উপমান কর্মধারায় সমাস। যেমনঃ কুসুম ন্যায় কোমল - কুসুমকোমল, বকের ন্যায় ধার্মিক - বকধার্মিক, তুষারের ন্যায় শুভ্র - তুষারশুভ্র।

182. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী

ক) সাধু রীতি
খ) চলিত রীতি
গ) কথ্য রীতি
ঘ) লেখ্য রীতি

183. Transitory means:

ক) temporary
খ) permanent
গ) transparent
ঘ) short lived

184. your conduct admits ----- no excuse .

ক) at
খ) on
গ) to
ঘ) of

185. ‘বনফুল' কার ছদ্মনাম?

ক) প্রমথ চৌধুরী
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) যতীন্দ্রমোহন বাগচী
ঘ) মোহিতলাল মজুমদার
Note : বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন। ১৯১৫ খ্রিষ্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে।

186. ৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-

ক) 'বাতাসে লাশের গন্ধ' - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ) 'স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো'- নির্মলেন্দু গুণ
গ) 'বুক তার বাংলাদেশের হৃদয়'- শামসুর রাহমান
ঘ) 'আমার পরিচয়'- সৈয়দ শামসুল হক
Note : স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো, এটি নির্মলেন্দু গুণের একটি কবিতা। কিন্তু প্রচলিত অর্থে এটি কবিতা নয়, ১৯৭১ সালের ৭ ই মার্চে প্রদত্ত বঙ্গবন্ধুর ভাষণ। কবি এই ভাষণকেই কবিতার সঙ্গে তুলনা করেছেন।

187. 'নিশীথ রাতে বাজছে বাঁশি' বাক্যে 'নিশীথে' কোন পদ?

ক) বিশেষণের বিশেষণ
খ) বিশেষ্যের বিশেষণ
গ) বিশেষ্য
ঘ) বিশেষণ
Note : নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে, অর্থাৎ অন্য কোন পদ সম্পর্কে কিছু বলে, তাকে নাম বিশেষণ বলে। যেমন - বিশেষ্যের বিশেষণ : নীল আকাশ আর সবুজ মাঠের মাঝ দিয়ে একটি ছোট্ট পাখি উড়ে যাচ্ছে। সর্বনামের বিশেষণ : সে রূপবান ও গুণবান।

188. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) পদক্রম
ঘ) বাক্য প্রকরণ
Note : ”সন্ধি” ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। সব ভাষার ব্যাকরণের প্রধানত চারটি বিষয়ের আলোচনা হয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়।

189. ‘আবির্ভাব' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) অভাব
খ) তিরোভাব
গ) তিরোধান
ঘ) ভাবাবেগ

190. অপভ্রংশ কথাটি অর্থ কি?

ক) উন্নত
খ) বিবৃত
গ) সাধারণ
ঘ) বিকৃত
Note : অপভ্রংশ শব্দের বাংলা অর্থ মূল শব্দের বিকৃত বা অশুদ্ধ রূপ, প্রাকৃতের পরবর্তী এবং নব্যভারতীয় ভাষার পূর্ববর্তী রূপ, অপভাষা, বিকৃতি, বিকার, বিচ্যুতি। প্রাকৃত স্তরের পরের ভাষা। মূল শব্দের বিবর্তিত রূপ। বিকৃতি, অশুদ্ধি। বিচ্যুতি, স্খলন, স্বস্থান থেকে বিচলন। অপভ্রষ্ট বিকৃত, অশুদ্ধ। স্খলিত, পতিত।

191. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) মোহাম্মদ নাসিরউদ্দীন
খ) আবুল কালাম শামসুদ্দীন
গ) কাজী আব্দুল ওদুদ
ঘ) সিকানদার আবু জাফর
Note : সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।
১৯১৮ সালের নভেম্বর/ডিসেম্বরে (১৩২৫ বঙ্গাব্দ, অগ্রহায়নে) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে সওগাত প্রথম প্রকাশিত হয়। ১৯২১ সালের মার্চ - এপ্রিল (১৩২৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা চালু ছিল।
এরপর ১৯২৬ সালে (১৩৩৩ বঙ্গাব্দ) সওগাত - নবপর্যায় নামে পুনরায় প্রকাশ হয়। ১৯৩০ সাল (১৩৩৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল।
১৯৫০ এর পর থেকে তিন বছর পত্রিকার কোনো সংখ্যা প্রকাশিত হয় নি। এরপর ১৯৫২ - এর নভেম্বর/ডিসেম্বর (অগ্রহায়ণ ১৩৫৯ বঙ্গাব্দ, অগ্রহায়ণে) থেকে ঢাকা থেকে পত্রিকা প্রকাশিত হতে থাকে।

192. বাংলা ভাষার মূল উৎস কী?

ক) হিন্দি ভাষা
খ) উড়িয়া
গ) বৈদিক ভাষা
ঘ) অনার্য ভাষা
Note : বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলো ইন্দো ইউরোপীয় পরিবারের ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন।

193. বাগযন্ত্রের অংশ কোনটি?

ক) স্বরযন্ত্র
খ) ফুসফুস
গ) দাঁত
ঘ) উপরের সবকটি
Note : ধ্বনি উচ্চারণ করতে যেমন প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্যন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই রাগযন্ত্রের বাগ্যসমূহ হলো। মূল অন্তর্ভুক্ত। আলভিত, অধিজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, ৬ষ্ঠ, নাসারন্ধ, নাসিকা শহর, মুখ, নিচের চোয়াল, গলবিনীয় হার, যন্ত্র, খাদ্যনালী, শ্বাসনালী, ফুসফুস ।বাগ্‌যন্ত্রের প্রধান প্রত্যঙ্গটি হলো ফুসফুস।

194. ‘জল পড়ে পাতা নড়ে’ -এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?

ক) কর্তায় প্রথমা
খ) কর্তায় সপ্তমী
গ) কর্তায় চতুর্থী
ঘ) কর্তায় তৃতীয়া
Note : জল পড়ে, পাতা নড়ে। এখানে জল কর্তায় শূণ্য কারক। কারণ, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্তৃকারক বলে। ক্রিয়ার সঙ্গে কি বা কে বা কারা যোগ করে প্রশ্ন কলে যে উত্তর পাওয়া যায় তা - ই কর্তৃকারক। প্রদত্ত বাক্যে, কি পড়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে জল। তাই জল কর্তৃকারক। আর কোন বিভক্তি নেই তাই কর্তায় শূণ্য।

195. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) মহতী যে কীর্তি
খ) মহা যে কীর্তি
গ) মহান যে কীর্তি
ঘ) মহান কীর্তি যার
Note : মহাকীর্তি সমাসটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন: মহতী যে কীর্তি - মহাকীর্তি।

196. যে নারীর হাসি সুন্দর-

ক) অনূঢ়া
খ) সাধনা
গ) সুস্মিতা
ঘ) সুমিতা
Note : যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা। যে নারী অন্যের নিন্দা করে না - অনসূয়া। সরোবরে জন্ম যার - সরোজ। যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

197. 'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) মতঃ+ঐক
খ) মত+এক
গ) মত+ঐক্য
ঘ) মত+এক
Note : 'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ মত + ঐক্য। অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

198. কোনটি তুর্কি শব্দ?

ক) চা
খ) দারোগা
গ) চিনি
ঘ) রিক্সা
Note : তুর্কি শব্দ - উজবুক, কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বাবা, মুচলেকা, লাশ, রেনেসাঁ, চকমক, বেগম। চা ,চিনি চীনা শব্দ এবং রিক্সা জাপানি শব্দ।

199. ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) মতঃ + এক
খ) মতঃ + ঐক্য
গ) মত + এক
ঘ) মত + ঐক্য
Note : 'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ মত + ঐক্য। অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

200. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি ?

ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore