বিষয়ঃ সাধারণ জ্ঞান

1. গণহত্যা যাদুঘর' কোথায় অবস্থিত?

ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) কুমিল্লা
ঘ) খুলনা
Note : দক্ষিণের জেলাশহর খুলনায় গড়ে উঠেছে ’১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’। এটি শুধু বাংলাদেশের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর ও আর্কাইভ। গণহত্যার স্মৃতি সংরক্ষণ এবং বাংলাদেশ ও বিশ্বের কাছে আমাদের গণহত্যাকে ছড়িয়ে দিতে গণহত্যা জাদুঘর যেসব কার্যক্রম চালাচ্ছে।

2. E-mail আবিষ্কৃত হয় কত সালে?

ক) 1970
খ) 1971
গ) 1973
ঘ) 1974

3. মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে MIMS চালু হয় ?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

4. গর্ভকালীন বিপদচিহ্ন নয় কোনটি?

ক) বিলম্বিত প্রসব
খ) মাথাঘোরা
গ) জ্বর
ঘ) রক্তস্রাব

5. কোনটি অধিক ভারী?

ক) ১ কেজি লোহা
খ) ১ কেজি তুলা
গ) কোনটিই নয়
ঘ) উভয় সমান

7. ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে?

ক) পাবনা
খ) গাইবান্ধা
গ) নাটোর
ঘ) কুড়িগ্রাম

10. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে?

ক) ২১ ফেব্রুয়ারী ১৯৬৯
খ) ২২ ফেব্রুয়ারী ১৯৬৯
গ) ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯
ঘ) ২৪ ফেব্রুয়ারী ১৯৬৯

14. মুক্তিযোদ্ধা দিবস কবে

ক) ১ ডিসেম্বর
খ) ২ ডিসেম্বর
গ) ৩ ডিসেম্বর
ঘ) ৪ ডিসেম্বর

18. বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয়-

ক) ১৯৭১ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৮৬২ সালে
ঘ) ১৮৭১ সালে

22. বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক

ক) সেলিম আল দীন
খ) নাসির উদ্দিন ইউসুফ
গ) মামুনুর রশীদ
ঘ) নির্মলেন্দু গুণ
Note : problem

23. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত।

ক) রাজশাহী
খ) চাঁপাই নবাবগঞ্জ
গ) নওগাঁ
ঘ) কোনটিই নয়

24. বাংলা সাহত্যে আধুনিক গীতি কবিতার স্রষ্টা:

ক) গিরিশচন্দ্র সেন
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) আবুল ফজল
ঘ) আবুল মনসুর আহমদ

25. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন?

ক) গীতাঞ্জলি
খ) শেষের কবিতা
গ) বসন্ত
ঘ) কোনটিই নয়

26. মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

ক) দেনা-পাওনা
খ) পোস্ট মাস্টার
গ) হৈমন্তি
ঘ) সমাপ্তি

27. বিখ্যাত কবিতা 'শিক্ষা গুরুর মর্যাদা' কার লেখা?

ক) কাজী কাদের নেওয়াজ
খ) আব্দুল কাদির
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) কাজী নজরুল ইসলাম

28. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

ক) কালো বরফ
খ) আরেক ফালগুন
গ) অগ্নিসাক্ষী
ঘ) রাইফেল রোটি আওরাত

29. আকাবা' কোন দেশের সমুদ্র বন্দর?

ক) মিয়ানমার
খ) রাশিয়া
গ) ইরাক
ঘ) জর্ডান
Note : ”আকাবা” জর্ডানের সমুদ্র বন্দর। আকাবা সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত। ইয়েমেনের সমুদ্র বন্দর এডেন।

30. বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে?

ক) পাকিস্তান
খ) দক্ষিণ আফ্রিকা
গ) ভারত
ঘ) জিম্বাবুয়ে

32. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?

ক) সংযুক্ত আরব আমিরাত
খ) সৌদিআরব
গ) কুয়েত
ঘ) মালয়েশিয়া

36. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) তাজউদ্দীন আহমেদ
ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী

37. The Foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে?

ক) রেহমান সোবহান
খ) আনিসুর রহমান
গ) নুরুল ইসলাম
ঘ) হারুন-অর-রশিদ

39. মুজিব : একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পরিচালক কে?

ক) গুরু দত্ত
খ) শিবু সিরিল
গ) শ্যাম বেনেগাল
ঘ) বিশাল ভরদ্বাজ

40. বাংলাদেশের নবীনতম নদী কোনটি?

ক) পদ্মা
খ) যমুনা
গ) জিঞ্জিরাম
ঘ) মেঘনা
Note : জিঞ্জিরাম নদীটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত । এই নদীটি মরা নদী ছিলো । কিন্তু পরবির্তিতে খনন করার মাধ্যমে এই নদীটি নতুন করে রুপ ফিরে পেয়েছে । তাই বলা যায় বাংলাদেশের নবীনতম নদী জিঞ্জিরাম ।

43. কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?

ক) মানবাধিকার
খ) নারীর ক্ষমতায়ন
গ) শিশু মৃত্যুহার হ্রাস
ঘ) মাতৃ মৃত্যুহার হ্রাস

44. কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেেেছন?

ক) কুদরত-ই-খুদা
খ) কাজী মোতাহার হোসেন
গ) জামাল নজরুল ইসলাম
ঘ) আব্দুল মতিন চৌধুরী

45. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?

ক) সাজেদা চৌধুরী
খ) নুরজাহান মোর্শেদ
গ) রাফিয়া আক্তার ডলি
ঘ) রাজিয়া বানু

48. অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?

ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
খ) বিচার বিভাগ
গ) নির্বাহী বিভাগ
ঘ) মন্ত্রীপরিষদ বিভাগ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore