বিষয়ঃ বাংলা

1. উচু উচু ভাব' কি বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে?

ক) আধিক্য বোঝাতে
খ) সামান্যতা বোঝাতে
গ) অনুভূতি বোঝাতে
ঘ) সঠিকতা বোঝাতে

2. কোন বানানটি সঠিক?

ক) অগ্নিসাৎ
খ) ধুলিস্যাৎ
গ) পাষান
ঘ) কৃপন

3. কোন বানানটি সঠিক?

ক) শত+এক = শতেক
খ) মিথ্যা+উক = মিথ্যুক
গ) নর+অধম = নরাধম
ঘ) যথা + অথ =যথার্থ

5. ধর্ম> ধরম হওয়ার সন্ধি সূত্র

ক) স্বরসঙ্গতি
খ) স্বরভক্তি
গ) অভিশ্রুতি
ঘ) অপিনিহিতি

6. দুহিল দুধু কি বেন্টে সামায়' পঙক্তির রচয়িতা কে?

ক) ভুসুকুপা
খ) ঢেগুণ পা
গ) লুইকুপা
ঘ) দরকুপা

7. শুনি নাই, রাখিনি সন্ধান' কবি সন্ধান রাখেন নি-

ক) সুখের
খ) যৌবনের
গ) বসন্তের
ঘ) দুঃখের

8. রঙিলা নায়ের মাঝি' গানের সংকলনটির লেখক কে ?

ক) জসীম উদ্দীন
খ) শামসুর রাহমান
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) আল মাহসুদ

9. Tenancy' শব্দের বাংলা পরিভাষা -

ক) প্রজাসস্ত্ব
খ) বাড়ির মালিক
গ) তাঁবু টানানো
ঘ) স্বাধীনতা

10. রীতিসিদ্ধ প্রয়োগ নয় কোনটি?

ক) হাত আসা-অভ্যস্ত হওয়া
খ) গায়ে সওয়া- অভ্যস্ত হওয়া
গ) গা লাগা- মনোযোগ দেয়া
ঘ) পায়ে পড়া - খোশামুদে
Note : problem

11. কোনটি সঠিক নয়?

ক) √শুচ্‌ + ঘঞ =শোক
খ) √বৃধ্‌ + মান = বর্ধমান
গ) √জাগৃ +উক = জাগরূক
ঘ) √খা+জ = খ্যাত

12. বৃদ্ধি হয়েছে কোন কৃদন্ত পদে?

ক) নেওয়া
খ) কার্য
গ) কর্তা
ঘ) চেনা
Note : problem

13. ফারসি ধর্ম সংক্রান্ত শব্দ কোনটি?

ক) তওবা
খ) আদালত
গ) হজ্জ
ঘ) নামাজ

14. অসম্ভব ঘটনা অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক) ব্যাঙের সর্দি
খ) ব্যাঙের আধুলি
গ) বাঘের চোক
ঘ) ভূষণ্ডির কাক

15. আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) সংকর সংকীর্তন
খ) পদ্মা মেঘনা যমুনা
গ) ভাওয়াল গড়ের উপাখ্যান
ঘ) চৌর সন্ধি

16. দিবা রাত্রির কাব্য- উপন্যাসটি'র লেখক

ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
খ) সমরেশ মজুমদার
গ) মানিক বন্দোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু

18. নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক) অনুতাপ
খ) পরোক্ষ
গ) দর্শনমাত্র
ঘ) হাতাহাতি

19. মধ্যপদলোপী কর্মধারয় কোনটি ?

ক) মনমাঝি
খ) সিংহপুরষ
গ) তুষারশুভ্র
ঘ) সাহিত্যসভা

20. কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায়?

ক) জন
খ) ঢাকী
গ) গুরু
ঘ) শিশু

21. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ

ক) মনীষা
খ) সংস্কার
গ) দুস্থ
ঘ) শঙ্কা

22. উষ্মধ্বনি কোনটি?

ক) হ
খ) ক
গ) ছ
ঘ) ষ

23. পর্তুগীজ শব্দ নয় কোনটি?

ক) আনারস
খ) আলপিন
গ) কার্তুজ
ঘ) গির্জা

24. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?

ক) কমলাকান্ত
খ) লোকরহস্য
গ) মুচিরাম গুড়ের জীবনচরিত
ঘ) যুগলাঙ্গুরীয়

25. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-

ক) দ্বারকানাথ ঠাকুর
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) রথীন্দ্রনাথ ঠাকুর
ঘ) প্রমথ চৌধুরী

26. রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-

ক) রামমোহন রায়
খ) অক্ষয়কুমার দত্ত
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) রাধানাথ শিকদার

27. চন্ডীচরণ মুন্সী কে?

ক) শ্রীরামপুর মিশনের লিপিকর
খ) ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
গ) কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ঘ) সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক

28. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?

ক) রবীন্দ্র সংগীত
খ) নজরুল সংগীত
গ) ভাটিয়ালি গান
ঘ) বাউল গান

29. আলাওল কোন শতাব্দীর কবি?

ক) পঞ্চদশ
খ) ষোড়শ
গ) সপ্তদশ
ঘ) অষ্টাদশ

31. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?

ক) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
খ) বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
গ) চর্যাপদের প্রাপ্তিস্থান
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

32. শূন্যপূরাণের' রচয়িতা-

ক) রামাই পন্ডিত
খ) হলায়ুধ মিশ্র
গ) কাহ্নপা
ঘ) কুকুরীপা

33. চর্যাপদের কবিরা ছিলেন-

ক) মহাঘানী বৌদ্ধ
খ) বজ্রঘানী বৌদ্ধ
গ) বাউল
ঘ) সহজঘানী বৌদ্ধ

34. নদী'-র সমার্থ শব্দ কোনটি?

ক) সিন্ধু
খ) হিল্লোল
গ) তটিনী
ঘ) নির্ঝর

35. কোন বানানটি শদ্ধ?

ক) মুলো
খ) মুলা
গ) খুলি
ঘ) ধূলো
Note : ক ও খ দুটো উত্তর

37. বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি?

ক) বন্ধুর
খ) অসম
গ) সুষম
ঘ) ঋজু

38. pedagogy' শব্দের পরিভাষা ?

ক) সহশিক্ষা
খ) নারীশিক্ষা
গ) শিক্ষাতত্ত্ব
ঘ) শিক্ষানীতি

39. নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?

ক) দ্বন্দ্ব
খ) বহুব্রীহি
গ) নিত্য
ঘ) উপপদ তৎপুরুষ

40. শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ-

ক) শির + ছেদ
খ) শিরঃ + ছেদ
গ) শিরশ্ + ছেদ
ঘ) শির + উচ্ছেদ

41. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?

ক) `ভাইবোন
খ) রাজপথ
গ) বকলম
ঘ) ঐকিক

42. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?

ক) সরোবরে
খ) চশমা
গ) সরোজ
ঘ) চম্পক

43. উপসর্গযুক্ত শব্দ-

ক) বিদ্যা
খ) বিদ্রোহী
গ) বিষয়
ঘ) বিপুল

44. যোগরুঢ় শব্দ কোনটি?

ক) কলম
খ) মলম
গ) বাঁশি
ঘ) শাখামৃগ

45. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?

ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

46. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা-

ক) মুহম্মদ আবদুল হাই
খ) মুহম্মদ শহীদুল্লাহ্
গ) মুনীর চৌধুরী
ঘ) মুহম্মদ এনামুল হক

49. একুশ মানে মাথা নত না করা"-এই অমর পঙ্ক্তির রচয়িতা-

ক) আবদুল গাফফার চৌধুরী
খ) আবুল ফজল
গ) মুনীর চৌধুরী
ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী

50. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?

ক) জ্যোতিপ্রকাশ দত্ত
খ) রিজিয়া রহমান
গ) শহীদুল জহির
ঘ) দিলারা হাশেম

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore