বিষয়ঃ সাধারণ জ্ঞান

151. নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-

ক) নামিবিয়া
খ) ভ্যাটিক্যান সিটি
গ) কিউবা
ঘ) পানামা

153. ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-

ক) মাকাও
খ) হাইতি
গ) ওকিনাওয়া
ঘ) ভিয়েতনাম

154. টুথপেস্টের প্রধান উপাদান কি?

ক) জেলি ও মশলা
খ) ভোজ্য তেল ও সোডা
গ) সাবান ও পাউডার
ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল

155. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

ক) স্নো লোরিস
খ) রাজ কাঁকড়া
গ) গণ্ডার
ঘ) পিপীলিকাভুক ম্যানিস

156. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়–

ক) সিলেটের মালনীছড়ায়
খ) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
গ) সিলেটের জাফলং
ঘ) সিলেটের তামাবিলে

157. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার‌্যক্রম শুরু করে?

ক) ১৯৪৫ সাল হতে
খ) ১৯৪৬ সাল হতে
গ) ১৯৪৭ সাল হতে
ঘ) ১৯৪৮ সাল হতে

159. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

ক) শায়েস্তা খান
খ) শাহ সুজা
গ) টিপু সুলতান
ঘ) ইসলাম খান

160. “সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?

ক) মরহুম আলতাফ মাহমুদ
খ) মরহুম নজরুল ইসলাম বাবু
গ) ড. মনিরুজ্জামান
ঘ) মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল

161. আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-

ক) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
গ) বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
ঘ) বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%

162. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?

ক) হুগলী
খ) গৌড়
গ) সোনারগাঁ
ঘ) ঢাকা

163. 'e-TIN' চালু করা হয় কত সালে?

ক) ২০১৩ সালে
খ) ২০১৪ সালে
গ) ২০১৫ সালে
ঘ) ২০১৬ সালে

164. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়-

ক) ১৯৩৭ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯৪২ সালে
ঘ) ১৯২৭ সালে

165. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ক) ফ্যাদোমিটার
খ) আইরোকম্পাস
গ) সাবমেরিন
ঘ) এ্যানিওমিটার

166. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?

ক) সাইবেরিয়া
খ) ভ্লাদিভস্টক
গ) খাবারভস্ক
ঘ) বোখারা

167. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

ক) জেনেভা
খ) মেক্সিকো সিটি
গ) নিউইয়র্ক
ঘ) রিওডি জেনেরিও

168. অপলাপ- শব্দের অর্থ কী?

ক) অস্বীকার
খ) মিথ্যা
গ) প্রলাপ
ঘ) অসদালাপ

169. পিসিকালচার- বলতে কী বোঝায়?

ক) হাঁস-মুরগি পালন
খ) মৌমাছি পালন
গ) মৎস্য চাষ
ঘ) রেশম চাষ

170. কম্পিউটারের কোনটি নেই?

ক) স্মৃতি
খ) বুদ্ধি-বিবেচনা
গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমত
ঘ) নির্ভুল কাজ করার ক্ষমতা

171. ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?

ক) হোসে সামও
খ) রবার্ট মুরাবে
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) অংসান সুচি

172. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হামিদুর রহমান
ঘ) হাসেম খান

174. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ২৫ জোড়া
খ) ২৬ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৪জোড়া

175. START-2 কি?

ক) টিভিতে সম্প্রসারিত একটি সিরিয়াল
খ) বানিজ্য সংক্রান্ত একটি চুক্তি
গ) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ঘ) এর কোনটিই নয়

177. বাংলাদেশের পোষ্টাল একাডেমি কোথায় অবস্থিত?

ক) রাজশাহী
খ) ঢাকা
গ) চট্টগ্রাম
ঘ) চট্টগ্রাম.

178. বাংলাদেশের ইক্ষু গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) দিনাজপুর
খ) গোপালপুর
গ) পাকশী
ঘ) ইশ্বরদী

180. জাতীয় স্মৃতীসৌধের উচ্চতা কত?

ক) ৪৬.৫ মি.
খ) ৪৬ মি.
গ) ৪৫.৫ মি.
ঘ) ৪৫ মি.

181. চা পাতায় কোন ভিটামিন থাকে?

ক) ভিটামিন-ই
খ) ভিটামিন-কে
গ) ভিটামিন-বি কমপ্লেক্স
ঘ) ভিটামিন-এ

182. কে বাংলা সাল গণনা শুরু করেন?

ক) লক্ষ্মণ সেন
খ) ইলিয়াশ শাহ
গ) বিজয় সেন
ঘ) আকবর

183. বাংলাদেশের লোকশিল্প জাদুয়র কোথায় অবস্থিত?

ক) ময়নামতি
খ) সোনারগাঁও
গ) ঢাকা
ঘ) পাহাড়পুর

184. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?

ক) তামা
খ) লোহা
গ) রূপা
ঘ) রাবার

185. এন্টিবায়োটিকের কাজ-

ক) রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
খ) জীবাণু ধ্বংস করা
গ) ভাইরাস ধ্বংস করা
ঘ) দ্রুত রোগ নিরাময় করা

186. কোন জেলায় চা- বাগান বেশী?

ক) সিলেট
খ) হবিগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) বান্দরবান

187. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?

ক) জয়নুল আবেদীন
খ) এস এম সুলতান
গ) কামরুল হাসান
ঘ) রফিকুন নবী

188. ৬ দফা দাবী পেশ করা হয়:

ক) ১৯৭০ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৬৯ সালে

189. মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়?

ক) সেন্টমার্টিন
খ) সন্দ্বীপ
গ) মহেশখালী
ঘ) কুয়াকাটা

190. শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?

ক) ১৪ ডিসেম্বর
খ) ১৫ ডিসেম্বর
গ) ১০ ডিসেম্বর
ঘ) ১২ ডিসেম্বর

191. DAP এর পূর্ণাঙ্গ রূপ কোনটি?

ক) Dhaka Area Plan
খ) Detailed Area Plan
গ) Development Area Plan
ঘ) Dhanmondi Area Plan

192. কোনটি স্থানীয় সরকার নয়?

ক) ইউনিয়ন পরিষদ
খ) উপজেলা পরিষদ
গ) পৌরসভা
ঘ) জেলা প্রশাসন

193. বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?

ক) ফৌজদারি কার্যবিধি
খ) দেওয়ানি কার্যবিধি
গ) স্থাবর সম্পত্তি হুকুম দখল আইন
ঘ) বাংলাদেশের সংবিধান

196. স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কোন তারিখে প্রত্যাবর্তন করেন?

ক) ৮ জুন
খ) ৯ জানুয়ারি
গ) ১০ জানুয়ারি
ঘ) ১১ জানুয়ারি

198. গোপালগঞ্জ কোন প্রাচীন জনপদের অংশ ছিল?

ক) পুন্ড্র
খ) বঙ্গ
গ) সমতট
ঘ) চন্দ্রদ্বীপ
Note : মধুমতির কোল ঘেঁষে গড়ে উঠেছে আজকের গোপালগঞ্জ শহর। প্রাচীনকালে এ এলাকাটি বঙ্গ অঞ্চলের অন্তর্গত ছিল। সুলতানী ও মোঘল যুগে এ অঞ্চল হিন্দু রাজারা শাসন করতেন বঙ্গ -বৃহত্তর ঢাকা,ময়মনসিংহ,ফরিদপুর,যশোর,কুষ্টিয়া বিক্রমপুর,বাকলা (বরিশাল) ও পটুয়াখালি অঞ্চল

199. পলাশির যুদ্ধ কবে সংঘঠিত হয়েছিল?

ক) জুন ২৪, ১৭৫৭
খ) জুন ২৩, ১৭৫৭
গ) জুন ২৫, ১৭৫৭
ঘ) জুন ২২, ১৭৫৭

200. কোন দেশটি ইউরােপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?

ক) ফিনল্যান্ড
খ) পোল্যান্ড
গ) অস্ট্রিয়া
ঘ) সুইডেন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore