বিষয়ঃ সাধারণ জ্ঞান

201. আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?

ক) অর্থনৈতিক
খ) মানবাধিকার
গ) ধর্মীয়
ঘ) খেলাধুলা

202. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

ক) চতুর্থ তফসিল
খ) পঞ্চম তফসিল
গ) ষষ্ঠ তফসিল
ঘ) সপ্তম তফসিল

203. ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে?

ক) ৩০ অক্টোবর ২০১৭
খ) ৩০ জুন ২০১৭
গ) ৩১ ডিসেম্বর ২০১৮
ঘ) ৩০ অক্টোবর ২০১৮

204. পদ্মা সেতুর প্রস্থ কত?

ক) ১৮.১০ মিটার
খ) ১৮.২০ মিটার
গ) ১৮.১৫ মিটার
ঘ) ১৮.৩০ মিটার

205. Sustainable Development Goal এর মেয়াদ শেষ হবে কবে?

ক) ৩০ জুন ২০৩০
খ) ৩১ ডিসেম্বর ২০৩০
গ) ০১ জানুয়ারি ২০৩০
ঘ) কোনটিই নয়

206. মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি?

ক) হেলসিংকি
খ) উলানবাটোর
গ) সানা
ঘ) কোনটিই নয়

207. সুয়েজখাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে?

ক) এশিয়া ও অস্ট্রেলিয়া
খ) আমেরিকা ও আফ্রিকা
গ) ইউরোপ ও আমেরিকা
ঘ) এশিয়া ও আফ্রিকা

208. পৃথিবীর জনসংখ্যা বর্তমানে কত?

ক) ৭৮৭.৫০ কোটি
খ) ৭৮৫.৫০ কোটি
গ) ৮০৪.৫০ কোটি
ঘ) ৭৯৫.৪০ কোটি

209. ২০২৪ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

ক) রোম
খ) প্যারিস
গ) মস্কো
ঘ) টোকিও

210. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?

ক) নরওয়ে
খ) ইতালি
গ) ফিনল্যান্ড
ঘ) ডেনমার্ক

212. ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?

ক) রাজশাহী
খ) খুলনা
গ) চট্টগ্রাম
ঘ) ঢাকা

213. ২০ জুলাই ২০২৩ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?

ক) সিলেটের মনিপুরি শাড়ী
খ) নাটোরের কাঁচাগোল্লা
গ) বাংলাদেশের শীতলপাটি
ঘ) বগুড়ার দই

214. New Development Bank এর বর্তমান সদস্য দেশ কয়টি?

ক) ৮ টি
খ) ৫ টি
গ) ৯ টি
ঘ) ১০ টি

215. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা 'বুকের ভেতর আগুন' এর রচয়িতা কে?

ক) বেগম নুরজাহান
খ) সেলিনা হোসেন
গ) জাহানারা ইমাম
ঘ) নীলিমা ইব্রাহিম

217. ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?

ক) লন্ডন
খ) প্যারিস
গ) ব্রাসেলস
ঘ) ফ্রাঙ্কফুর্ট

218. ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র কে ছিলেন?

ক) আনিসুল হক
খ) সাঈদ খোক
গ) সাদেকে হোসেন খোকা
ঘ) মোহাম্মদ হানিফ

219. হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?

ক) ক্যালসিয়াম
খ) রক্তের গ্লুকোজ
গ) ভিটামিন-ই
ঘ) ইনসুলিন
Note : রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। ইনসুলিন গ্রহণের মাত্রা বা ওষুধের মাত্রা বেশি এবং খাবার কম হলে, অর্থাৎ খাবার ও ওষুধের মধ্যে সমন্বয় না থাকলে। সময় না মেনে দেরিতে খাবার খেলে। দীর্ঘক্ষণ কঠোর ব্যায়াম করলে। অসুস্থতার পর খাবার খেতে না পারলে বা খাবার কম খেলে। অত্যধিক মদ্যপান করলে।

220. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?

ক) টাচ স্ক্রীন
খ) প্রিন্টার
গ) মাউস
ঘ) মাইক্রোফোন

221. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩-এ ভূষিত

ক) নুরজাহান বেগম
খ) মোহাম্মাদ জাফর ইকবাল
গ) মাকসুদুল আলম
ঘ) সেঁজুতি সাহা

223. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?

ক) তারেক মাসুদ
খ) মোস্তফা সরোয়ার ফারুকী
গ) মৃনাল সেন
ঘ) হুমায়ুন আহমেদ

224. ২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?

ক) ১৬,৯৮,১৭৯২১
খ) ১৬,৯৮,২৫,৯২১
গ) ১৯,৯৮,২৮,৯২১
ঘ) ১৬,৯৬,১৮,৯২১

225. প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি?

ক) যোগ্যতাভিত্তিক
খ) দক্ষতাভিত্তিক
গ) উদ্দেশ্যভিত্তিক
ঘ) বয়স কাঠামো ভিত্তিক

226. সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে?

ক) আপেল মাহমুদ
খ) গাজী মাজহারুল আনোয়ার
গ) নজরুল ইসলাম বাবু
ঘ) আহমেদ ইমতিয়াজ বুলবুল

227. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) প্রিয়যোদ্ধা প্রিয়তম
খ) নেকড়ে অরণ্য
গ) বন্দী শিবির থেকে
ঘ) নিষিদ্ধ লোবান

228. ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই?

ক) আসাম
খ) নাগাল্যান্ড
গ) ত্রিপুরা
ঘ) মিজোরাম
Note : ভারতের মোট ৫ টি রাজ্যের সাথে বাংলাদেশে সীমান্ত রয়েছে। রাজ্যগুলো হলো - পশ্চিমবঙ্গ, ত্রিপুর মেঘালয়, মিজোরাম এবং আসম। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম।

230. NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?

ক) National Cricketers Training Board
খ) National Curriculum and Text Book Board
গ) National Curriculum and Training Board
ঘ) National Communication and Training Board

231. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' এর গ্রন্থস্বত্ব কার?

ক) বাংলাদেশ আওয়ামী লীগ
খ) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা
গ) সি আর আই
ঘ) বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট

232. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?

ক) ফিনল্যান্ড
খ) ইংল্যান্ড
গ) পোল্যান্ড
ঘ) নেদারল্যান্ড
Note : স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে পাঁচটি - আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ে (মনে রাখার কৌশল আসুডেফিন)।

233. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?

ক) আইএসআই
খ) মোসাদ
গ) কেজিবি
ঘ) .

234. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ?

ক) ৪ (চার) টি
খ) ৫ (পাঁচ) টি
গ) ৭ (সাত) টি
ঘ) ৬ (ছয়) টি

235. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?

ক) মহাভারত
খ) রামায়ণ
গ) গীতা
ঘ) বেদ
Note : ১৮ তম শিক্ষক নিবন্ধন অনলাইন এক্সাম ব্যাচ শুরু হবে 5 তারিখ থেকে। কোর্স ফি- 149 টাকা মাত্র।

236. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল?

ক) আসামের বরাক নদী
খ) মানস সরোবর
গ) আরাকান পাহাড়
ঘ) লুসাই পাহাড়

238. a - {a - (a + 1)} = ?

ক) a - 1
খ) 1
গ) a
ঘ) a + 1

242. পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?

ক) ২৫ এবং ২৬
খ) ২৬ এবং ২৭
গ) ২৭ এবং ২৮
ঘ) ২৮ এবং ২৯

246. ০.৪ × ০.০২ × ০.০৮ =?

ক) 0.64
খ) 0.064
গ) 0.00064
ঘ) 6.4

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore