বিষয়ঃ সাধারণ জ্ঞান

101. জাতির জনক শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয় কবে?

ক) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
খ) ১৯৬৯ সালের ১৩ ফেব্রুয়ারি
গ) ১৯৭০ সালের ২৩ ফেব্রুয়ারি
ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

102. যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া প্রণয়ন করেন কে?

ক) এ কে ফজলুল হক
খ) মওলানা ভাসানী
গ) আবুল মনসুর আহমেদ
ঘ) হাবিবুর রহমান

103. ঝিনুক' শব্দের অর্থ -

ক) উপল
খ) দলিল
গ) শৈল
ঘ) সুক্তি

104. জীবন আমার বোন' উপন্যাসটি লিখেছেন-

ক) সেলিনা হোসেন
খ) হুমায়ূন আহমেদ
গ) রশীদ হায়দার
ঘ) মাহমুদুল হক

105. ঔ বর্ণের উচ্চারণ ?

ক) ওই
খ) অই
গ) আউ
ঘ) ওউ

106. ণ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি শুদ্ধ?

ক) অপরাহ্ন
খ) অপরান্ন
গ) অপরাহ্ণ
ঘ) অপরান্ন

107. বাংলার মুক্তিসনদ নামে পরিচিত কোনটি?

ক) ৬ দফা
খ) ৭ মার্চের ভাষণ
গ) লাহোর প্রস্তাব
ঘ) কোনটিই নয়

108. ২০২৩ সালে শান্তিতে নোবেলজয়ীর নাম কী?

ক) খামা আঘিনি
খ) ইয়েন ফসে
গ) নার্গিস মোহাম্মদী
ঘ) ক্যাটালিন কারিকো

109. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?

ক) বৎসল, সুইজারল্যান্ড
খ) ব্রাসেলস, বেলজিয়াম
গ) ব্রামিলিয়া, ব্রাজিল
ঘ) জেনেভা, সুইজারল্যান্ড

110. BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ কোন দুটি?

ক) নেপাল ও শ্রীলংকা
খ) নেপাল ও ভুটান
গ) নেপাল ও থাইল্যান্ড
ঘ) নেপাল ও পাকিস্তান

112. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

ক) তেল
খ) গ্যাস
গ) কয়লা
ঘ) সমুদ্রের ঢেউ

113. সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু হল -

ক) টাংস্টেন
খ) প্লাটিনাম
গ) জারকানিয়াম
ঘ) টাইটানিয়াম

114. ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?

ক) রৈখিক গতি
খ) পর্যায়বৃত্ত গতি
গ) স্পন্দন গতি
ঘ) উপবৃত্তাকার গতি

115. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?

ক) সাহারা
খ) থর
গ) কালাহারি
ঘ) গোবি

116. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

ক) ঘোড়া
খ) বলগা হরিণ
গ) উট
ঘ) খচ্চর

117. স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত?

ক) ক্যালিফোর্নিয়া
খ) ভেনিজুয়েলা
গ) সুইজারল্যান্ড
ঘ) ভারত

118. বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত?

ক) ভেনিজুয়েলা
খ) গায়ানা
গ) প্যারাগুয়ে
ঘ) ক্যালিফোর্নিয়া

119. ‘ডেড সী' কি?

ক) একটি নদী
খ) একটি সাগর
গ) একটি হ্রদ
ঘ) মৃত সাগর

120. ”সবুজ গ্রহ” বলা হয় কাকে?

ক) মঙ্গল
খ) ইউরেনাস
গ) বুধ
ঘ) পৃথিবী

121. কোন শহরের উপনাম “বিগ আপেল”?

ক) মস্কো
খ) ক্যানবেরা
গ) নিউইয়র্ক
ঘ) ওটোয়া

122. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?

ক) চীন
খ) জাপান
গ) ভারত
ঘ) সিঙ্গাপুর

123. ভুটানের আইনসভার নাম কি?

ক) পঞ্চায়েত
খ) মজলিশ
গ) পার্লামেন্ট অব ভুটান
ঘ) মোগড়ু

124. সুইডেনের মুদ্রার নাম কি?

ক) পাউন্ড
খ) ডলার
গ) ক্রোনা
ঘ) পেসো

125. মঙ্গলিয়ার রাজধানী কোথায় ?

ক) লাসা
খ) কুইটো
গ) পিকিং
ঘ) উলান বাটর

126. ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?

ক) দক্ষিণ আমেরিকা
খ) উত্তর আমেরিকা
গ) এশিয়া
ঘ) অস্ট্রেলিয়া

127. নিউজিল্যান্ডের রাজধানী?

ক) আমস্টারডাম
খ) অকল্যান্ড
গ) ওয়েলিংটন
ঘ) ম্যানিলা

128. মার্কিন কোন প্রেসিডেন্ট তিন মেয়াদ ক্ষমতায় ছিলেন?

ক) হ্যারি এস ট্রুম্যান
খ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
গ) জেমস মেডিসন
ঘ) আব্রাহাম লিংকন

129. যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন?

ক) জেরাল্ড ফোর্ড
খ) রোনাল্ড রিগ্যান
গ) জর্জ বুশ
ঘ) জন এফ কেনেডি

131. দারফুর সংকটের সাথে জড়িত-

ক) জাতিগোষ্ঠী নির্মূলকরণ
খ) পরিবেশ দূষণ
গ) ভৌগলিক সীমানা
ঘ) মেয়ের সাথে সংঘাত

132. ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাণী কে?

ক) রানি ভিক্টোরিয়া
খ) রাণী দ্বিতীয় এলিজাবেথ
গ) রাণী এলিজাবেথ
ঘ) রাজা প্রথম জর্জ

133. কাতালোনিয়া কোন দেশে অবস্থিত?

ক) স্পেন
খ) গ্রিস
গ) জার্মানি
ঘ) কোরিয়া

134. I am the Revolution"" উক্তিটি করেছিলেন?"

ক) এডলফ হিটলার
খ) বেনিটো মুসোলিনী
গ) নেপোলিয়ান বোনাপার্ট
ঘ) অটোমান বিসমার্ক

135. নমপেন কোন দেশের রাজধানী?

ক) লাওস
খ) কম্বোডিয়া
গ) ভিয়েতনাম
ঘ) থাইল্যান্ড

136. গ্রীণল্যান্ড দ্বীপটি কোন মহাদেশে অবস্থিত?

ক) এশিয়া
খ) ইউরোপ
গ) উত্তর আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া

137. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?

ক) এ এন সাহা
খ) কামরুল হাসান
গ) রফিকুন্নবি
ঘ) জয়নুল আবেদিন
Note : বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার এ এন সাহা। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। জয়নুল আবেদিন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী।

138. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কত তারিখে পঠিত হয়?

ক) ১০ এপ্রিল ১৯৭১
খ) ১৭ এপ্রিল ১৯৭১
গ) ৭ মার্চ ১৯৭১
ঘ) ২৬ মার্চ ১৯৭১

139. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-

ক) ১৯৬৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৬৯ সালে

140. ‘গারাে’ উপজাতি কোন জেলায় বাস করে?

ক) পার্বত্য চট্টগ্রাম
খ) সিলেট
গ) ময়মনসিংহ
ঘ) টাঙ্গাইল

141. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

ক) অশোক মৌর্য
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) সমুদ্র গুপ্ত
ঘ) এর কোনটিই না

142. আল্ট্রাসনোগ্রাফী কী?

ক) নতুন ধরনের এক্সরে
খ) ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তা পাথর বিচূর্ণকরণ

143. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

ক) তিতুমীর
খ) সৈয়দ আহমদ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরিয়তউল্লাহ

144. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?

ক) তিতুমির
খ) ফকির মজনু শাহ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরীয়তুল্লাহ

145. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত?

ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

146. কোনটি চৌম্বক পদার্থ?

ক) পারদ
খ) বিসমাথ
গ) এ্যান্টিমনি
ঘ) কোবাল্ট

147. UNIDO এর সদর দপ্তর কোথায়?

ক) ভিয়েনা
খ) হেগ
গ) জেনেভা
ঘ) সদর দপ্তরবিহীন
Note : UNIDO এর সদর দপ্তর কোথায়- UNIDO এর প্রধান কার্যালয় ভিয়েনায়। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং ইউরোপের একটি ঐতিহাসিক শহর। অস্ট্রিয়ার সবথেকে বড় শহর। Vienna, Austria.

148. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

ক) ভারত
খ) পাকিস্তান
গ) শ্রীলঙ্কায়
ঘ) বাংলাদেশে

149. কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?

ক) তামার তার
খ) কো-এক্সিয়াল ক্যাবল
গ) অপটিক্যাল ফাইবার
ঘ) ওয়্যারলেস মিডিয়া

150. 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়-

ক) ১৯ ফেব্রুয়ারী ১৯২২
খ) ১৯ জানুয়ারী ১৯২৬
গ) ১৯ মার্চ ১৯২৬
ঘ) ২৬ মার্চ ১৯২৭

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore