বিষয়ঃ সাধারণ জ্ঞান

252. বাংলার প্রাচীন জনপদ কোনটি?

ক) পুন্ড্র
খ) তাম্রলির
গ) গৌড়
ঘ) হরিকেল
Note : প্ৰাচীনযুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্ৰ ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন পুণ্ড্ৰ, বঙ্গ, সমতট, গৌড়, হরিকেল, বরেন্দ্ৰ এরকম প্ৰায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্ৰাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্ৰাস অথবা বৃদ্ধি পেয়েছে। বাংলার জনপদগুলোর মধ্যে প্ৰাচীনতম হলো পুণ্ড্ৰ।

253. ‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?

ক) কাশ্মীর
খ) ভুটান
গ) কাঠমন্ডু
ঘ) হিমাচল
Note : ভারত ও পাকিস্তানের নিকট এ স্থানটি সামরিক কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এটি কারাকোরাম পর্বতের ৫, ২৪২ মিটার উঁচুতে অবস্থিত। সঠিক উত্তর সিয়াচেন হিমবাহ কাশ্মিরে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালার ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্ব দিকে অবস্থিত। এটি বর্তমানে ভারত-পাকিস্তান উভয় দেশ কর্তৃক নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত। সিয়াচেন হিমবাহের অধিকাংশ ভারত নিয়ন্ত্রিত। সিয়াচেন হিমবাহ পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত।

254. বাংলার প্রাচীন জনপদ কোনটি?

ক) সমতট
খ) পুণ্ড্র
গ) গৌড়
ঘ) হরিকেল
Note : প্ৰাচীনযুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্ৰ ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন পুণ্ড্ৰ, বঙ্গ, সমতট, গৌড়, হরিকেল, বরেন্দ্ৰ এরকম প্ৰায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্ৰাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্ৰাস অথবা বৃদ্ধি পেয়েছে। বাংলার জনপদগুলোর মধ্যে প্ৰাচীনতম হলো পুণ্ড্ৰ।

255. বেক্সিট কার্যকর হয় কত তারিখে?

ক) ১ ডিসেম্বর ২০১৯
খ) ১ জানুয়ারি ২০২০
গ) ১ ফেব্রুয়ারি ২০২০
ঘ) ১ মার্চ ২০২০
Note : যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার মধ্য দিয়ে বেক্সিট কার্যকর হয়। যুক্তরায্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয় ২০২০ সালের ৩১ জানুয়ারি। তাই এর পরদিন অর্থাৎ ১ফেব্রুয়ারি, ২০২০ বেক্সিট কার্যকর হয়।

256. ২০২১ সালে অস্কার পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-

ক) প্যারাসাইট
খ) নোম্যাডল্যান্ড
গ) মিনারি
ঘ) ম্যারেজ স্টোরি

257. দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?

ক) থাইরক্সিন
খ) প্রোল্যাকটিন
গ) এড্রিনালিন
ঘ) সোমোটোট্রফিক

258. কোন শহরটি "বিগ অ্যাপেল" নামে পরিচিত?

ক) লন্ডন
খ) প্যারিস
গ) সিঙ্গাপুর
ঘ) নিউইয়র্ক
Note : শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। 'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।

259. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

ক) ASEAN
খ) SAFTA
গ) EU
ঘ) WTO
Note : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈিতক জোট হলো ইউরোপিয় ইউনিয়ন, আর বানিজ্যিক জোট হলো ডব্লিউটিও। WTO এর পূর্বসূরী হলো গ্যাট। বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

260. দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?

ক) সন্দ্বীপ
খ) মাতারবাড়ী
গ) মনপুরা
ঘ) সোনাদিয়া
Note : দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ। এরপর আসে পটুয়াখালীর পায়রা। সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হলো, সোনাদিয়া বা পায়রায় নয়, কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়ীতেই হবে গভীর সমুদ্রবন্দর।

261. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা -

ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) খুলনা
ঘ) চট্টগ্রাম
Note : গৌড়, বঙ্গ, পুণ্ড্র , হরিকেল, সমতট, বরেন্দ্র , তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল সিলেট ও চট্রগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।

262. হিলি স্থলবন্দর বাংলাদেশের কোথায় অবস্থিত :

ক) দিনাজপুর
খ) ফেনী
গ) সাতক্ষীরা
ঘ) নীলফামারি
Note : বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরটি অবস্থিত ।

263. জাতীয় সংসদের প্রথম নারী হুইপ কে?

ক) শারমিন আকতার
খ) খালেদা খানম
গ) জোবেদা রহমান
ঘ) সাজেদা চৌধুরী
Note : সপ্তম জাতীয় সংসদে তিনি সংরক্ষিত মহিলা আসন ২১ থেকে মনোনীত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ছিলেন।

264. নিচের কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অষ্কার পুরস্কার লাভ করেছেন?

ক) তারেক মাসুদ
খ) মোস্তফা সরয়ার ফারুকী
গ) সত্যজিৎ রায়
ঘ) কোনোটিই নয়
Note : নাফিস বিন যাফর (জন্ম: অক্টোবর ৮, ১৯৭৮) একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সফটওয়্যার প্রকৌশলী এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ। নাফিস প্রথম বাংলাদেশী ব্যক্তি হিসেবে ২০০৭ সালে অস্কার পুরস্কার জেতেন। হলিউডের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড চলচ্চিত্রে ফ্লুইড অ্যানিমেশনের জন্য সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল বিভাগে ডিজিটাল ডোমেইন নামে ভিজ্যুয়াল ইফেক্টস ডেভেলপার কোম্পানির হয়ে দুই সহকর্মী ডাগ রোবেল ও রিয়ো সাকাগুচি সাথে নাফিস এ পুরস্কার জেতেন।

265. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক) এ কে ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) খাজা নাজিমউদ্দিন
ঘ) আবুল কাশেম
Note : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী । ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (২৪ এপ্রিল ১৯৪৭ - ১৪ আগস্ট ১৯৪৭) । আর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক (১৯৩৭) । আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

266. বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত ______

ক) ভেড়ামারা
খ) আশুগঞ্জ
গ) সিদ্ধিরগঞ্জ
ঘ) গোয়ালপাড়া
Note : বাংলাদেশের সর্ববৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্রের থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি বাংলাদেশে সর্ববৃহৎ কেন্দ্র।

267. দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি ?

ক) ৪৯২ টি
খ) ৪৫৬ টি
গ) ৪৭১ টি
ঘ) ৪৮৭ টি
Note : বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে। সর্বশেষ গঠিত উপজেলাগুলি হল মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা।

268. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি ?

ক) ১৬ তম
খ) ১৭ তম
গ) ২১ তম
ঘ) ২৯ তম
Note : ১৩ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে দেশের ২২তম রাষ্ট্রপতি

269. গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত ?

ক) তালিকাভুক্ত ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) ক্ষুদ্র ব্যাংক
ঘ) তফসিল বহির্ভূত ব্যাংক
Note : গ্রামীণ ব্যাংক দেশের পল্লী অঞ্চলের ভূমিহীন দরিদ্র নারী - পুরুষদের জন্য ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ। ১৯৮৩ - এর অধীনে একটি কর্পোরেট সংস্থা হিসেবে ঐ বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক। এটি একটি তফসিল বর্হিভূত ব্যাংক।

270. ২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ______

ক) ফ্রান্সে
খ) ব্রাজিলে
গ) রাশিয়ায়
ঘ) ইংল্যান্ডে
Note : ২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে। এই প্রতিযোগিতা তিনটি দেশ - কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

271. 'গারো' ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে ?

ক) বাবা
খ) মা
গ) প্রবীণ ব্যক্তি
ঘ) বড় ভাই

272. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে ?

ক) ১৯৭০ সালের ১০ এপ্রিল
খ) ১৯৭০ সালের ১৭ এপ্রিল
গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল

273. বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র ?

ক) ৩২ তম
খ) ৪০ তম
গ) ৩৮ তম
ঘ) ৪২ তম
Note : বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য। স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থ্যা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ এর ১৮ এপ্রিল।

274. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে ?

ক) নাটোর
খ) নওগাঁ
গ) দিনাজপুর
ঘ) ঠাকুরগাঁও
Note : বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় ঠাকুরগাঁও জেলাকে। এক সময় বাংলাদেশের নাটোর জেলায় ও দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি গম উৎপাদন হতো। তখন এই দুটি জেলা রুটি ঝুড়ি নামে পরিচিত ছিল। বর্তমানে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ঠাকুরগাঁও জেলায়।

275. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন ?

ক) শীল কান্ত শর্মা
খ) ইব্রাহীম হুসাইন জাকী
গ) আবুল আহসান
ঘ) নিহাল রডরিগো

277. সবচেয়ে বড় দিন কোনটি ?

ক) ২ ডিসেম্বর
খ) ২১ মার্চ
গ) ২৩ সেপ্টেম্বর
ঘ) ২১ জুন
Note : ২১ জুন ও ২২ ডিসেম্বর

279. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ ?

ক) ভারত
খ) চীন
গ) বাংলদেশ
ঘ) রাশিয়া

280. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক) এ. এইচ. এম. কামরুজ্জামান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) এম. মনসুর আলী
Note : মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম. মনসুর আলী, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম. কামারুজ্জামান, পুনর্বাসনে বিশেষ দায়িত্বে নিযুক্ত ছিলেন - অধ্যাপক ইউসুফ আলী।

281. গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?

ক) উওর আফ্রিকা
খ) এশিয়া
গ) চীন
ঘ) দক্ষিণ আফ্রিকা
Note : গােবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এ মরুভূমির অংশবিশেষ চীনের উত্তর এবং উত্তর - পশ্চিম অংশে এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। গােবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।

282. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?

ক) জয়নুল আবেদীন
খ) এস এম সুলতান
গ) কামরুল হাসান
ঘ) রফিকুন নবী
Note : বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর হলেন কামরুল হাসান । বিখ্যাত 'তিনকন্যা' চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন কামরুল হাসান । জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলো হলো ম্যাডোনা - ১৯৪৩, মনপুরা - ৭০, সংগ্রাম, মইটানা প্রভৃতি । 'শিশুস্বর্গ' চিত্রাঙ্কন প্রতিষ্ঠানের জন্য এস এম সুলতান সমধিক পরিচিত । অন্যদিকে রফিকুন্নবী বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট ।

283. মুজিবনগর কোথায় অবস্থিত

ক) যশোর
খ) কুষ্টিয়া
গ) মেহেরপুর
ঘ) চুয়াডাঙ্গা
Note : মুজিবনগর (পূর্বনাম বৈদ্যনাথতলা) বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত (তৎকালীন কুষ্টিয়া) এটি একটি ঐতিহাসিক স্থান। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়, এরপর তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগরের) আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ সালে সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন। তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর’। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।

284. নেপালের পার্লামেন্টের নাম কী?

ক) সিনেট
খ) পঞ্চায়েত
গ) কংগ্রেস
ঘ) পার্লামেন্ট
Note : সংবিধান অনুযায়ী নেপালের নতুন আইনসভার নাম Federal Parliament । দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম House of Representative, যার সদস্য সংখ্যা ২৭৫ এবং উচ্চকক্ষের নাম National Assembly , যার সদস্য সংখ্যা ৫৯।

285. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?

ক) ট্রিগভেলি
খ) কুর্ট ওয়াল্ডহেইম
গ) দ্যাগ হ্যামারশোল্ড
ঘ) উ থান্ট
Note : জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। তার পুরো নাম ডগ হালমার আগ্নে কার্ল হামারশোল্ড। জাতিসংঘের ২য় মহাসচিব হিসেবে তিনি এপ্রিল, ১৯৫৩ থেকে সেপ্টেম্বর, ১৯৬১ পর্যন্ত কর্মরত ছিলেন। বিমান দূর্ঘটনায় মৃত্যুজনিত কারণে তিনি মেয়াদ পূর্তি করতে পারেননি। নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে তিনি ছিলেন চার জন ব্যক্তির মধ্যে একজন, যিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। একমাত্র জাতিসংঘ মহাসচিব হিসেবে হামারশোল্ড কর্মরত অবস্থায় মারা যান।

286. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে-

ক) ৪নং
খ) ৮নং
গ) ৯নং
ঘ) ১১নং
Note : তারামন বিবি ১১ নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুরে ছিলেন। তখন ১১ নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore